বাবু মহল্লার খুব জনপ্রিয় একটি নাম, তবে সে কোন মহৎ কাজ করে মহল্লায় জনপ্রিয় হয়নি। মহল্লার প্রায় সব বাসাতেই সাবলেট ভাড়া থেকে সবার কাছে পরিচিত হয়েছে। বাবু এক বাসায় বেশি দিন থাকতে পারেনা। বাবু বাসায় উঠার পর এমন আচরন করা শুরু করে বাসার অন্যান্যদের সঙ্গে, লোকজনদের সাথে মনে হয় যেন এটা তার নিজের বাসা আর বাসার অন্য ভাড়াটিয়া তার ভাই, বোন, বন্ধু ,বউ এমনকি প্রেমিকা। এমন একটি চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির। নাটকের নাম ‘সাবলেট বাবু’। রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকটি শিগগিরই দেখা যাবে আরটিভির পর্দায়।
গল্পে দেখা যাবে, মাহি স্বল্প বেতনের চাকরি করে। মাহির সমস্যা হলো সে সাধারণ কোন বাসায় থাকতে পারেনা, চাকরিটা স্বল্প বেতনের হলেও সে ভালো বাসায় থাকবে, সেজন্য তার বাসা ভাড়া সামলাতে হিমশিম খেতে হয়, তার পরিবার ঠিক করলো তাদের যে রুমটি খালি থাকে তা সাবলেটে ভাড়া দিয়ে দিবে। কথামত মাহি সাবলেটের লিফলেট লাগিয়ে দেয়। মাহির চরিত্রটি করছেন উর্মিলা শ্রাবন্তী কর।
মাহির লিফলেট দেখেই বাবু পরের দিন বাসায় এসে হাজির, বাবু সাবলেট রুমটি ভাড়া নিতে চায়। তাড়াতাড়ি ভাড়াটিয়া পেয়ে খুশি মাহির পরিবার। এরপর থেকে বাবু মাহির বাসায় থাকা শুরু করবে। এভাবেই গল্প এগিয়ে যাবে।
নাটকটিতে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশারসহ আরো অনেকে।
বাবু মহল্লার খুব জনপ্রিয় একটি নাম, তবে সে কোন মহৎ কাজ করে মহল্লায় জনপ্রিয় হয়নি। মহল্লার প্রায় সব বাসাতেই সাবলেট ভাড়া থেকে সবার কাছে পরিচিত হয়েছে। বাবু এক বাসায় বেশি দিন থাকতে পারেনা। বাবু বাসায় উঠার পর এমন আচরন করা শুরু করে বাসার অন্যান্যদের সঙ্গে, লোকজনদের সাথে মনে হয় যেন এটা তার নিজের বাসা আর বাসার অন্য ভাড়াটিয়া তার ভাই, বোন, বন্ধু ,বউ এমনকি প্রেমিকা। এমন একটি চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির। নাটকের নাম ‘সাবলেট বাবু’। রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকটি শিগগিরই দেখা যাবে আরটিভির পর্দায়।
গল্পে দেখা যাবে, মাহি স্বল্প বেতনের চাকরি করে। মাহির সমস্যা হলো সে সাধারণ কোন বাসায় থাকতে পারেনা, চাকরিটা স্বল্প বেতনের হলেও সে ভালো বাসায় থাকবে, সেজন্য তার বাসা ভাড়া সামলাতে হিমশিম খেতে হয়, তার পরিবার ঠিক করলো তাদের যে রুমটি খালি থাকে তা সাবলেটে ভাড়া দিয়ে দিবে। কথামত মাহি সাবলেটের লিফলেট লাগিয়ে দেয়। মাহির চরিত্রটি করছেন উর্মিলা শ্রাবন্তী কর।
মাহির লিফলেট দেখেই বাবু পরের দিন বাসায় এসে হাজির, বাবু সাবলেট রুমটি ভাড়া নিতে চায়। তাড়াতাড়ি ভাড়াটিয়া পেয়ে খুশি মাহির পরিবার। এরপর থেকে বাবু মাহির বাসায় থাকা শুরু করবে। এভাবেই গল্প এগিয়ে যাবে।
নাটকটিতে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশারসহ আরো অনেকে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে