এক আকাশের নিচে: জি বাংলার তখন নাম ছিল আলফা বাংলা। ওই চ্যানেলে প্রচারিত হতো ‘এক আকাশের নিচে’ সিরিয়াল। যৌথ পরিবারের গল্প। দৈনন্দিন জীবনে পরিবার ও সংসারের খুঁটিনাটি বিষয়গুলো উঠে এসেছিল এই ধারাবাহিকে। হাই ভলিউমের মিউজিক আর বাড়তি জটিলতা ছাড়াই এই ধারাবাহিক দর্শকের মন জয় করেছিল। তবে ‘এক আকাশের নিচে’র চমক ছিল একঝাঁক দক্ষ অভিনয়শিল্পী। এতে অভিনয় করেছিলেন রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, স্বস্তিকা মুখার্জি, চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, বাদশা মৈত্র, কমলিকা ব্যানার্জি, শান্তিলাল মুখার্জি, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনয়শিল্পীরা।
ওগো বধূ সুন্দরী: স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল এটি। বড়লোক বাবার জেদি মেয়ে ললিতা। বিয়ের পর এক সাধারণ যৌথ পরিবারে নিজেকে মানিয়ে নেওয়ার সংগ্রাম করে সে। আদর-ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেয়। এই সিরিয়ালে ললিতার শাশুড়ির ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন তুলিকা বসু। আর ললিতার চরিত্রে ছিলেন ঋতাভরী চক্রবর্তী। তাঁর প্রেমিক চরিত্রে ছিলেন রাজদীপ গুপ্ত। তখন রাজদীপ-ঋতাভরী হয়ে উঠেছিলেন দর্শকের অন্যতম পছন্দের জুটি।
এখানে আকাশ নীল: একজন রাগী চরিত্রের ডাক্তার উজান আর তাঁর মিষ্টি চরিত্রের প্রেমিকা হিয়া। এ দুই বিপরীত স্বভাবের দুজনকে নিয়েই ‘এখানে আকাশ নীল’ সিরিয়ালের গল্প। উজানের কঠিন ব্যক্তিত্বের দেয়াল ভেঙে হিয়াই পারত তার নরম মনের মানুষটিকে খুঁজে বের করতে। স্টার জলসায় প্রচারিত হতো সিরিয়ালটি। হিয়া চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা ঘোষ দাস। আর উজান চরিত্রে ছিলেন ঋষি কৌশিক। দেড় বছর আগে স্টার জলসায় আবারও দেখা গিয়েছিল ‘উজান-হিয়া’র মিষ্টি প্রেম। সেখানে অভিনয় করেছিলেন অনামিকা চক্রবর্তী ও শন ব্যানার্জি।
এক নম্বর মেসবাড়ি: একটি মেসবাড়ি। কয়েকজন ব্যাচেলর। তাদের জীবনের উত্থান-পতন কমেডির মোড়কে তুলে ধরা হয়েছিল এই সিরিয়ালে। মেসবাড়ির মালিকের সঙ্গে সমস্যা, কারো আবার প্রেমকেন্দ্রিক জটিলতা দারুণভাবে তুলে ধরেছিলেন নির্মাতা। অভিনয় করেছিলেন বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, চন্দন সেন প্রমুখ।
বিন্নি ধানের খই: গ্রামের সহজ-সরল অথচ বুদ্ধিমতি মেয়ে মোহর। বিয়ের পর শহরে আসে। শহরের পরিবেশের সঙ্গে কীভাবে মানিয়ে নেয় নিজেকে, কীভাবে শ্বশুরবাড়ির নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে টিকে থাকে, সেটাই ‘বিন্নি ধানের খই’য়ের গল্প। ইটিভি বাংলায় দেখা যেত সিরিয়ালটি। একপর্যায়ে বিচ্ছেদও হয় মোহরের। তবে ভেঙে না পড়ে নিজের সাফল্যের দিকে মন দেয় মোহর। এ চরিত্রে অভিনয় করেছিলেন মনামি ঘোষ আর তাঁর স্বামী রোহন চরিত্রে ছিলেন মনোজ ওঝা।
এক আকাশের নিচে: জি বাংলার তখন নাম ছিল আলফা বাংলা। ওই চ্যানেলে প্রচারিত হতো ‘এক আকাশের নিচে’ সিরিয়াল। যৌথ পরিবারের গল্প। দৈনন্দিন জীবনে পরিবার ও সংসারের খুঁটিনাটি বিষয়গুলো উঠে এসেছিল এই ধারাবাহিকে। হাই ভলিউমের মিউজিক আর বাড়তি জটিলতা ছাড়াই এই ধারাবাহিক দর্শকের মন জয় করেছিল। তবে ‘এক আকাশের নিচে’র চমক ছিল একঝাঁক দক্ষ অভিনয়শিল্পী। এতে অভিনয় করেছিলেন রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, স্বস্তিকা মুখার্জি, চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, বাদশা মৈত্র, কমলিকা ব্যানার্জি, শান্তিলাল মুখার্জি, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনয়শিল্পীরা।
ওগো বধূ সুন্দরী: স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল এটি। বড়লোক বাবার জেদি মেয়ে ললিতা। বিয়ের পর এক সাধারণ যৌথ পরিবারে নিজেকে মানিয়ে নেওয়ার সংগ্রাম করে সে। আদর-ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেয়। এই সিরিয়ালে ললিতার শাশুড়ির ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন তুলিকা বসু। আর ললিতার চরিত্রে ছিলেন ঋতাভরী চক্রবর্তী। তাঁর প্রেমিক চরিত্রে ছিলেন রাজদীপ গুপ্ত। তখন রাজদীপ-ঋতাভরী হয়ে উঠেছিলেন দর্শকের অন্যতম পছন্দের জুটি।
এখানে আকাশ নীল: একজন রাগী চরিত্রের ডাক্তার উজান আর তাঁর মিষ্টি চরিত্রের প্রেমিকা হিয়া। এ দুই বিপরীত স্বভাবের দুজনকে নিয়েই ‘এখানে আকাশ নীল’ সিরিয়ালের গল্প। উজানের কঠিন ব্যক্তিত্বের দেয়াল ভেঙে হিয়াই পারত তার নরম মনের মানুষটিকে খুঁজে বের করতে। স্টার জলসায় প্রচারিত হতো সিরিয়ালটি। হিয়া চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা ঘোষ দাস। আর উজান চরিত্রে ছিলেন ঋষি কৌশিক। দেড় বছর আগে স্টার জলসায় আবারও দেখা গিয়েছিল ‘উজান-হিয়া’র মিষ্টি প্রেম। সেখানে অভিনয় করেছিলেন অনামিকা চক্রবর্তী ও শন ব্যানার্জি।
এক নম্বর মেসবাড়ি: একটি মেসবাড়ি। কয়েকজন ব্যাচেলর। তাদের জীবনের উত্থান-পতন কমেডির মোড়কে তুলে ধরা হয়েছিল এই সিরিয়ালে। মেসবাড়ির মালিকের সঙ্গে সমস্যা, কারো আবার প্রেমকেন্দ্রিক জটিলতা দারুণভাবে তুলে ধরেছিলেন নির্মাতা। অভিনয় করেছিলেন বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, চন্দন সেন প্রমুখ।
বিন্নি ধানের খই: গ্রামের সহজ-সরল অথচ বুদ্ধিমতি মেয়ে মোহর। বিয়ের পর শহরে আসে। শহরের পরিবেশের সঙ্গে কীভাবে মানিয়ে নেয় নিজেকে, কীভাবে শ্বশুরবাড়ির নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে টিকে থাকে, সেটাই ‘বিন্নি ধানের খই’য়ের গল্প। ইটিভি বাংলায় দেখা যেত সিরিয়ালটি। একপর্যায়ে বিচ্ছেদও হয় মোহরের। তবে ভেঙে না পড়ে নিজের সাফল্যের দিকে মন দেয় মোহর। এ চরিত্রে অভিনয় করেছিলেন মনামি ঘোষ আর তাঁর স্বামী রোহন চরিত্রে ছিলেন মনোজ ওঝা।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
১৩ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
১৪ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
১৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে