ব্রুকলিন নাইন-নাইন
পুলিশ ও গোয়েন্দাদের নিয়ে টিভি সিরিজ ‘ব্রুকলিন নাইন-নাইন’। পুরোপুরি অ্যাকশননির্ভর হওয়ার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। হয়েছে এক অনন্য সিটকম। জেক পেরালটা নামের এক মেধাবী কিন্তু ভীষণ অপরিপক্ক, খামখেয়ালি গোয়েন্দা সিরিজের অন্যতম চরিত্র। তাঁর সঙ্গে সহকর্মীদের দ্বন্দ্বকে কেন্দ্র করে ‘ব্রুকলিন নাইন নাইন’ সিরিজটি নির্মিত হয়েছে। প্রচার শুরু হয়েছিল ২০১৩ সালে। এখন চলছে সিরিজের অষ্টম সিজন।
দ্য বিগ ব্যাং থিওরি
মার্কিন সিটকমের ইতিহাসে সময়ের সবচেয়ে জনপ্রিয় ‘দ্য বিগ ব্যাং থিওরি’। ২০০৭ সালে সিবিএস চ্যানেলে শুরু হয়েছিল এর প্রচার। সিরিজের ১২ তম সিজনের প্রচার শেষ হয়েছে ২০১৯ এর মার্চে। ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনা শহরের দুই মেধাবী তরুণ পদার্থবিজ্ঞানী আর তাঁদের কাছের তিন বন্ধু ‘দ্য বিগ ব্যাং থিওরি’র মূল চরিত্র। তাঁদের দৈনন্দিন জীবনকে ঘিরেই বোনা হয়েছে সিরিজের গল্প।
মডার্ন ফ্যামিলি
এবিসি চ্যানেলের জনপ্রিয় মার্কিন সিটকম সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’। ২০০৯ থেকে শুরু হয়ে মোট ১১টি সিজন প্রচার হয়েছে সিরিজের। গল্পের মূলে আছে তিনটি পরিবার। ক্যালিফোর্নিয়ার ওই তিন পরিবারের নানান কৌতুকপূর্ণ পরিস্থিতি সিরিজের গল্পের নতুন নতুন উপাদান যোগ করে।
ইটস অলওয়েজ সানি ইন ফেলাডেলফিয়া
অহংকারী পাঁচ বন্ধু ফিলাডেলফিয়ায় একটি বার পরিচালনার দায়িত্ব নেয়। এই বারকে কেন্দ্র করে তাঁদের ব্যবসা প্রসারের চেষ্টা চালিয়ে যায়। কিন্তু বারবার বিপদজনক সিদ্ধান্ত তাঁদেরকে বিভিন্ন সমস্যায় ফেলে। তাঁদের সংকটে আশপাশের লোকেরা পড়ে অস্বস্তিকর পরিস্থিতিতে। এফএক্স ও এফএক্সএক্স চ্যানেলে ২০০৫ সাল থেকে প্রচার হয়েছে সিরিজের ১৪টি সিজন।
দ্য মিডল
মার্কিন জনপ্রিয় এই সিটকম সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুবার অ্যামি এওয়ার্ড বিজয়ী অভিনেত্রী প্যাট্রিসিয়া হিটন। সিরিজে তার নাম ফ্যান্সেস হেক। মধ্যবিত্ত বিধবা মহিলা। কিন্তু রসিক। তার হতাশাগ্রস্থ স্বামী, অবাধ্য ছেলে আর উশৃঙ্খল মেয়েকে নিয়ে জীবনের বিভিন্ন সংকট রসবোধ দিয়ে সমাধান করেন। এবিসি চ্যানেলে ২০০৯ থেকে ২০১৭ সালে প্রচার হয়েছে সিরিজের ৯টি সিজন।
ব্রুকলিন নাইন-নাইন
পুলিশ ও গোয়েন্দাদের নিয়ে টিভি সিরিজ ‘ব্রুকলিন নাইন-নাইন’। পুরোপুরি অ্যাকশননির্ভর হওয়ার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। হয়েছে এক অনন্য সিটকম। জেক পেরালটা নামের এক মেধাবী কিন্তু ভীষণ অপরিপক্ক, খামখেয়ালি গোয়েন্দা সিরিজের অন্যতম চরিত্র। তাঁর সঙ্গে সহকর্মীদের দ্বন্দ্বকে কেন্দ্র করে ‘ব্রুকলিন নাইন নাইন’ সিরিজটি নির্মিত হয়েছে। প্রচার শুরু হয়েছিল ২০১৩ সালে। এখন চলছে সিরিজের অষ্টম সিজন।
দ্য বিগ ব্যাং থিওরি
মার্কিন সিটকমের ইতিহাসে সময়ের সবচেয়ে জনপ্রিয় ‘দ্য বিগ ব্যাং থিওরি’। ২০০৭ সালে সিবিএস চ্যানেলে শুরু হয়েছিল এর প্রচার। সিরিজের ১২ তম সিজনের প্রচার শেষ হয়েছে ২০১৯ এর মার্চে। ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনা শহরের দুই মেধাবী তরুণ পদার্থবিজ্ঞানী আর তাঁদের কাছের তিন বন্ধু ‘দ্য বিগ ব্যাং থিওরি’র মূল চরিত্র। তাঁদের দৈনন্দিন জীবনকে ঘিরেই বোনা হয়েছে সিরিজের গল্প।
মডার্ন ফ্যামিলি
এবিসি চ্যানেলের জনপ্রিয় মার্কিন সিটকম সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’। ২০০৯ থেকে শুরু হয়ে মোট ১১টি সিজন প্রচার হয়েছে সিরিজের। গল্পের মূলে আছে তিনটি পরিবার। ক্যালিফোর্নিয়ার ওই তিন পরিবারের নানান কৌতুকপূর্ণ পরিস্থিতি সিরিজের গল্পের নতুন নতুন উপাদান যোগ করে।
ইটস অলওয়েজ সানি ইন ফেলাডেলফিয়া
অহংকারী পাঁচ বন্ধু ফিলাডেলফিয়ায় একটি বার পরিচালনার দায়িত্ব নেয়। এই বারকে কেন্দ্র করে তাঁদের ব্যবসা প্রসারের চেষ্টা চালিয়ে যায়। কিন্তু বারবার বিপদজনক সিদ্ধান্ত তাঁদেরকে বিভিন্ন সমস্যায় ফেলে। তাঁদের সংকটে আশপাশের লোকেরা পড়ে অস্বস্তিকর পরিস্থিতিতে। এফএক্স ও এফএক্সএক্স চ্যানেলে ২০০৫ সাল থেকে প্রচার হয়েছে সিরিজের ১৪টি সিজন।
দ্য মিডল
মার্কিন জনপ্রিয় এই সিটকম সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুবার অ্যামি এওয়ার্ড বিজয়ী অভিনেত্রী প্যাট্রিসিয়া হিটন। সিরিজে তার নাম ফ্যান্সেস হেক। মধ্যবিত্ত বিধবা মহিলা। কিন্তু রসিক। তার হতাশাগ্রস্থ স্বামী, অবাধ্য ছেলে আর উশৃঙ্খল মেয়েকে নিয়ে জীবনের বিভিন্ন সংকট রসবোধ দিয়ে সমাধান করেন। এবিসি চ্যানেলে ২০০৯ থেকে ২০১৭ সালে প্রচার হয়েছে সিরিজের ৯টি সিজন।
সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান গান ছেড়ে দিয়ে ‘জিহাদিদের মতো’ কথা বলছেন বলে মন্তব্য করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তিনি বলেছেন, ‘তিনি (তাহসান) তো জিহাদিদের মতোই কথা বললেন, যে জিহাদিরা বাউল উৎসব বন্ধ করছে, লালন মেলা বন্ধ করছে, স্কুলে গানের শিক্ষক বন্ধ করছে...
৭ ঘণ্টা আগে১০০ কোটির ফিক্সড ডিপোজিট পরবর্তী সময়ে করতে পেরেছিলেন অক্ষয়। তাতেও কি আর্থিকভাবে নিরাপদ হতে পেরেছিলেন? এ নিয়ে অভিনেতা সম্প্রতি কথা বলেছেন কপিল শর্মা শোতে।
১২ ঘণ্টা আগেপ্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগিরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। বিভাগীয় পর্যায়ের অডিশন ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর।
১৫ ঘণ্টা আগেতাহসান বলেন, ‘ইটস ন্যাচারাল।’ মজা করেই বললেন, ‘সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায় এই দাড়ি নিয়ে? মেয়ে বড় হয়ে গেছে।’ এরপর বেশ সিরিয়াসলি বলেন, ‘অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছি বেশ কয়েক বছর হয়ে গেল। গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছি। এই রাতটি হয়তো আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
১৭ ঘণ্টা আগে