নন্দিত বিজ্ঞাপন নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। বহুমুখী প্রতিভার অধিকারী ও বহু গুণে গুণান্বিত শিল্পী। অন্যদিকে ফখরুল বাসারও গুণী অভিনেতা। আফজাল- ফখরুলের সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্কের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আফজাল হোসেন। তিনি লেখেন-
মাসুম, ফখরুল বাসার আর আমি বহুদিন পর একসাথে অভিনয় করছি। সম্পর্ক বন্ধুত্বের তাই দিনটা বিশেষ কেটেছে- তা নয়। আমাদের সম্পর্ক আরও লম্বা, বর্ণিল।
মিলি, মাসুমের বউ আমাদের ভাগ্নি। আমাদের মানে বিরাট এক পরিবারের। সে পরিবারের একজন মানিকভাই। তিনিই মিলির আসল মামা। মিলি আর মানিকভাইয়ের কারণে পরিবারে একজন আপাও পেয়ে যাই- যিনি মিলির মা।
আমাদের সে টগবগে যৌবনকালে সকলের আনন্দময় পরিচয় ছিল ঢাকা থিয়েটার।
কত স্মৃতি। দেখা হলে, একসাথে দীর্ঘ সময় কাটালে স্মৃতির এ দরজা ও দরজা খুলে হৈহৈ করে আসতেই থাকে।
সেই মানিকভাইয়ের কল্যানে জীবনে প্রথম অদ্ভুত এক আনন্দে জুটেছিল। আশির দশকের শুরুতে আমরা ঢাকা থিয়েটার লেখা টি শার্ট পরতে পেরেছিলাম।
আমাদের আপার মেয়েকে বিয়ে করে ফেলাতে মাসুমকে কিছুদিন ভাগ্নিজামাই ভাবা হয়। তারপর আবার ফিরে আসে যার যা পরিচয়।
জীবনের সেই ঝকঝকে কাল গতকাল দিনভর ইলিশ ধরার জালে রূপালী ইলিশের মতো লাফিয়েছে।
সে কালে দলে আরও একজন অভিভাবক শ্রেণীর বন্ধু ছিলেন- সৈয়দ সালাহউদ্দিন জাকী। জাকী ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক নির্মান করছেন। সে কারণেই এই একসাথে হওয়া।
দম বন্ধ বন্ধ হওয়া সময়ে এরকম উপলক্ষ্য পেলে খানিকটা নতুন শ্বাসে বুক ভরে নেয়া যায়।
নন্দিত বিজ্ঞাপন নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। বহুমুখী প্রতিভার অধিকারী ও বহু গুণে গুণান্বিত শিল্পী। অন্যদিকে ফখরুল বাসারও গুণী অভিনেতা। আফজাল- ফখরুলের সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্কের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আফজাল হোসেন। তিনি লেখেন-
মাসুম, ফখরুল বাসার আর আমি বহুদিন পর একসাথে অভিনয় করছি। সম্পর্ক বন্ধুত্বের তাই দিনটা বিশেষ কেটেছে- তা নয়। আমাদের সম্পর্ক আরও লম্বা, বর্ণিল।
মিলি, মাসুমের বউ আমাদের ভাগ্নি। আমাদের মানে বিরাট এক পরিবারের। সে পরিবারের একজন মানিকভাই। তিনিই মিলির আসল মামা। মিলি আর মানিকভাইয়ের কারণে পরিবারে একজন আপাও পেয়ে যাই- যিনি মিলির মা।
আমাদের সে টগবগে যৌবনকালে সকলের আনন্দময় পরিচয় ছিল ঢাকা থিয়েটার।
কত স্মৃতি। দেখা হলে, একসাথে দীর্ঘ সময় কাটালে স্মৃতির এ দরজা ও দরজা খুলে হৈহৈ করে আসতেই থাকে।
সেই মানিকভাইয়ের কল্যানে জীবনে প্রথম অদ্ভুত এক আনন্দে জুটেছিল। আশির দশকের শুরুতে আমরা ঢাকা থিয়েটার লেখা টি শার্ট পরতে পেরেছিলাম।
আমাদের আপার মেয়েকে বিয়ে করে ফেলাতে মাসুমকে কিছুদিন ভাগ্নিজামাই ভাবা হয়। তারপর আবার ফিরে আসে যার যা পরিচয়।
জীবনের সেই ঝকঝকে কাল গতকাল দিনভর ইলিশ ধরার জালে রূপালী ইলিশের মতো লাফিয়েছে।
সে কালে দলে আরও একজন অভিভাবক শ্রেণীর বন্ধু ছিলেন- সৈয়দ সালাহউদ্দিন জাকী। জাকী ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক নির্মান করছেন। সে কারণেই এই একসাথে হওয়া।
দম বন্ধ বন্ধ হওয়া সময়ে এরকম উপলক্ষ্য পেলে খানিকটা নতুন শ্বাসে বুক ভরে নেয়া যায়।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে