৯ বছরের অপেক্ষার পর নিজেদের দ্বিতীয় অ্যালবাম আনছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ। ‘অন্তঃসারশূন্য’ শিরোনামের অ্যালবামের মুক্তি উপলক্ষে আগামী ১০ মার্চ একক কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। এদিনই ফ্যানদের সঙ্গে আনন্দ উদ্যাপনে ফার্মগেটের কেআইবি মিলনায়তনে উন্মুক্ত হবে নতুন অ্যালবামটি।
জানা গেছে, ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামে থাকছে মোট সাতটি গান। আগে প্রকাশ পাওয়া ‘নিজের জন্য’, ‘আমি বদলে যাব’, ‘উড়ে যাওয়া পাখির চোখে’ গানগুলো ছাড়াও এতে যুক্ত হবে নতুন কিছু গান।
অ্যালবাম প্রকাশে ৯ বছরের এই দেরি কেন, সে সম্পর্কে জানতে চাইলে ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান বললেন, ‘কয়েক বছর ধরে কনসার্টে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদের, আসলে এত ব্যস্ততার মধ্যে নতুন অ্যালবাম রেকর্ডিং অনেক চ্যালেঞ্জিং। এর পরেও আমাদের শ্রোতাদের ভালোবাসার প্রতিদানে আমরা অ্যালবামটি আনছি। অ্যালবামের কাজ সময় নিয়ে করেছি। শ্রোতাদের কাছে এবার গানগুলো পৌঁছাবে।’
প্রসঙ্গত, ২০১০ সালে ‘দ্য ৬৯’ অ্যালবামে অ্যাশেজের ‘হীন’ ও ২০১২ সালে মিক্সড অ্যালবাম ‘হাতিয়ার’-এ ছিল ‘পবিত্র পাপ’ গানটি। এরপর প্রথম একক অ্যালবাম ‘ছারপোকা’ দিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু ব্যান্ডটির।
অ্যাশেজের লাইনআপ—জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (লিড গিটার), তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড) ও ওয়াহিদুজ্জামান তূর্য (বেজ গিটার)।
৯ বছরের অপেক্ষার পর নিজেদের দ্বিতীয় অ্যালবাম আনছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ। ‘অন্তঃসারশূন্য’ শিরোনামের অ্যালবামের মুক্তি উপলক্ষে আগামী ১০ মার্চ একক কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। এদিনই ফ্যানদের সঙ্গে আনন্দ উদ্যাপনে ফার্মগেটের কেআইবি মিলনায়তনে উন্মুক্ত হবে নতুন অ্যালবামটি।
জানা গেছে, ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামে থাকছে মোট সাতটি গান। আগে প্রকাশ পাওয়া ‘নিজের জন্য’, ‘আমি বদলে যাব’, ‘উড়ে যাওয়া পাখির চোখে’ গানগুলো ছাড়াও এতে যুক্ত হবে নতুন কিছু গান।
অ্যালবাম প্রকাশে ৯ বছরের এই দেরি কেন, সে সম্পর্কে জানতে চাইলে ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান বললেন, ‘কয়েক বছর ধরে কনসার্টে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদের, আসলে এত ব্যস্ততার মধ্যে নতুন অ্যালবাম রেকর্ডিং অনেক চ্যালেঞ্জিং। এর পরেও আমাদের শ্রোতাদের ভালোবাসার প্রতিদানে আমরা অ্যালবামটি আনছি। অ্যালবামের কাজ সময় নিয়ে করেছি। শ্রোতাদের কাছে এবার গানগুলো পৌঁছাবে।’
প্রসঙ্গত, ২০১০ সালে ‘দ্য ৬৯’ অ্যালবামে অ্যাশেজের ‘হীন’ ও ২০১২ সালে মিক্সড অ্যালবাম ‘হাতিয়ার’-এ ছিল ‘পবিত্র পাপ’ গানটি। এরপর প্রথম একক অ্যালবাম ‘ছারপোকা’ দিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু ব্যান্ডটির।
অ্যাশেজের লাইনআপ—জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (লিড গিটার), তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড) ও ওয়াহিদুজ্জামান তূর্য (বেজ গিটার)।
শুটিং করতে গিয়ে কবরে শোয়ার পর তৌসিফের মনে হচ্ছিল, সবাই তাঁকে মাটিচাপা দিয়ে দেবে। ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় কবরে থাকতে হয়েছে তাঁকে। ওই ৩০ মিনিট তাঁর কাছে ৩০ বছরের মতো মনে হচ্ছিল।
৭ ঘণ্টা আগেআজ টালিউডে মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘ধূমকেতু’। একই দিনে প্রকাশ পেয়েছে অভিনেতার নতুন আরও এক সিনেমা ‘রঘু ডাকাত’-এর ফার্স্ট লুক পোস্টার। দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি।
৭ ঘণ্টা আগেআগুনযাত্রার গল্প গড়ে উঠেছে উমা চরিত্রকে কেন্দ্র করে। উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ। এ গবেষণার সূত্র ধরে কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায় উমা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বিজ্ঞাপন বানাচ্ছেন শিহাব শাহীন। একসঙ্গে বানাচ্ছেন ছয়টি বিজ্ঞাপন। একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। এবারই প্রথম শিহাব শাহীনের নির্দেশনায় কাজ করলেন অভিনেত্রী।
৭ ঘণ্টা আগে