বাবা হারিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। আজ শুক্রবার সকালে ঘুমের মধ্যে মারা যান অজিতের বাবা পি সুব্রামানিয়াম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।
অজিত কুমার তাঁর দুই ভাইসহ যৌথ পারিবারিক বিবৃতিতে জানান, ‘আজ সকালে আমাদের বাবা পি এস মনি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ ঘুমের মধ্যে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।’
বিবৃতিতে আরও উল্লেখ আছে, ‘চার বছর আগে বাবার স্ট্রোক হয়েছিল। তারপর থেকে মেডিকেল-সংশ্লিষ্টরা আমাদের সহযোগিতা করে আসছিলেন, তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’ পারিবারিকভাবে পি এস মনির শেষকৃত্য সম্পন্ন হবে বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
অজিতের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেকেই। অভিনেতা শরৎ কুমার টুইটারে লেখেন, ‘প্রিয় অজিত ও তার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর বাবার মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’
অভিনেতা সাক্ষী আগরওয়াল টুইটে লেখেন, ‘অজিত কুমার স্যার এবং পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা! ঈশ্বর তাঁদের এই ক্ষতি কাটিয়ে উঠতে শক্তি দিন।’
তিনি স্ত্রী মোহিনী ও তিন পুত্র অনুপ কুমার, অজিত কুমার, অনিল কুমারকে রেখে গেছেন।
বাবা হারিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। আজ শুক্রবার সকালে ঘুমের মধ্যে মারা যান অজিতের বাবা পি সুব্রামানিয়াম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।
অজিত কুমার তাঁর দুই ভাইসহ যৌথ পারিবারিক বিবৃতিতে জানান, ‘আজ সকালে আমাদের বাবা পি এস মনি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ ঘুমের মধ্যে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।’
বিবৃতিতে আরও উল্লেখ আছে, ‘চার বছর আগে বাবার স্ট্রোক হয়েছিল। তারপর থেকে মেডিকেল-সংশ্লিষ্টরা আমাদের সহযোগিতা করে আসছিলেন, তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’ পারিবারিকভাবে পি এস মনির শেষকৃত্য সম্পন্ন হবে বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
অজিতের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেকেই। অভিনেতা শরৎ কুমার টুইটারে লেখেন, ‘প্রিয় অজিত ও তার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর বাবার মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’
অভিনেতা সাক্ষী আগরওয়াল টুইটে লেখেন, ‘অজিত কুমার স্যার এবং পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা! ঈশ্বর তাঁদের এই ক্ষতি কাটিয়ে উঠতে শক্তি দিন।’
তিনি স্ত্রী মোহিনী ও তিন পুত্র অনুপ কুমার, অজিত কুমার, অনিল কুমারকে রেখে গেছেন।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে