নন্দিত বিজ্ঞাপন নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। বহুমুখী প্রতিভার অধিকারী ও বহু গুণে গুণান্বিত শিল্পী। অন্যদিকে ফখরুল বাসারও গুণী অভিনেতা। আফজাল- ফখরুলের সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্কের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আফজাল হোসেন। তিনি লেখেন-
মাসুম, ফখরুল বাসার আর আমি বহুদিন পর একসাথে অভিনয় করছি। সম্পর্ক বন্ধুত্বের তাই দিনটা বিশেষ কেটেছে- তা নয়। আমাদের সম্পর্ক আরও লম্বা, বর্ণিল।
মিলি, মাসুমের বউ আমাদের ভাগ্নি। আমাদের মানে বিরাট এক পরিবারের। সে পরিবারের একজন মানিকভাই। তিনিই মিলির আসল মামা। মিলি আর মানিকভাইয়ের কারণে পরিবারে একজন আপাও পেয়ে যাই- যিনি মিলির মা।
আমাদের সে টগবগে যৌবনকালে সকলের আনন্দময় পরিচয় ছিল ঢাকা থিয়েটার।
কত স্মৃতি। দেখা হলে, একসাথে দীর্ঘ সময় কাটালে স্মৃতির এ দরজা ও দরজা খুলে হৈহৈ করে আসতেই থাকে।
সেই মানিকভাইয়ের কল্যানে জীবনে প্রথম অদ্ভুত এক আনন্দে জুটেছিল। আশির দশকের শুরুতে আমরা ঢাকা থিয়েটার লেখা টি শার্ট পরতে পেরেছিলাম।
আমাদের আপার মেয়েকে বিয়ে করে ফেলাতে মাসুমকে কিছুদিন ভাগ্নিজামাই ভাবা হয়। তারপর আবার ফিরে আসে যার যা পরিচয়।
জীবনের সেই ঝকঝকে কাল গতকাল দিনভর ইলিশ ধরার জালে রূপালী ইলিশের মতো লাফিয়েছে।
সে কালে দলে আরও একজন অভিভাবক শ্রেণীর বন্ধু ছিলেন- সৈয়দ সালাহউদ্দিন জাকী। জাকী ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক নির্মান করছেন। সে কারণেই এই একসাথে হওয়া।
দম বন্ধ বন্ধ হওয়া সময়ে এরকম উপলক্ষ্য পেলে খানিকটা নতুন শ্বাসে বুক ভরে নেয়া যায়।
নন্দিত বিজ্ঞাপন নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। বহুমুখী প্রতিভার অধিকারী ও বহু গুণে গুণান্বিত শিল্পী। অন্যদিকে ফখরুল বাসারও গুণী অভিনেতা। আফজাল- ফখরুলের সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্কের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আফজাল হোসেন। তিনি লেখেন-
মাসুম, ফখরুল বাসার আর আমি বহুদিন পর একসাথে অভিনয় করছি। সম্পর্ক বন্ধুত্বের তাই দিনটা বিশেষ কেটেছে- তা নয়। আমাদের সম্পর্ক আরও লম্বা, বর্ণিল।
মিলি, মাসুমের বউ আমাদের ভাগ্নি। আমাদের মানে বিরাট এক পরিবারের। সে পরিবারের একজন মানিকভাই। তিনিই মিলির আসল মামা। মিলি আর মানিকভাইয়ের কারণে পরিবারে একজন আপাও পেয়ে যাই- যিনি মিলির মা।
আমাদের সে টগবগে যৌবনকালে সকলের আনন্দময় পরিচয় ছিল ঢাকা থিয়েটার।
কত স্মৃতি। দেখা হলে, একসাথে দীর্ঘ সময় কাটালে স্মৃতির এ দরজা ও দরজা খুলে হৈহৈ করে আসতেই থাকে।
সেই মানিকভাইয়ের কল্যানে জীবনে প্রথম অদ্ভুত এক আনন্দে জুটেছিল। আশির দশকের শুরুতে আমরা ঢাকা থিয়েটার লেখা টি শার্ট পরতে পেরেছিলাম।
আমাদের আপার মেয়েকে বিয়ে করে ফেলাতে মাসুমকে কিছুদিন ভাগ্নিজামাই ভাবা হয়। তারপর আবার ফিরে আসে যার যা পরিচয়।
জীবনের সেই ঝকঝকে কাল গতকাল দিনভর ইলিশ ধরার জালে রূপালী ইলিশের মতো লাফিয়েছে।
সে কালে দলে আরও একজন অভিভাবক শ্রেণীর বন্ধু ছিলেন- সৈয়দ সালাহউদ্দিন জাকী। জাকী ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক নির্মান করছেন। সে কারণেই এই একসাথে হওয়া।
দম বন্ধ বন্ধ হওয়া সময়ে এরকম উপলক্ষ্য পেলে খানিকটা নতুন শ্বাসে বুক ভরে নেয়া যায়।
গত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৩ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৩ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ‘এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ জোড়া পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন ইন্তেখাব দিনার। পাশাপাশি সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন বিজন ইমতিয়াজ।
১৩ ঘণ্টা আগে