পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় টেলিভিশনের চেহারাও বছর বছর বদলে যাচ্ছে। ছোট পর্দায় বিভিন্ন ঘরানার টিভি–শো রয়েছে। কৌতুক, হরর, পারিবারিক, কৌতুক স্ট্যান্ড আপ এমনকি থ্রিলারও নতুন কিছু নয়। স্টার প্লাসে থ্রিলার গল্প নিয়েই নতুন ধারাবাহিক শুরু হয়েছে। ধারাবাহিকের নাম ‘রুদ্রকাল’।
সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করছেন ভানু উদয় গোস্বামী। ডিসিপি রঞ্জন চিত্তদা চরিত্রে অভিনয় করছেন। গত মাসে শুরু হওয়া ধারাবাহিকটির বেশ কয়েকটি পর্ব ইতিমধ্যে প্রচার হয়েছে। প্রচারের আগ থেকেই ছিল ব্যাপক প্রচারণা।
ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে ভানু বলেন, ‘গল্পটির গভীরতা আছে। এই একটি চরিত্রের মধ্য দিয়ে অনেক গল্প বলা হবে। যখন যে গল্পই বলা হোক তার মূলে থাকবে ডিসিপি রঞ্জন। তার ঝুঁকিপূর্ণ সব অপারেশন সমাজকে কলুষমুক্ত করবে। ডিসিপি রঞ্জন চিত্তদার চরিত্রে অভিনয় করতে পরিশ্রম করতে হয়েছে। স্থানীয় কয়েকটি থানায় গিয়ে পুলিশের সঙ্গে অপারেশনে বের হয়েছি। একজন পুলিশ কর্মকর্তার সহকারী হিসেবেও কাজ করেছি। দেহের ভাষা, পুলিশ প্রোটোকল এবং তাদের মানসিক অবস্থা বোঝার জন্য তিনি আমাকে সাহায্য করেছেন। আমি আমার বাবার কাছ থেকেও অনেক সাহায্য পেয়েছি। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। কীভাবে তিনি কঠিন সময়গুলো মোকাবিলা করেছেন, তা তার কাছ থেকে শিখেছি। পরিবারের কাছ থেকে জেনেছি বাবা সম্পর্কে। প্রায় এক বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি।’
ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা স্বানন্দ কিরকিরে। তিনি একজন খ্যাতিমান গীতিকার, লেখক, প্লেব্যাক সিঙ্গারও। রুদ্রকালের মাধ্যমে ছোট পর্দায় তাঁর অভিনয়ের সূচনা। সে জন্য তিনি বেশ উচ্ছ্বসিত।
স্বানন্দ বলেন, ‘ছোট পর্দায় আমার অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য স্টার প্লাস এবং প্রযোজক নীতিন বৈদ্যের কাছে কৃতজ্ঞ। সিরিজটির সাবজেক্ট এবং মাস্টারমাইন্ড চরিত্রটিই এই শোটি বেছে নিতে আমাকে আগ্রহী করে তোলে। আমার চরিত্রটি নেতিবাচক। এমন চরিত্রে অভিনয়ের অন্যতম কারণ আমি ভালো অভিনয় করতে চাই। সেটা নেতিবাচক নাকি ইতিবাচক সেই হিসেব করি না।’
‘রুদ্রকাল’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে স্টার প্লাসে প্রতি রোববার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সূত্র: বলিউড লাইফ
পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় টেলিভিশনের চেহারাও বছর বছর বদলে যাচ্ছে। ছোট পর্দায় বিভিন্ন ঘরানার টিভি–শো রয়েছে। কৌতুক, হরর, পারিবারিক, কৌতুক স্ট্যান্ড আপ এমনকি থ্রিলারও নতুন কিছু নয়। স্টার প্লাসে থ্রিলার গল্প নিয়েই নতুন ধারাবাহিক শুরু হয়েছে। ধারাবাহিকের নাম ‘রুদ্রকাল’।
সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করছেন ভানু উদয় গোস্বামী। ডিসিপি রঞ্জন চিত্তদা চরিত্রে অভিনয় করছেন। গত মাসে শুরু হওয়া ধারাবাহিকটির বেশ কয়েকটি পর্ব ইতিমধ্যে প্রচার হয়েছে। প্রচারের আগ থেকেই ছিল ব্যাপক প্রচারণা।
ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে ভানু বলেন, ‘গল্পটির গভীরতা আছে। এই একটি চরিত্রের মধ্য দিয়ে অনেক গল্প বলা হবে। যখন যে গল্পই বলা হোক তার মূলে থাকবে ডিসিপি রঞ্জন। তার ঝুঁকিপূর্ণ সব অপারেশন সমাজকে কলুষমুক্ত করবে। ডিসিপি রঞ্জন চিত্তদার চরিত্রে অভিনয় করতে পরিশ্রম করতে হয়েছে। স্থানীয় কয়েকটি থানায় গিয়ে পুলিশের সঙ্গে অপারেশনে বের হয়েছি। একজন পুলিশ কর্মকর্তার সহকারী হিসেবেও কাজ করেছি। দেহের ভাষা, পুলিশ প্রোটোকল এবং তাদের মানসিক অবস্থা বোঝার জন্য তিনি আমাকে সাহায্য করেছেন। আমি আমার বাবার কাছ থেকেও অনেক সাহায্য পেয়েছি। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। কীভাবে তিনি কঠিন সময়গুলো মোকাবিলা করেছেন, তা তার কাছ থেকে শিখেছি। পরিবারের কাছ থেকে জেনেছি বাবা সম্পর্কে। প্রায় এক বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি।’
ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা স্বানন্দ কিরকিরে। তিনি একজন খ্যাতিমান গীতিকার, লেখক, প্লেব্যাক সিঙ্গারও। রুদ্রকালের মাধ্যমে ছোট পর্দায় তাঁর অভিনয়ের সূচনা। সে জন্য তিনি বেশ উচ্ছ্বসিত।
স্বানন্দ বলেন, ‘ছোট পর্দায় আমার অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য স্টার প্লাস এবং প্রযোজক নীতিন বৈদ্যের কাছে কৃতজ্ঞ। সিরিজটির সাবজেক্ট এবং মাস্টারমাইন্ড চরিত্রটিই এই শোটি বেছে নিতে আমাকে আগ্রহী করে তোলে। আমার চরিত্রটি নেতিবাচক। এমন চরিত্রে অভিনয়ের অন্যতম কারণ আমি ভালো অভিনয় করতে চাই। সেটা নেতিবাচক নাকি ইতিবাচক সেই হিসেব করি না।’
‘রুদ্রকাল’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে স্টার প্লাসে প্রতি রোববার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সূত্র: বলিউড লাইফ
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
৩ মিনিট আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
৭ মিনিট আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
২২ মিনিট আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
২৭ মিনিট আগে