ঢাকা: স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’ কলকাতার ধারাবাহিক ‘শ্রীময়ী’র রিমেক। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রানী হালদার। অপর দিকে ‘অনুপমা’ ধারাবাহিকেও মূল চরিত্রে অভিনয় করছেন এক বাঙালি, রূপালী গাঙ্গুলী। সারাভাই ভার্সেস সারাভাই, কাব্যাঞ্জলি, সঞ্জীবিনী, পরওয়ারিশের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন রূপালী।
শ্রীময়ীর রিমেক অবশ্য এই প্রথম নয়, এর আগে কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালাম, মারাঠি ভাষায়ও এই ধারাবাহিকের রিমেক তৈরি হয়েছে। গত ১৬ মার্চ থেকে স্টার প্লাসে শুরু হয়েছে ‘অনুপমা’। এক গুজরাটি পরিবারের প্রেক্ষাপটে তৈরি হয়েছে অনুপমার গল্প।
রূপালীর বাবা অনিল গাঙ্গুলী ছিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার। জয়া বচ্চন অভিনীত ফিল্ম ‘কোরা কাগজ’-এর চিত্রনাট্য তাঁর লেখা।
১৯৮৫ সালে মাত্র সাত বছর বয়সে অনিল কাপুর অভিনীত হিন্দি ছবি ‘সাহেব’-এর মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয়েছিল রূপালীর। ‘সাহেব’–এর চিত্রনাট্যও অনিল গাঙ্গুলীর লেখা। এরপর ‘বলিদান’ নামে আরও একটি হিন্দি ফিল্মে শিশুশিল্পী হিসেবে কাজ করেন রূপালী।
রূপালী পরিচিতি সিরিয়ালজগতে জনপ্রিয় হয়ে ওঠেন স্টার ওয়ানের ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এ ‘মণীষা’র চরিত্রে অভিনয় করে।
২০০৬ সালে ‘বিগ বস’-এর প্রথম সিজনে অংশগ্রহণ করলেও জিততে পারেননি রূপালী। কিন্তু ‘বিগ বস’-এ প্রতিযোগীদের মায়ের মতো খেয়াল রাখা রূপালীকে জনপ্রিয় করে তুলেছিল।
শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি রূপালী। ২০০০ সালে মুম্বাইয়ে নিজের একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি তৈরি করেছেন তিনি।
২০১৩ সালে রূপালী বিয়ে করেন অশ্বিন কে বর্মাকে। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম রুদ্রাংশ।
ঢাকা: স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’ কলকাতার ধারাবাহিক ‘শ্রীময়ী’র রিমেক। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রানী হালদার। অপর দিকে ‘অনুপমা’ ধারাবাহিকেও মূল চরিত্রে অভিনয় করছেন এক বাঙালি, রূপালী গাঙ্গুলী। সারাভাই ভার্সেস সারাভাই, কাব্যাঞ্জলি, সঞ্জীবিনী, পরওয়ারিশের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন রূপালী।
শ্রীময়ীর রিমেক অবশ্য এই প্রথম নয়, এর আগে কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালাম, মারাঠি ভাষায়ও এই ধারাবাহিকের রিমেক তৈরি হয়েছে। গত ১৬ মার্চ থেকে স্টার প্লাসে শুরু হয়েছে ‘অনুপমা’। এক গুজরাটি পরিবারের প্রেক্ষাপটে তৈরি হয়েছে অনুপমার গল্প।
রূপালীর বাবা অনিল গাঙ্গুলী ছিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার। জয়া বচ্চন অভিনীত ফিল্ম ‘কোরা কাগজ’-এর চিত্রনাট্য তাঁর লেখা।
১৯৮৫ সালে মাত্র সাত বছর বয়সে অনিল কাপুর অভিনীত হিন্দি ছবি ‘সাহেব’-এর মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয়েছিল রূপালীর। ‘সাহেব’–এর চিত্রনাট্যও অনিল গাঙ্গুলীর লেখা। এরপর ‘বলিদান’ নামে আরও একটি হিন্দি ফিল্মে শিশুশিল্পী হিসেবে কাজ করেন রূপালী।
রূপালী পরিচিতি সিরিয়ালজগতে জনপ্রিয় হয়ে ওঠেন স্টার ওয়ানের ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এ ‘মণীষা’র চরিত্রে অভিনয় করে।
২০০৬ সালে ‘বিগ বস’-এর প্রথম সিজনে অংশগ্রহণ করলেও জিততে পারেননি রূপালী। কিন্তু ‘বিগ বস’-এ প্রতিযোগীদের মায়ের মতো খেয়াল রাখা রূপালীকে জনপ্রিয় করে তুলেছিল।
শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি রূপালী। ২০০০ সালে মুম্বাইয়ে নিজের একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি তৈরি করেছেন তিনি।
২০১৩ সালে রূপালী বিয়ে করেন অশ্বিন কে বর্মাকে। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম রুদ্রাংশ।
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
১০ ঘণ্টা আগেঅনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন
১০ ঘণ্টা আগেআগামী ১২ থেকে ২০ জুন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হবে ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মস। এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘খবরের কাগজ’। আসাদুজ্জামান সবুজের গল্পে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
১০ ঘণ্টা আগেমেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক
১০ ঘণ্টা আগে