আজ থেকে স্টার জলসায় আসছে নতুন জুটি—ঋষিরাজ ও পিহু। শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘মন ফাগুন’। ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলবে সিরিয়ালটি। বলবে ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ। ‘মন ফাগুন’ দিয়েই শুরু হচ্ছে তাঁর অভিনয় ক্যারিয়ার। সিরিয়ালে সৃজলার সঙ্গী হয়েছেন শন বন্দ্যোপাধ্যায়। তিনি আছেন ঋষিরাজ চরিত্রে।
এর আগে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন শন। ডাক্তার উজান চট্টোপাধ্যায়ের চরিত্রে ছিলেন তিনি। তবে ‘মন ফাগুন’-এ একেবারেই অন্য রকম চরিত্রে হাজির হচ্ছেন শন। পারিবারিক ড্রামার পাশাপাশি পুরোনো হারিয়ে যাওয়া ছোটবেলার প্রেমকে কীভাবে খুঁজে পাবে ঋষিরাজ ও পিহু, তা নিয়েই রচনা করা হয়েছে নতুন সিরিয়ালের গল্প।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ বানিয়েছেন লক্ষ্মণ ঘোষ। শন-সৃজলা ছাড়াও এতে আছেন কলকাতার সিরিয়ালের একগুচ্ছ পরিচিত মুখ। অভিনয় করছেন শাশ্বতী গুহঠাকুরতা, বিশ্বনাথ বসু, মল্লিকা মজুমদার, গীতশ্রী রায়, নীল মুখোপাধ্যায়, প্রান্তিক ব্যানার্জি ও রব দে।
ধারাবাহিকের সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘বাতাসে গুনগুন, এসেছে ফাগুন’ টাইটেল গানটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইনডোর ছাড়াও ‘মন ফাগুন’-এর শুটিং হয়েছে হাওড়া, কালিম্পংয়ের একাধিক মনোরম লোকেশনে। নির্মাতা জানিয়েছেন, এমন কিছু লোকেশন বেছে নেওয়া হয়েছে এ সিরিয়ালের শুটিংয়ের জন্য, যেখানে আগে খুব একটা শুটিং হয়নি।
আজ থেকে স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হবে ‘মন ফাগুন’। তবে নতুন সিরিয়াল আসায় জায়গা ছেড়ে দিতে হচ্ছে ‘ফেলনা’কে। রাজ চক্রবর্তী প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘ফেলনা’ এগিয়ে আনা হয়েছে দুপুরের স্লটে। আজ থেকে ‘ফেলনা’ দেখা যাবে ‘মোহর’-এর ঠিক পরই, অর্থাৎ বেলা ৩টায়।
আজ থেকে স্টার জলসায় আসছে নতুন জুটি—ঋষিরাজ ও পিহু। শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘মন ফাগুন’। ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলবে সিরিয়ালটি। বলবে ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ। ‘মন ফাগুন’ দিয়েই শুরু হচ্ছে তাঁর অভিনয় ক্যারিয়ার। সিরিয়ালে সৃজলার সঙ্গী হয়েছেন শন বন্দ্যোপাধ্যায়। তিনি আছেন ঋষিরাজ চরিত্রে।
এর আগে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন শন। ডাক্তার উজান চট্টোপাধ্যায়ের চরিত্রে ছিলেন তিনি। তবে ‘মন ফাগুন’-এ একেবারেই অন্য রকম চরিত্রে হাজির হচ্ছেন শন। পারিবারিক ড্রামার পাশাপাশি পুরোনো হারিয়ে যাওয়া ছোটবেলার প্রেমকে কীভাবে খুঁজে পাবে ঋষিরাজ ও পিহু, তা নিয়েই রচনা করা হয়েছে নতুন সিরিয়ালের গল্প।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ বানিয়েছেন লক্ষ্মণ ঘোষ। শন-সৃজলা ছাড়াও এতে আছেন কলকাতার সিরিয়ালের একগুচ্ছ পরিচিত মুখ। অভিনয় করছেন শাশ্বতী গুহঠাকুরতা, বিশ্বনাথ বসু, মল্লিকা মজুমদার, গীতশ্রী রায়, নীল মুখোপাধ্যায়, প্রান্তিক ব্যানার্জি ও রব দে।
ধারাবাহিকের সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘বাতাসে গুনগুন, এসেছে ফাগুন’ টাইটেল গানটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইনডোর ছাড়াও ‘মন ফাগুন’-এর শুটিং হয়েছে হাওড়া, কালিম্পংয়ের একাধিক মনোরম লোকেশনে। নির্মাতা জানিয়েছেন, এমন কিছু লোকেশন বেছে নেওয়া হয়েছে এ সিরিয়ালের শুটিংয়ের জন্য, যেখানে আগে খুব একটা শুটিং হয়নি।
আজ থেকে স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হবে ‘মন ফাগুন’। তবে নতুন সিরিয়াল আসায় জায়গা ছেড়ে দিতে হচ্ছে ‘ফেলনা’কে। রাজ চক্রবর্তী প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘ফেলনা’ এগিয়ে আনা হয়েছে দুপুরের স্লটে। আজ থেকে ‘ফেলনা’ দেখা যাবে ‘মোহর’-এর ঠিক পরই, অর্থাৎ বেলা ৩টায়।
বলিউডের ভাইজান সালমান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ২০০৭ সালে ‘পার্টনার’ সিনেমার শুটিংয়ের সময় এই যন্ত্রণাদায়ক রোগের সূত্রপাত হয়। সাড়ে সাত বছর এই রোগ তাঁকে ভুগিয়েছে।
১২ ঘণ্টা আগেছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
১৭ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৯ ঘণ্টা আগে