দীপ্ত টিভির তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি‘ নাটকের প্রধান নারী চরিত্র আজিযে। চরিত্রটিতে কন্ঠাভিনয় করেছেন রুবাইয়া মতিন গীতি। দেশপ্রেমিকের এক জলন্ত উদাহরণ জননী জন্মভূমি সিরিজের আজিযে চরিত্রটি। যেকোনও যুদ্ধে নারীরা যে ধরনের নিপীড়ন নিগ্রহের শিকার হন তার সবগুলোই আজিযেকে প্রত্যক্ষ করতে হয়েছে। এই চরিত্রের গভীরতা এত বেশি যে, আজিযের কন্ঠাভিনয় করতে গিয়ে কখনো কখনো সেই গভীরতা যেন নিজেকেই ছুয়ে গেছে। গীতি বলেন,‘আজিযের কন্ঠে সদ্যোজাত সন্তান হারানো মায়ের আর্তনাদ এর অভিনয় করার বেশ কিছুদিন পরও একটা মন খারাপের আবেশ রয়ে ছিল। এই সংগ্রামী, দৃঢ়চেতা নারী আমাকে সব সময় মনে করিয়ে দিয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার আমাদের নারী মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা বোনদের ত্যাগ-তিতিক্ষা। তাদের প্রতি শ্রদ্ধা বহুগুন বেড়ে গেছে। আজিযে জেভদেতের একে অপরের প্রতি অক্রত্রিম প্রেমের অভিনয় করতে গিয়ে কখনও নীরবে চোখের পানি ফেলেছি আবার কখনও কান্না নিয়ন্ত্রণ করতে না পেরে রেকড্রিং বন্ধ রেখে মনের আয়েশ মিটিয়ে কেদে গলা বসিয়ে ফেলেছি।’
তিনি যোগ করেন,‘যখন অন্যান্য অগ্রজ, অনুজ ও গুণী শিল্পীরা বিশেষ করে যাদের কাছে কাজ শিখেছি, তারা যখন ব্যাক্তিগতভাবে ফোনে, ম্যাসেজে বা সরাসরি আমার অভিনয়ের প্রশংসা করেছে সেটাতে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি। এক কথায় বলতে গেলে, আজিযে চরিত্রে কন্ঠদান করতে পেরে যে আত্ততৃপ্তি পেয়েছি তা আর কোন চরিত্রে কন্ঠ দিতে গিয়ে পাইনি।’
জননী জন্মভূমি প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে।
দীপ্ত টিভির তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি‘ নাটকের প্রধান নারী চরিত্র আজিযে। চরিত্রটিতে কন্ঠাভিনয় করেছেন রুবাইয়া মতিন গীতি। দেশপ্রেমিকের এক জলন্ত উদাহরণ জননী জন্মভূমি সিরিজের আজিযে চরিত্রটি। যেকোনও যুদ্ধে নারীরা যে ধরনের নিপীড়ন নিগ্রহের শিকার হন তার সবগুলোই আজিযেকে প্রত্যক্ষ করতে হয়েছে। এই চরিত্রের গভীরতা এত বেশি যে, আজিযের কন্ঠাভিনয় করতে গিয়ে কখনো কখনো সেই গভীরতা যেন নিজেকেই ছুয়ে গেছে। গীতি বলেন,‘আজিযের কন্ঠে সদ্যোজাত সন্তান হারানো মায়ের আর্তনাদ এর অভিনয় করার বেশ কিছুদিন পরও একটা মন খারাপের আবেশ রয়ে ছিল। এই সংগ্রামী, দৃঢ়চেতা নারী আমাকে সব সময় মনে করিয়ে দিয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার আমাদের নারী মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা বোনদের ত্যাগ-তিতিক্ষা। তাদের প্রতি শ্রদ্ধা বহুগুন বেড়ে গেছে। আজিযে জেভদেতের একে অপরের প্রতি অক্রত্রিম প্রেমের অভিনয় করতে গিয়ে কখনও নীরবে চোখের পানি ফেলেছি আবার কখনও কান্না নিয়ন্ত্রণ করতে না পেরে রেকড্রিং বন্ধ রেখে মনের আয়েশ মিটিয়ে কেদে গলা বসিয়ে ফেলেছি।’
তিনি যোগ করেন,‘যখন অন্যান্য অগ্রজ, অনুজ ও গুণী শিল্পীরা বিশেষ করে যাদের কাছে কাজ শিখেছি, তারা যখন ব্যাক্তিগতভাবে ফোনে, ম্যাসেজে বা সরাসরি আমার অভিনয়ের প্রশংসা করেছে সেটাতে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি। এক কথায় বলতে গেলে, আজিযে চরিত্রে কন্ঠদান করতে পেরে যে আত্ততৃপ্তি পেয়েছি তা আর কোন চরিত্রে কন্ঠ দিতে গিয়ে পাইনি।’
জননী জন্মভূমি প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১২ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১৬ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১৭ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৭ ঘণ্টা আগে