Ajker Patrika

বঙ্গবন্ধুকে নিয়ে মিউজিক্যাল ডকুফিল্মে তারিন

বঙ্গবন্ধুকে নিয়ে মিউজিক্যাল ডকুফিল্মে তারিন

জাতীয় শোক দিবস উপলক্ষে সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে ‘রক্তমাখা সিঁড়ি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন নিশিতা বড়ুয়া। গানটি লিখেছেন সুজন হাজং এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটি নিয়ে একটি মিউজিক্যাল ডকুফিল্ম তৈরি হচ্ছে। এতে অভিনয় করছেন অভিনেত্রী তারিন জাহান।

গতকাল ১০ আগস্ট সেই শুটিংয়ে অংশ নিলেন তারিন। ইতিমধ্যে ধানমন্ডি বত্রিশ, স্বাধীনতা জাদুঘর, জগন্নাথ হল, শিখা চিরন্তনসহ রাজধানীর বেশকিছু জায়গায় শুটিং সম্পন্ন করেছেন বলে জানান অভিনেত্রী তারিন জাহান।

তারিন বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর। বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রয়াসেই এই ভিডিও। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী সত্তাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এতে।’

গীতিকার সুজন হাজংয়ের প্রযোজনায় এই মিউজিক্যাল ডকুফিল্মের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতী। চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস।

তারিন জাহানসুজন হাজং বলেন, ‘তারিন একজন গুণী অভিনেত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা ‘রক্তমাখা সিঁড়ি’ শিরোনামের গানটিতে অভিনেত্রী হিসেবে তারিন ছিলেন আমাদের প্রথম পছন্দ। গানের হৃদয়স্পর্শী সুর, অসাধারণ গায়কী, সর্বোপরি গানের কথামালা–সব মিলিয়ে বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপনা করতে তারিনকেই উপযুক্ত মনে হয়েছে। আশা করছি, এই গুণী অভিনেত্রীর অংশগ্রহণে গানটি নতুন মাত্রা পাবে। জাতির জনক বঙ্গবন্ধুকে  নতুন প্রজন্মের সামনে সুনিপুণভাবে উপস্থাপন করতে পারব।’

মিউজিক্যাল ডকুফিল্মটি জাতীয় শোক দিবসে গীতিকার সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত