পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় টেলিভিশনের চেহারাও বছর বছর বদলে যাচ্ছে। ছোট পর্দায় বিভিন্ন ঘরানার টিভি–শো রয়েছে। কৌতুক, হরর, পারিবারিক, কৌতুক স্ট্যান্ড আপ এমনকি থ্রিলারও নতুন কিছু নয়। স্টার প্লাসে থ্রিলার গল্প নিয়েই নতুন ধারাবাহিক শুরু হয়েছে। ধারাবাহিকের নাম ‘রুদ্রকাল’।
সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করছেন ভানু উদয় গোস্বামী। ডিসিপি রঞ্জন চিত্তদা চরিত্রে অভিনয় করছেন। গত মাসে শুরু হওয়া ধারাবাহিকটির বেশ কয়েকটি পর্ব ইতিমধ্যে প্রচার হয়েছে। প্রচারের আগ থেকেই ছিল ব্যাপক প্রচারণা।
ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে ভানু বলেন, ‘গল্পটির গভীরতা আছে। এই একটি চরিত্রের মধ্য দিয়ে অনেক গল্প বলা হবে। যখন যে গল্পই বলা হোক তার মূলে থাকবে ডিসিপি রঞ্জন। তার ঝুঁকিপূর্ণ সব অপারেশন সমাজকে কলুষমুক্ত করবে। ডিসিপি রঞ্জন চিত্তদার চরিত্রে অভিনয় করতে পরিশ্রম করতে হয়েছে। স্থানীয় কয়েকটি থানায় গিয়ে পুলিশের সঙ্গে অপারেশনে বের হয়েছি। একজন পুলিশ কর্মকর্তার সহকারী হিসেবেও কাজ করেছি। দেহের ভাষা, পুলিশ প্রোটোকল এবং তাদের মানসিক অবস্থা বোঝার জন্য তিনি আমাকে সাহায্য করেছেন। আমি আমার বাবার কাছ থেকেও অনেক সাহায্য পেয়েছি। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। কীভাবে তিনি কঠিন সময়গুলো মোকাবিলা করেছেন, তা তার কাছ থেকে শিখেছি। পরিবারের কাছ থেকে জেনেছি বাবা সম্পর্কে। প্রায় এক বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি।’
ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা স্বানন্দ কিরকিরে। তিনি একজন খ্যাতিমান গীতিকার, লেখক, প্লেব্যাক সিঙ্গারও। রুদ্রকালের মাধ্যমে ছোট পর্দায় তাঁর অভিনয়ের সূচনা। সে জন্য তিনি বেশ উচ্ছ্বসিত।
স্বানন্দ বলেন, ‘ছোট পর্দায় আমার অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য স্টার প্লাস এবং প্রযোজক নীতিন বৈদ্যের কাছে কৃতজ্ঞ। সিরিজটির সাবজেক্ট এবং মাস্টারমাইন্ড চরিত্রটিই এই শোটি বেছে নিতে আমাকে আগ্রহী করে তোলে। আমার চরিত্রটি নেতিবাচক। এমন চরিত্রে অভিনয়ের অন্যতম কারণ আমি ভালো অভিনয় করতে চাই। সেটা নেতিবাচক নাকি ইতিবাচক সেই হিসেব করি না।’
‘রুদ্রকাল’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে স্টার প্লাসে প্রতি রোববার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সূত্র: বলিউড লাইফ
পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় টেলিভিশনের চেহারাও বছর বছর বদলে যাচ্ছে। ছোট পর্দায় বিভিন্ন ঘরানার টিভি–শো রয়েছে। কৌতুক, হরর, পারিবারিক, কৌতুক স্ট্যান্ড আপ এমনকি থ্রিলারও নতুন কিছু নয়। স্টার প্লাসে থ্রিলার গল্প নিয়েই নতুন ধারাবাহিক শুরু হয়েছে। ধারাবাহিকের নাম ‘রুদ্রকাল’।
সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করছেন ভানু উদয় গোস্বামী। ডিসিপি রঞ্জন চিত্তদা চরিত্রে অভিনয় করছেন। গত মাসে শুরু হওয়া ধারাবাহিকটির বেশ কয়েকটি পর্ব ইতিমধ্যে প্রচার হয়েছে। প্রচারের আগ থেকেই ছিল ব্যাপক প্রচারণা।
ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে ভানু বলেন, ‘গল্পটির গভীরতা আছে। এই একটি চরিত্রের মধ্য দিয়ে অনেক গল্প বলা হবে। যখন যে গল্পই বলা হোক তার মূলে থাকবে ডিসিপি রঞ্জন। তার ঝুঁকিপূর্ণ সব অপারেশন সমাজকে কলুষমুক্ত করবে। ডিসিপি রঞ্জন চিত্তদার চরিত্রে অভিনয় করতে পরিশ্রম করতে হয়েছে। স্থানীয় কয়েকটি থানায় গিয়ে পুলিশের সঙ্গে অপারেশনে বের হয়েছি। একজন পুলিশ কর্মকর্তার সহকারী হিসেবেও কাজ করেছি। দেহের ভাষা, পুলিশ প্রোটোকল এবং তাদের মানসিক অবস্থা বোঝার জন্য তিনি আমাকে সাহায্য করেছেন। আমি আমার বাবার কাছ থেকেও অনেক সাহায্য পেয়েছি। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। কীভাবে তিনি কঠিন সময়গুলো মোকাবিলা করেছেন, তা তার কাছ থেকে শিখেছি। পরিবারের কাছ থেকে জেনেছি বাবা সম্পর্কে। প্রায় এক বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি।’
ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা স্বানন্দ কিরকিরে। তিনি একজন খ্যাতিমান গীতিকার, লেখক, প্লেব্যাক সিঙ্গারও। রুদ্রকালের মাধ্যমে ছোট পর্দায় তাঁর অভিনয়ের সূচনা। সে জন্য তিনি বেশ উচ্ছ্বসিত।
স্বানন্দ বলেন, ‘ছোট পর্দায় আমার অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য স্টার প্লাস এবং প্রযোজক নীতিন বৈদ্যের কাছে কৃতজ্ঞ। সিরিজটির সাবজেক্ট এবং মাস্টারমাইন্ড চরিত্রটিই এই শোটি বেছে নিতে আমাকে আগ্রহী করে তোলে। আমার চরিত্রটি নেতিবাচক। এমন চরিত্রে অভিনয়ের অন্যতম কারণ আমি ভালো অভিনয় করতে চাই। সেটা নেতিবাচক নাকি ইতিবাচক সেই হিসেব করি না।’
‘রুদ্রকাল’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে স্টার প্লাসে প্রতি রোববার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সূত্র: বলিউড লাইফ
আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৪ মিনিট আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
১ ঘণ্টা আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
১ ঘণ্টা আগেসম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১৫ ঘণ্টা আগে