এক যুগে কত-কী পাল্টে গেছে। যে দর্শক সেদিন সদ্য কলেজ পাস করে বেরিয়েছিলেন, তিনি হয়তো আজ তাঁর ক্যারিয়ারের মধ্যগগনে। আবার যিনি অফিস থেকে ফিরে রোজ স্টার প্লাস দেখতেন, তিনি হয়তো এখন অবসর নিয়েছেন। কিন্তু ধারাবাহিকটি শেষ হয়নি। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এখনো চলছে। শুধু তা-ই নয়, ১২ বছর পরেও টিআরপি তালিকায় সেরা স্থানটি ধরে রেখেছে।
উদয়পুরের সিংহানিয়া পরিবারে বিয়ে হয়ে আসে মাহেশ্বরী পরিবারের মেয়ে অক্ষরা। একান্নবর্তী শ্বশুরবাড়িতে সবার প্রিয় বউ হয়ে ওঠার গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক। অক্ষরা ও নৈতিক একসময়ে আদর্শ দম্পতির ছবি হয়ে উঠেছিল। নিঃসন্দেহে হিনা খান ও করণ মেহরার জুটি হিন্দি টেলিভিশনের সেরা জুটিগুলোর অন্যতম।
কিন্তু এক যুগ পরে আর ধারাবাহিকে নেই অক্ষরা-নৈতিক। তাদের মেয়ে নায়রার জীবন নিয়েই ছুটে চলছিল গল্পের গাড়ি, যে চরিত্রে নিজেকে প্রমাণ করেছে শিবাঙ্গি জোশি। শিবাঙ্গি ও মোহসিন খানের জুটি হিনা-করণের জুটির চেয়ে কম সফল নয়। দর্শকের মনে পুরোনো জুটির রেশ কাটিয়ে নতুন জুটির প্রতি ভালোবাসা তৈরি করা সহজ ছিল না। গত তিন বছরে সেই কঠিন কাজটি করেছেন শিবাঙ্গি-মোহসিন। তবে সেই জুটিও থাকছে না।
স্টার প্লাসের মেগা ব্লকবাস্টার ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর জনপ্রিয় জুটি মহসিন খান ও শিবাঙ্গি জোশি পাঁচ বছর পর সিরিয়াল ছেড়ে দিচ্ছেন। আগামী ৮ অক্টোবর তাঁদের শেষ শুটিং। তাঁরা কেউই এখন বড় ছেলেমেয়ের বাবা-মা হতে চাচ্ছেন না। এর আগে এই সিরিয়ালের আরেক জনপ্রিয় জুটি করণ মেহরা ও হীনা খান সাত বছর কাজ করার পর সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন। ১২ বছর ধরে চলা এই সিরিয়ালে করণ-হীনা, মহসিন-শিবাঙ্গি; এর পর আবারও নতুন জুটির দেখা মিলবে আগামী মাসে। তবে এই মুহূর্তে তাঁদের নাম ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ। গল্পে এখন মহসিন-শিবাঙ্গির সন্তানদের বড় দেখাবে, মানে তারা নায়ক-নায়িকা হবে।
এক যুগে কত-কী পাল্টে গেছে। যে দর্শক সেদিন সদ্য কলেজ পাস করে বেরিয়েছিলেন, তিনি হয়তো আজ তাঁর ক্যারিয়ারের মধ্যগগনে। আবার যিনি অফিস থেকে ফিরে রোজ স্টার প্লাস দেখতেন, তিনি হয়তো এখন অবসর নিয়েছেন। কিন্তু ধারাবাহিকটি শেষ হয়নি। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এখনো চলছে। শুধু তা-ই নয়, ১২ বছর পরেও টিআরপি তালিকায় সেরা স্থানটি ধরে রেখেছে।
উদয়পুরের সিংহানিয়া পরিবারে বিয়ে হয়ে আসে মাহেশ্বরী পরিবারের মেয়ে অক্ষরা। একান্নবর্তী শ্বশুরবাড়িতে সবার প্রিয় বউ হয়ে ওঠার গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক। অক্ষরা ও নৈতিক একসময়ে আদর্শ দম্পতির ছবি হয়ে উঠেছিল। নিঃসন্দেহে হিনা খান ও করণ মেহরার জুটি হিন্দি টেলিভিশনের সেরা জুটিগুলোর অন্যতম।
কিন্তু এক যুগ পরে আর ধারাবাহিকে নেই অক্ষরা-নৈতিক। তাদের মেয়ে নায়রার জীবন নিয়েই ছুটে চলছিল গল্পের গাড়ি, যে চরিত্রে নিজেকে প্রমাণ করেছে শিবাঙ্গি জোশি। শিবাঙ্গি ও মোহসিন খানের জুটি হিনা-করণের জুটির চেয়ে কম সফল নয়। দর্শকের মনে পুরোনো জুটির রেশ কাটিয়ে নতুন জুটির প্রতি ভালোবাসা তৈরি করা সহজ ছিল না। গত তিন বছরে সেই কঠিন কাজটি করেছেন শিবাঙ্গি-মোহসিন। তবে সেই জুটিও থাকছে না।
স্টার প্লাসের মেগা ব্লকবাস্টার ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর জনপ্রিয় জুটি মহসিন খান ও শিবাঙ্গি জোশি পাঁচ বছর পর সিরিয়াল ছেড়ে দিচ্ছেন। আগামী ৮ অক্টোবর তাঁদের শেষ শুটিং। তাঁরা কেউই এখন বড় ছেলেমেয়ের বাবা-মা হতে চাচ্ছেন না। এর আগে এই সিরিয়ালের আরেক জনপ্রিয় জুটি করণ মেহরা ও হীনা খান সাত বছর কাজ করার পর সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন। ১২ বছর ধরে চলা এই সিরিয়ালে করণ-হীনা, মহসিন-শিবাঙ্গি; এর পর আবারও নতুন জুটির দেখা মিলবে আগামী মাসে। তবে এই মুহূর্তে তাঁদের নাম ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ। গল্পে এখন মহসিন-শিবাঙ্গির সন্তানদের বড় দেখাবে, মানে তারা নায়ক-নায়িকা হবে।
গত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
১ ঘণ্টা আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
১ ঘণ্টা আগেসম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১৪ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৭ ঘণ্টা আগে