এক কিশোরীর জীবনে ঘটে যাওয়া ভুল এবং এরপর অনুতপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে নাটক ‘রিগ্রেট’। নির্মাতা তৌহিদ হক বলেন, ‘গল্পটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক। আমি একজন মা ও মেয়ের গল্প বলতে চেয়েছি। একজন মায়ের সংগ্রাম এই নাটকের প্রধান বিষয়। এতে সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে।’
গত ২৭ ও ২৮ অক্টোবর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশের এলাকায় হয় এই নাটকের শুটিং হয়। তৌহিদ হকের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান ও গুণী অভিনেত্রী মনিরা মিঠু।
নাটকটি সম্পর্কে সাদিয়া আয়মান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মা এবং মেয়ের গল্প। একজন টিনেজার মেয়ের জীবনে নেওয়া অনেক ভুল সিদ্ধান্তের খেসারতের গল্প “রিগ্রেট”। টিনএজ বয়সে অনেকেই পরিবারকে অবহেলা করে এবং অনেক ভুল সিদ্ধান্ত নেয়। পরিবারের কাছের মানুষদেরও তখন তাদের শত্রু মনে হয়। আমার মনে হয় গল্পটা প্রতিটি টিনেজারের দেখা উচিত।’
‘রিগ্রেট’ নাটকটি নির্মাণের পেছনে রয়েছে আরেকজন মায়ের সংগ্রামের গল্প। নির্মাতা তৌহিদ হক জানান, এটি তাঁর পরিচালিত প্রথম নাটক। আর এই নাটক প্রযোজনা করেছেন তাঁর মা। নাটক নির্মাণে সব টাকা দিয়েছেন তিনি। তৌহিদ বলেন, ‘আমি যখন কোনো প্রযোজকের কাছে যাই, তারা আমার ওপরে ভরসা পাননি। কিন্তু মা আমাকে সেই ভরসা দিয়েছেন। মায়ের অনেক দিনের স্বপ্ন, ছেলে একদিন বড় নির্মাতা হবে। মা তার জমানো টাকা দিয়ে বলেন, তুই নাটক বানা।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন—হিন্দোল রায়, রকি খান, সোহেল তৌফিক প্রমুখ।
এক কিশোরীর জীবনে ঘটে যাওয়া ভুল এবং এরপর অনুতপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে নাটক ‘রিগ্রেট’। নির্মাতা তৌহিদ হক বলেন, ‘গল্পটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক। আমি একজন মা ও মেয়ের গল্প বলতে চেয়েছি। একজন মায়ের সংগ্রাম এই নাটকের প্রধান বিষয়। এতে সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে।’
গত ২৭ ও ২৮ অক্টোবর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশের এলাকায় হয় এই নাটকের শুটিং হয়। তৌহিদ হকের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান ও গুণী অভিনেত্রী মনিরা মিঠু।
নাটকটি সম্পর্কে সাদিয়া আয়মান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মা এবং মেয়ের গল্প। একজন টিনেজার মেয়ের জীবনে নেওয়া অনেক ভুল সিদ্ধান্তের খেসারতের গল্প “রিগ্রেট”। টিনএজ বয়সে অনেকেই পরিবারকে অবহেলা করে এবং অনেক ভুল সিদ্ধান্ত নেয়। পরিবারের কাছের মানুষদেরও তখন তাদের শত্রু মনে হয়। আমার মনে হয় গল্পটা প্রতিটি টিনেজারের দেখা উচিত।’
‘রিগ্রেট’ নাটকটি নির্মাণের পেছনে রয়েছে আরেকজন মায়ের সংগ্রামের গল্প। নির্মাতা তৌহিদ হক জানান, এটি তাঁর পরিচালিত প্রথম নাটক। আর এই নাটক প্রযোজনা করেছেন তাঁর মা। নাটক নির্মাণে সব টাকা দিয়েছেন তিনি। তৌহিদ বলেন, ‘আমি যখন কোনো প্রযোজকের কাছে যাই, তারা আমার ওপরে ভরসা পাননি। কিন্তু মা আমাকে সেই ভরসা দিয়েছেন। মায়ের অনেক দিনের স্বপ্ন, ছেলে একদিন বড় নির্মাতা হবে। মা তার জমানো টাকা দিয়ে বলেন, তুই নাটক বানা।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন—হিন্দোল রায়, রকি খান, সোহেল তৌফিক প্রমুখ।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৩ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১৫ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১৮ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১৮ ঘণ্টা আগে