আশপাশের জায়গাটা আমার মতো নিরাপদ বানিয়ে নিয়েছি: কনা
কনসার্ট, প্লেব্যাক ও নতুন গান নিয়ে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ব্যস্ত সারা বছরই। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কনার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। বিনোদন জগতে একজন নারী হিসেবে তিনি কতটা নিরাপদে কাজ করতে পারছেন, সে বিষয়ে জানতে চাওয়া হয় কনার কাছে।