আলোচিত পাঁচ হাসির টিভি সিরিজ
পুলিশ ও গোয়েন্দাদের নিয়ে টিভি সিরিজ ‘ব্রুকলিন নাইন-নাইন’। পুরোপুরি অ্যাকশননির্ভর হওয়ার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। হয়েছে এক অনন্য সিটকম। জেক পেরালটা নামের এক মেধাবী কিন্তু ভীষণ অপরিপক্ক, খামখেয়ালি গোয়েন্দা সিরিজের অন্যতম চরিত্র। তাঁর সঙ্গে সহকর্মীদের দ্বন্দ্বকে কেন্দ্র করে ‘ব্রুকলিন নাইন নাইন’ সিরিজ