কলকাতার অভিনেত্রী দিতিপ্রিয়া কিছুদিন আগেই শেষ করেছেন ‘করুণাময়ী রাণী রাসমণি’। জি বাংলার এ সিরিয়ালে গত চার বছর ধরে নিয়মিত দেখা যেত দিতিপ্রিয়াকে। একই সিরিয়ালে অভিনয় করতে করতে খানিকটা হাঁপিয়ে উঠেছিলেন অভিনেত্রী। তাই চেয়েছিলেন ইমেজ বদলাতে। সিরিয়াল থেকে ছুটি নিয়ে দিতিপ্রিয়া এবার ডানা মেলেছেন সিনেমা–ওয়েব সিরিজের দুনিয়ায়।
সিরিয়ালে আপাতত অভিনয় করবেন না, সুযোগ খুঁজবেন সিনেমা ও সিরিজে অভিনয়ের– এমন ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন দিতিপ্রিয়া।
জানা গেছে, হইচই–এর আলোচিত সিরিজ ‘তানসেনের তানপুরা’–র তৃতীয় সিজনে দেখা যাবে দিতিপ্রিয়াকে। বাংলা ভাষায় নির্মিত সংগীতভিত্তিক রহস্য ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’। গানের প্রেক্ষাপটে রহস্যের জাল বুনেছেন পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়। বিক্রম ও রূপসা চট্টোপাধ্যায়কে নিয়ে সেই রহস্য-রোমাঞ্চকর জার্নি বেশ প্রশংসিত হয়েছে। সিরিজের তৃতীয় সিজনের নতুন চমক দিতিপ্রিয়া।
গত রোববার থেকে ‘তানসেনের তানপুরা’–র শুটিং শুরু করেছেন তিনি। তবে সিরিজে দিতিপ্রিয়া কোন চরিত্রে অভিনয় করবেন, সেটি এখনও জানা যায়নি।
এ সিরিজ ছাড়াও আগামীতে একাধিক ছবিতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘মায়ামৃগয়া’ ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে তাঁকে। অন্যদিকে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘অচেনা উত্তম’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। আটকে আছে দিতিপ্রিয়া ও অর্জুন চক্রবর্তী অভিনীত ‘অভিযাত্রিক’। এ ছবিতে দিতিপ্রিয়াকে দেখা যাবে অপর্ণা চরিত্রে।
কলকাতার অভিনেত্রী দিতিপ্রিয়া কিছুদিন আগেই শেষ করেছেন ‘করুণাময়ী রাণী রাসমণি’। জি বাংলার এ সিরিয়ালে গত চার বছর ধরে নিয়মিত দেখা যেত দিতিপ্রিয়াকে। একই সিরিয়ালে অভিনয় করতে করতে খানিকটা হাঁপিয়ে উঠেছিলেন অভিনেত্রী। তাই চেয়েছিলেন ইমেজ বদলাতে। সিরিয়াল থেকে ছুটি নিয়ে দিতিপ্রিয়া এবার ডানা মেলেছেন সিনেমা–ওয়েব সিরিজের দুনিয়ায়।
সিরিয়ালে আপাতত অভিনয় করবেন না, সুযোগ খুঁজবেন সিনেমা ও সিরিজে অভিনয়ের– এমন ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন দিতিপ্রিয়া।
জানা গেছে, হইচই–এর আলোচিত সিরিজ ‘তানসেনের তানপুরা’–র তৃতীয় সিজনে দেখা যাবে দিতিপ্রিয়াকে। বাংলা ভাষায় নির্মিত সংগীতভিত্তিক রহস্য ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’। গানের প্রেক্ষাপটে রহস্যের জাল বুনেছেন পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়। বিক্রম ও রূপসা চট্টোপাধ্যায়কে নিয়ে সেই রহস্য-রোমাঞ্চকর জার্নি বেশ প্রশংসিত হয়েছে। সিরিজের তৃতীয় সিজনের নতুন চমক দিতিপ্রিয়া।
গত রোববার থেকে ‘তানসেনের তানপুরা’–র শুটিং শুরু করেছেন তিনি। তবে সিরিজে দিতিপ্রিয়া কোন চরিত্রে অভিনয় করবেন, সেটি এখনও জানা যায়নি।
এ সিরিজ ছাড়াও আগামীতে একাধিক ছবিতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘মায়ামৃগয়া’ ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে তাঁকে। অন্যদিকে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘অচেনা উত্তম’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। আটকে আছে দিতিপ্রিয়া ও অর্জুন চক্রবর্তী অভিনীত ‘অভিযাত্রিক’। এ ছবিতে দিতিপ্রিয়াকে দেখা যাবে অপর্ণা চরিত্রে।
ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে আয়োজন করছে বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা।
৬ মিনিট আগেঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে আমির খানের ‘সিতারে জমিন পার’। গত মাসেই জানা গিয়েছিল আগামী ২০ জুন মুক্তি পাবে সিনেমাটি। এবার প্রকাশ করা হলো সিনেমার ফার্স্ট লুক পোস্টার। এতে ১০ জন নতুন মুখ নিয়ে হাজির হয়েছেন আমির খান; যাঁদের প্রত্যেকেই অপেক্ষায় আছেন বড় পর্দায় অভিষেকের।
১০ মিনিট আগেটালিউডে নিয়মিত কাজ করতে চান আরিফিন শুভ। আর তাই সেখানে থাকার ঠিকানা খুঁজছেন তিনি। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ জানান, টালিউডের নির্মাতারা তাঁকে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তাই সেখানে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগটা নিতে চান তিনি।
১৫ ঘণ্টা আগেট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
১ দিন আগে