Ajker Patrika

আসছে ‘তানসেনের তানপুরা ৩’, থাকবেন দিতিপ্রিয়া

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৮: ০৯
আসছে ‘তানসেনের তানপুরা ৩’, থাকবেন দিতিপ্রিয়া

কলকাতার অভিনেত্রী দিতিপ্রিয়া কিছুদিন আগেই শেষ করেছেন ‘করুণাময়ী রাণী রাসমণি’। জি বাংলার এ সিরিয়ালে গত চার বছর ধরে নিয়মিত দেখা যেত দিতিপ্রিয়াকে। একই সিরিয়ালে অভিনয় করতে করতে খানিকটা হাঁপিয়ে উঠেছিলেন অভিনেত্রী। তাই চেয়েছিলেন ইমেজ বদলাতে। সিরিয়াল থেকে ছুটি নিয়ে দিতিপ্রিয়া এবার ডানা মেলেছেন সিনেমা–ওয়েব সিরিজের দুনিয়ায়।

সিরিয়ালে আপাতত অভিনয় করবেন না, সুযোগ খুঁজবেন সিনেমা ও সিরিজে অভিনয়ের– এমন ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন দিতিপ্রিয়া।

দিতিপ্রিয়া রায়জানা গেছে, হইচই–এর আলোচিত সিরিজ ‘তানসেনের তানপুরা’–র তৃতীয় সিজনে দেখা যাবে দিতিপ্রিয়াকে। বাংলা ভাষায় নির্মিত সংগীতভিত্তিক রহস্য ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’। গানের প্রেক্ষাপটে রহস্যের জাল বুনেছেন পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়। বিক্রম ও রূপসা চট্টোপাধ্যায়কে নিয়ে সেই রহস্য-রোমাঞ্চকর জার্নি বেশ প্রশংসিত হয়েছে। সিরিজের তৃতীয় সিজনের নতুন চমক দিতিপ্রিয়া।

‘তানসেনের তানপুরা’ ওয়েব সিরিজের দৃশ্যগত রোববার থেকে ‘তানসেনের তানপুরা’–র শুটিং শুরু করেছেন তিনি। তবে সিরিজে দিতিপ্রিয়া কোন চরিত্রে অভিনয় করবেন, সেটি এখনও জানা যায়নি।

এ সিরিজ ছাড়াও আগামীতে একাধিক ছবিতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘মায়ামৃগয়া’ ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে তাঁকে। অন্যদিকে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘অচেনা উত্তম’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। আটকে আছে দিতিপ্রিয়া ও অর্জুন চক্রবর্তী অভিনীত ‘অভিযাত্রিক’। এ ছবিতে দিতিপ্রিয়াকে দেখা যাবে অপর্ণা চরিত্রে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত