ঢাকা: দেবলীনা ভট্টাচার্য বেশ পরিচিত একটা নাম। যদিও ‘গোপী বহু’ নামেই বেশি জনপ্রিয় তিনি। ধারাবাহিক শেষ হলেও এখনো ‘গোপী বহু’র মোহ কাটেনি দর্শকদের। ‘বিগ বস’-এর ১৩ ও ১৪ নম্বর সিজনেই নিজের ভিন্নরূপ দেখিয়েছেন। বাড়ির বউয়ের চরিত্র থেকে বেরিয়ে নিজের একটা নতুন পরিচয় তৈরি করেছেন। সেটাকে বলা যায় ‘খোলামেলা’ চরিত্র।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও শেয়ার করেছেন দেবলীনা, যেখানে তাঁকে দেখা যাচ্ছে কালো স্পোর্টস ড্রেস পরে বেলি ড্যান্স করতে। লকডাউনে বাড়িতে বসে নতুন এই ড্যান্স ফর্ম শেখায় মন দিয়েছেন অভিনেত্রী। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই অভিনেত্রীর এমন রূপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দেবলীনা লিখেছিলেন, ‘যদিও বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছি, তাহলেও সম্প্রতি এই ড্যান্স ফর্মের প্রেমে পড়েছি আমি। অনেকটাই শেখা বাকি। এখনো পুরোপুরি তৈরি নই যে পুরো একটা গানে নাচব। পরবর্তী সময়ে শেখা শেষ হলে নিশ্চয়ই নাচের পুরো ভিডিও আপলোড করব। ততক্ষণে এই ভিডিও উপভোগ করুন।’
দেবলীনার এই নতুন রূপে বেশ চমকে গিয়েছে অনলাইন দুনিয়া। আরে এটা গোপী বহুই তো!-র মতো কমেন্ট পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর বেলি ড্যান্সিংয়ের জ্বরে কাবু সবাই! অনেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। যদিও নিন্দাও হয়েছে! যাকে ট্রোলিং বলে আর কি! ‘এই নাকি আর্দশ বৌমা গোপী বহু!’ কেউ আবার লিখেছেন, ‘আপনি কি নিজেকে নোরা ফাতেহি মনে করছেন! শত চেষ্টা করলেও তা হতে পারবেন না।’ তবে এসবে পাত্তা না দিয়েই নিজের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।
দেখুন ‘গোপী বহু’র ভাইরাল ড্যান্স:
ঢাকা: দেবলীনা ভট্টাচার্য বেশ পরিচিত একটা নাম। যদিও ‘গোপী বহু’ নামেই বেশি জনপ্রিয় তিনি। ধারাবাহিক শেষ হলেও এখনো ‘গোপী বহু’র মোহ কাটেনি দর্শকদের। ‘বিগ বস’-এর ১৩ ও ১৪ নম্বর সিজনেই নিজের ভিন্নরূপ দেখিয়েছেন। বাড়ির বউয়ের চরিত্র থেকে বেরিয়ে নিজের একটা নতুন পরিচয় তৈরি করেছেন। সেটাকে বলা যায় ‘খোলামেলা’ চরিত্র।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও শেয়ার করেছেন দেবলীনা, যেখানে তাঁকে দেখা যাচ্ছে কালো স্পোর্টস ড্রেস পরে বেলি ড্যান্স করতে। লকডাউনে বাড়িতে বসে নতুন এই ড্যান্স ফর্ম শেখায় মন দিয়েছেন অভিনেত্রী। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই অভিনেত্রীর এমন রূপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দেবলীনা লিখেছিলেন, ‘যদিও বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছি, তাহলেও সম্প্রতি এই ড্যান্স ফর্মের প্রেমে পড়েছি আমি। অনেকটাই শেখা বাকি। এখনো পুরোপুরি তৈরি নই যে পুরো একটা গানে নাচব। পরবর্তী সময়ে শেখা শেষ হলে নিশ্চয়ই নাচের পুরো ভিডিও আপলোড করব। ততক্ষণে এই ভিডিও উপভোগ করুন।’
দেবলীনার এই নতুন রূপে বেশ চমকে গিয়েছে অনলাইন দুনিয়া। আরে এটা গোপী বহুই তো!-র মতো কমেন্ট পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর বেলি ড্যান্সিংয়ের জ্বরে কাবু সবাই! অনেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। যদিও নিন্দাও হয়েছে! যাকে ট্রোলিং বলে আর কি! ‘এই নাকি আর্দশ বৌমা গোপী বহু!’ কেউ আবার লিখেছেন, ‘আপনি কি নিজেকে নোরা ফাতেহি মনে করছেন! শত চেষ্টা করলেও তা হতে পারবেন না।’ তবে এসবে পাত্তা না দিয়েই নিজের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।
দেখুন ‘গোপী বহু’র ভাইরাল ড্যান্স:
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
১০ ঘণ্টা আগেঅনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন
১০ ঘণ্টা আগেআগামী ১২ থেকে ২০ জুন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হবে ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মস। এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘খবরের কাগজ’। আসাদুজ্জামান সবুজের গল্পে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
১০ ঘণ্টা আগেমেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক
১১ ঘণ্টা আগে