Ajker Patrika

তেলুগু অভিনেতা চন্দ্র মোহনের মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৫: ৪৬
তেলুগু অভিনেতা চন্দ্র মোহনের মৃত্যু

জনপ্রিয় তেলুগু অভিনেতা চন্দ্র মোহন মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ শনিবার সকালে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

চন্দ্র মোহনের পরিবারের একজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বয়সজনিত সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অ্যাপোলো হাসপাতালে আজ সকাল পৌনে ১০টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আগামী সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।’

 ১৯৪৩ সালের ২৩ মে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পামিদিমুক্কালা গ্রামে জন্মগ্রহণ করেন চন্দ্র মোহন। ১৯৬৬ সালে ‘রঙ্গুলা রত্নম’ সিনেমার মাধ্যমে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিতি পান। এই সিনেমার জন্য রাজ্য সরকারের হাত থেকে সেরা অভিনেতা হিসেবে নন্দী পুরস্কার পেয়েছিলেন তিনি।

 ১৯৬৮ সালে ‘সুখা দুহকালুতে’ অভিনয় করেছিলেন চন্দ্র মোহন। এরপর ‘পদহারেল্লা ভায়াসু’, ‘সিরি সিরি মুভভা’, ‘সীতামলক্ষ্মী’, ‘রাধা কল্যাণম’, ‘শঙ্করাভরণম’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি।

এই অভিনেতা পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন অসংখ্য পুরস্কার। এর মধ্যে সেরা অভিনেতা ও ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে রাজ্য সরকারের কাছ থেকে দুটি ফিল্মফেয়ার পুরস্কার রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত