Ajker Patrika

আহমেদ রুবেলকে উৎসর্গ করে আজ টিএসসিতে ‘প্রিয় সত্যজিৎ’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৩৫
আহমেদ রুবেলকে উৎসর্গ করে আজ টিএসসিতে ‘প্রিয় সত্যজিৎ’

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০ ’। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে এ উৎসব চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে সদ্যপ্রয়াত অভিনেতা আহমেদ রুবেল অভিনীত চলচ্চিত্র ‘প্রিয় সত্যজিৎ’। প্রসূন রহমান পরিচালিত চলচ্চিত্রটির আজকের প্রদর্শনী আহমেদ রুবেলের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন নির্মাতা।

উৎসবের প্রথম দিনে বিকেল ৩টা ৩০ মিনিটে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এ ছাড়া আজ প্রথম দিনে সকাল ১০টায় প্রদর্শিত হয়েছে জহির রায়হানের ‘কখনো আসেনি’, বেলা ১টায় তারেক মাসুদের ‘অন্তর্যাত্রা’ ও আজকের সবশেষ চলচ্চিত্র হিসেবে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। উৎসবে আরও প্রদর্শিত হবে ‘হুব্বা’, ‘প্রহেলিকা’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘জাস্ট অ্যা জোক ডার্লিং’ সহ ২০টি চলচ্চিত্র।

আহমেদ রুবেল ও নির্মাতা প্রসূন রহমান। ছবি: নির্মাতার সৌজন্যেউল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এর মধ্যে ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ বিশেষ পুরস্কার পায়। এ ছাড়া ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হন অভিনেতা আহমেদ রুবেল। শুধু তাই নয়, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি।

এই সিনেমায় একজন প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। তাঁর সঙ্গে আরও আছেন মৌটুসী বিশ্বাস, সাইদ বাবু, সংগীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদার প্রমুখ। ইমেশন ক্রিয়েটরের ব্যানারে এটি প্রযোজনাও করেছেন নির্মাতা প্রসূন রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত