ক্রিকেটবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে জনপ্রিয় হয়েছেন মারিয়া নূর। অভিনয় করেছেন নাটক-সিরিয়ালেও। এবার উপস্থাপনার নতুন খবর জানালেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে টি-স্পোর্টস টেলিভিশনের নতুন অনুষ্ঠান ‘স্ট্রেইট ড্রাইভ’ উপস্থাপনা করবেন মারিয়া নূর। অনুষ্ঠানের হট সিটে মারিয়া নূরের অতিথি হবেন খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, মো. রফিক, তারেক আজিজ খানসহ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। আলোচনা হবে ক্রিকেটের নানা বিষয় নিয়ে। সোয়া এক ঘণ্টার শো হবে এটি। বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন বেলা ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত চলবে।
১৭ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর শেষ হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। মারিয়া এ সময়ে টানা ব্যস্ত থাকবেন ‘স্ট্রেইট ড্রাইভ’ নিয়ে। তিনি বলেন, ‘স্পোর্টসকেন্দ্রিক দেশীয় টিভি শোর ধারণা পাল্টে দিতে পারে এই শো। এতটা বিস্তারিত শো এখানে আগে আর হয়নি। যেটা বরাবরই আমি চেয়েছি। এবার প্রতিটি ম্যাচ ও প্লেয়ারকে নিয়ে বিস্তারিত আলাপ করতে পারব। আগের অনুষ্ঠানগুলোতে আমি প্রি-ম্যাচ, পোস্ট-ম্যাচ কিংবা মিড ব্রেক অনুষ্ঠান করেছি কিন্তু এবারের ডিজাইনটা একটু আলাদা, সময়ও বেশি থাকছে। অনুষ্ঠানে ক্রিকেটার, ক্রীড়া ব্যক্তিত্ব, গভীরতা, খেলোয়াড়দের ফুটওয়ার্কস থেকে শুরু করে বোলারদের টেকনিক; সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে।’
মডেলিং, মিউজিক ভিডিও, অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন মারিয়া। তবে সঞ্চালনা তাঁর প্রথম পছন্দ। মারিয়া বলেন, ‘আমার প্রথম পছন্দ বা আগ্রহ স্পোর্টস আর উপস্থাপনা। এর মাঝে যেসব অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছি, সেগুলোর পরিধি, পরিকল্পনা আর বাজেট—সব মিলিয়ে ঠিক রাজি হওয়ার মতো ছিল না। তাই নিয়মিত উপস্থাপনা করা হয়নি। অথচ, আমি যখন স্পোর্টস শো সঞ্চালনা শুরু করেছি তখন এমন ছিল না। শোগুলোকে ঘিরে ভালো পরিকল্পনা ছিল, বাজেট ছিল। গত কয়েক বছরে পরিসর আরও ছোট হয়েছে। এই প্রজেক্টটা বড় ও ভালো কিছু হবে আশা করছি।’
সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ দিয়ে প্রশংসা পেয়েছেন। আলোচিত হয়েছেন মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং গত সপ্তাহেই প্রকাশ হওয়া মেহেদি হাসান জনির ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’ দিয়ে। চলছে আরও কয়েকটি ওয়েব প্রজেক্টের কাজ।
ক্রিকেটবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে জনপ্রিয় হয়েছেন মারিয়া নূর। অভিনয় করেছেন নাটক-সিরিয়ালেও। এবার উপস্থাপনার নতুন খবর জানালেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে টি-স্পোর্টস টেলিভিশনের নতুন অনুষ্ঠান ‘স্ট্রেইট ড্রাইভ’ উপস্থাপনা করবেন মারিয়া নূর। অনুষ্ঠানের হট সিটে মারিয়া নূরের অতিথি হবেন খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, মো. রফিক, তারেক আজিজ খানসহ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। আলোচনা হবে ক্রিকেটের নানা বিষয় নিয়ে। সোয়া এক ঘণ্টার শো হবে এটি। বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন বেলা ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত চলবে।
১৭ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর শেষ হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। মারিয়া এ সময়ে টানা ব্যস্ত থাকবেন ‘স্ট্রেইট ড্রাইভ’ নিয়ে। তিনি বলেন, ‘স্পোর্টসকেন্দ্রিক দেশীয় টিভি শোর ধারণা পাল্টে দিতে পারে এই শো। এতটা বিস্তারিত শো এখানে আগে আর হয়নি। যেটা বরাবরই আমি চেয়েছি। এবার প্রতিটি ম্যাচ ও প্লেয়ারকে নিয়ে বিস্তারিত আলাপ করতে পারব। আগের অনুষ্ঠানগুলোতে আমি প্রি-ম্যাচ, পোস্ট-ম্যাচ কিংবা মিড ব্রেক অনুষ্ঠান করেছি কিন্তু এবারের ডিজাইনটা একটু আলাদা, সময়ও বেশি থাকছে। অনুষ্ঠানে ক্রিকেটার, ক্রীড়া ব্যক্তিত্ব, গভীরতা, খেলোয়াড়দের ফুটওয়ার্কস থেকে শুরু করে বোলারদের টেকনিক; সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে।’
মডেলিং, মিউজিক ভিডিও, অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন মারিয়া। তবে সঞ্চালনা তাঁর প্রথম পছন্দ। মারিয়া বলেন, ‘আমার প্রথম পছন্দ বা আগ্রহ স্পোর্টস আর উপস্থাপনা। এর মাঝে যেসব অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছি, সেগুলোর পরিধি, পরিকল্পনা আর বাজেট—সব মিলিয়ে ঠিক রাজি হওয়ার মতো ছিল না। তাই নিয়মিত উপস্থাপনা করা হয়নি। অথচ, আমি যখন স্পোর্টস শো সঞ্চালনা শুরু করেছি তখন এমন ছিল না। শোগুলোকে ঘিরে ভালো পরিকল্পনা ছিল, বাজেট ছিল। গত কয়েক বছরে পরিসর আরও ছোট হয়েছে। এই প্রজেক্টটা বড় ও ভালো কিছু হবে আশা করছি।’
সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ দিয়ে প্রশংসা পেয়েছেন। আলোচিত হয়েছেন মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং গত সপ্তাহেই প্রকাশ হওয়া মেহেদি হাসান জনির ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’ দিয়ে। চলছে আরও কয়েকটি ওয়েব প্রজেক্টের কাজ।
‘পরীমণি’ সিনেমাটি তৈরি হচ্ছে ভৌতিক গল্পে। গল্পের কেন্দ্রে আছে পরী নামের এক সাধারণ কিশোরী। আপাতদৃষ্টিতে তার জীবন স্বাভাবিক হলেও রয়েছে এক অতীত, যাতে মিশে আছে ভয়, ভালোবাসা, অপরাধ ও দায়িত্ববোধ।
১০ ঘণ্টা আগেসব মিলিয়ে প্রিয়দর্শনের নির্মিত সিনেমার সংখ্যা ৯৮টি। এখনো ক্যামেরার পেছনে দাপটের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে আর মাত্র দুটি সিনেমা বানিয়ে পরিচালনা থেকে অবসর নেবেন তিনি।
১৩ ঘণ্টা আগেবিগ বসের কল্যাণে ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা সালমান খান। এ শোর গত সিজনেও ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। তবে এবার প্রায় ১০০ কোটি কম পারিশ্রমিক পাচ্ছেন।
১৫ ঘণ্টা আগেসিনেমার গান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘অনেক সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছি। কারণ, সিনেমায় আমার নতুন কিছু দেওয়ার নাই। যে যা-ই বলুন, সিনেমার গান আসলে নায়ক-পরিচালকের গান হয়, আমার গান হয় না।’
১৭ ঘণ্টা আগে