ঢাকা: টিআরপি তালিকা আর সংবাদমাধ্যমের আলোচনায় সব সময় গুরুত্ব পায় জি বাংলা ও স্টার জলসায় প্রচারিত সিরিয়ালগুলো। তবে এ চ্যানেল দুটির বাইরে আরও অসংখ্য সিরিয়াল প্রচার হয়। যেগুলো সাধারণ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। প্রচলিত আলোচনার মিছিলে শামিল না হতে পারলেও সিরিয়ালগুলো ঠিকই দর্শকদের মন জয় করে চলেছে বছরের পর বছর। আজ এমন কিছু ধারাবাহিকের খবর জানা যাক।
আকাশ আট চ্যানেলে প্রচার হয় বেশকিছু জনপ্রিয় সিরিয়াল। এগুলোর মধ্যে ‘স্বপ্ন দেখে মন’, ‘তবু বাঁধি খেলাঘর’, ‘দীপাবলির সাতকাহন, ‘হয়তো তোমারই জন্য’ উল্লেখযোগ্য। তবে ‘দীপাবলির সাতকাহন’ এই চ্যানেলের সবচেয়ে আলোচিত সিরিয়াল। সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাসকে কেন্দ্র করে এ ধারাবাহিকটি নির্মিত হয়েছে বর্তমান সময়কে কেন্দ্র করে।
এই ধারাবাহিকের পরিচালক সুশান্ত বসু। তিনি জানিয়েছেন, সমরেশ মজুমদার উপন্যাসটি লিখেছিলেন ১৯৮৭ সালে। তবে সিরিয়ালে এসে প্রেক্ষাপট বদলে ফেলা হয়েছে এ সময়ের পরিপ্রেক্ষিতে। তাই আনা হয়েছে কিছু পরিবর্তন।
সিরিয়ালের প্রধান চরিত্র দীপাবলি। তার জীবনের ওঠাপড়া নিয়েই গল্প। এ চরিত্রে অভিনয় করছেন সৌমি চট্টোপাধ্যায়। আরও আছেন বোধিসত্ত্ব মজুমদার, বিপ্লব দাশগুপ্ত, তুলিকা বসু প্রমুখ।
আকাশ আট চ্যানেলের আরেকটি সিরিয়াল ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ২’। এক বৃদ্ধার জীবনকে ঘিরে গল্পটি এগিয়েছে। এ চরিত্রে আছেন লিলি চক্রবর্তী। গল্পে ছেলে তাঁকে ফেলে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। পরিস্থিতির চাপে ছেলেমেয়েরা কি বৃদ্ধ মা–বাবার দায়িত্ব নিতে অস্বীকার করছে? নাকি তারা কোনো মানসিক সমস্যায় আক্রান্ত? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে গল্পে।
কলকাতার আরেকটি চ্যানেল কালারস বাংলাও জনপ্রিয় সিরিয়াল প্রচারে এগিয়ে আছে। এ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’। টিআরপির হিসাবেও বেশ কয়েকবার উঠে এসেছিল সবার ওপরে। তাই এরই মধ্যে এই সিরিয়ালের দর্শক তৈরি হয়ে গেছে। পাঁচটি সিজন প্রচার হয়েছে ‘নাগিন’–এর। ভবিষ্যতে আসছে সিরিয়ালটির ষষ্ঠ সিজন।
‘জগজ্জননী মা সারদা’, ‘কুরুক্ষেত্র’, ‘জয় মা সন্তোষী’ সিরিয়ালগুলোও চ্যানেল আট–এর উল্লেখযোগ্য প্রযোজনা।
কলকাতার আরেকটি চ্যানেল কালারস বাংলাও জনপ্রিয় সিরিয়াল প্রচারে এগিয়ে আছে। এ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’। টিআরপির হিসাবেও বেশ কয়েকবার উঠে এসেছিল সবার ওপরে। তাই এরই মধ্যে এই সিরিয়ালের দর্শক তৈরি হয়ে গেছে। পাঁচটি সিজন প্রচার হয়েছে ‘নাগিন’–এর। ভবিষ্যতে আসছে সিরিয়ালটির ষষ্ঠ সিজন।
‘বিশাখা’ও কালারস বাংলার জনপ্রিয় সিরিয়াল। বিশাখা হলো একজন বিষকন্যা, যে প্রতিজ্ঞা করেছে কাহিনির মুখ্য চরিত্র জ্যোৎস্না ও কাঞ্চনকে তার বিষ দিয়ে শেষ করে দেবে। শুনেই বোঝা যাচ্ছে চরিত্রটি খলনায়িকার। কোনো খলচরিত্রকে নামভূমিকায় রেখে সিরিয়াল প্রচারের ব্যাপারটি বেশ নতুন।
এ চ্যানেলে আরও কিছু জনপ্রিয় ধারাবাহিক প্রচার হয়। ‘ব্যারিস্টার বাবু’, ‘কথা কাহিনি’, ‘আদরের ছোঁয়া’, ‘শপথ ভালোবাসার’, ‘সোনার তলোয়ার’–এর দর্শকও কম নয়।
ঢাকা: টিআরপি তালিকা আর সংবাদমাধ্যমের আলোচনায় সব সময় গুরুত্ব পায় জি বাংলা ও স্টার জলসায় প্রচারিত সিরিয়ালগুলো। তবে এ চ্যানেল দুটির বাইরে আরও অসংখ্য সিরিয়াল প্রচার হয়। যেগুলো সাধারণ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। প্রচলিত আলোচনার মিছিলে শামিল না হতে পারলেও সিরিয়ালগুলো ঠিকই দর্শকদের মন জয় করে চলেছে বছরের পর বছর। আজ এমন কিছু ধারাবাহিকের খবর জানা যাক।
আকাশ আট চ্যানেলে প্রচার হয় বেশকিছু জনপ্রিয় সিরিয়াল। এগুলোর মধ্যে ‘স্বপ্ন দেখে মন’, ‘তবু বাঁধি খেলাঘর’, ‘দীপাবলির সাতকাহন, ‘হয়তো তোমারই জন্য’ উল্লেখযোগ্য। তবে ‘দীপাবলির সাতকাহন’ এই চ্যানেলের সবচেয়ে আলোচিত সিরিয়াল। সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাসকে কেন্দ্র করে এ ধারাবাহিকটি নির্মিত হয়েছে বর্তমান সময়কে কেন্দ্র করে।
এই ধারাবাহিকের পরিচালক সুশান্ত বসু। তিনি জানিয়েছেন, সমরেশ মজুমদার উপন্যাসটি লিখেছিলেন ১৯৮৭ সালে। তবে সিরিয়ালে এসে প্রেক্ষাপট বদলে ফেলা হয়েছে এ সময়ের পরিপ্রেক্ষিতে। তাই আনা হয়েছে কিছু পরিবর্তন।
সিরিয়ালের প্রধান চরিত্র দীপাবলি। তার জীবনের ওঠাপড়া নিয়েই গল্প। এ চরিত্রে অভিনয় করছেন সৌমি চট্টোপাধ্যায়। আরও আছেন বোধিসত্ত্ব মজুমদার, বিপ্লব দাশগুপ্ত, তুলিকা বসু প্রমুখ।
আকাশ আট চ্যানেলের আরেকটি সিরিয়াল ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ২’। এক বৃদ্ধার জীবনকে ঘিরে গল্পটি এগিয়েছে। এ চরিত্রে আছেন লিলি চক্রবর্তী। গল্পে ছেলে তাঁকে ফেলে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। পরিস্থিতির চাপে ছেলেমেয়েরা কি বৃদ্ধ মা–বাবার দায়িত্ব নিতে অস্বীকার করছে? নাকি তারা কোনো মানসিক সমস্যায় আক্রান্ত? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে গল্পে।
কলকাতার আরেকটি চ্যানেল কালারস বাংলাও জনপ্রিয় সিরিয়াল প্রচারে এগিয়ে আছে। এ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’। টিআরপির হিসাবেও বেশ কয়েকবার উঠে এসেছিল সবার ওপরে। তাই এরই মধ্যে এই সিরিয়ালের দর্শক তৈরি হয়ে গেছে। পাঁচটি সিজন প্রচার হয়েছে ‘নাগিন’–এর। ভবিষ্যতে আসছে সিরিয়ালটির ষষ্ঠ সিজন।
‘জগজ্জননী মা সারদা’, ‘কুরুক্ষেত্র’, ‘জয় মা সন্তোষী’ সিরিয়ালগুলোও চ্যানেল আট–এর উল্লেখযোগ্য প্রযোজনা।
কলকাতার আরেকটি চ্যানেল কালারস বাংলাও জনপ্রিয় সিরিয়াল প্রচারে এগিয়ে আছে। এ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’। টিআরপির হিসাবেও বেশ কয়েকবার উঠে এসেছিল সবার ওপরে। তাই এরই মধ্যে এই সিরিয়ালের দর্শক তৈরি হয়ে গেছে। পাঁচটি সিজন প্রচার হয়েছে ‘নাগিন’–এর। ভবিষ্যতে আসছে সিরিয়ালটির ষষ্ঠ সিজন।
‘বিশাখা’ও কালারস বাংলার জনপ্রিয় সিরিয়াল। বিশাখা হলো একজন বিষকন্যা, যে প্রতিজ্ঞা করেছে কাহিনির মুখ্য চরিত্র জ্যোৎস্না ও কাঞ্চনকে তার বিষ দিয়ে শেষ করে দেবে। শুনেই বোঝা যাচ্ছে চরিত্রটি খলনায়িকার। কোনো খলচরিত্রকে নামভূমিকায় রেখে সিরিয়াল প্রচারের ব্যাপারটি বেশ নতুন।
এ চ্যানেলে আরও কিছু জনপ্রিয় ধারাবাহিক প্রচার হয়। ‘ব্যারিস্টার বাবু’, ‘কথা কাহিনি’, ‘আদরের ছোঁয়া’, ‘শপথ ভালোবাসার’, ‘সোনার তলোয়ার’–এর দর্শকও কম নয়।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
১৩ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
১৪ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
১৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে