Ajker Patrika

ভালোবাসা মানে সাহস, যত্ন ও সম্মান: সানজিদা তন্ময়

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ২৪
ভালোবাসা মানে সাহস, যত্ন ও সম্মান: সানজিদা তন্ময়

হালের জনপ্রিয় অভিনেত্রী সানজিদা তন্ময়। এই ভালোবাসা দিবসে আছেন দেশ ছেড়ে হাজার মাইল দূরে। তাঁর কাছে ভালোবাসা মানে সাহস, যত্ন ও সম্মান।

২০১১ সালের ‘ভিট চ্যানেল আই’ প্রতিযোগিতায় শীর্ষ সাতে ছিলেন তিনি। এরপর ছোট পর্দার নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। তাঁর অভিনীত সিনেমা ‘বাপজানের বায়োস্কোপ’ ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মোট আটটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়। এরপর ২০১৯ সালে তিনি জর্ডানে চলে যান। সেখানে আছেন স্বামী-সন্তান নিয়ে। ভালোবাসা দিবস নিয়ে কথা হয় তাঁর সঙ্গে।

অভিনেত্রী সানজিদা তন্ময়তিনি বলেন, ‘আমার কাছে ভালোবাসা মানে সাহস। ভালোবাসা মানে যত্ন ও সম্মান। ভালোবাসা মানে আপনার দায়িত্বশীলতার প্রমাণ। আমি মনে করি আপনি যদি কখনো আপনার ভালোবাসার মধ্যে কোনো সন্দেহ অনুভব করেন, ভালোবাসার প্রতি আরও যত্নশীল হোন। আরও বেশি এবং বেশি ভালোবাসতে শিখুন।’ 

অভিনেত্রী সানজিদা তন্ময়ভালোবাসা দিবসে সানজিদা তন্ময় মিস করেন তাঁর বাবা-মাকে। মিস করেন দেশে ভালোবাসা দিবস উদ্‌যাপন। হাজার মাইল দূরে থাকলেও বিশেষ দিনগুলোতে মন তাঁর ঠিকই পরে থাকে দেশেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত