গত সপ্তাহে জানা গিয়েছিল, প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পপসংগীতশিল্পী ম্যাডোনার। কিন্তু সপ্তাহ না পেরোতেই আবারও নতুন প্রেমে পড়েছেন ম্যাডোনা (৬৪), এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেজ সিক্স।
আন্তর্জাতিক গণমাধ্যম পেজ সিক্স ম্যাডোনার সঙ্গে তাঁর নতুন প্রেমিকের কিছু ছবি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, জসুয়া পপার নামের এক বক্সারের প্রেমে মজেছেন এ গায়িকা।
ম্যাডোনার জন্ম ১৯৫৮ সালের ১৬ আগস্ট। আমেরিকান গায়িকা, গীতিকার এবং অভিনেত্রী ম্যাডোনাকে বলা হয় ‘কুইন অব পপ’।
গত শুক্রবার রাতে আমেরিকার একটি বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন জসুয়া। সেদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন ম্যাডোনাও। সেই বক্সিং ম্যাচে জয়লাভের পর জসুয়ার কাছে ছুটে যান ম্যাডোনা। পরে ক্যামেরায় একসঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী হন তাঁরা। সেখানে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক জানান, জসুয়ার জয়লাভে ম্যাডোনার আনন্দ সীমা ছাড়িয়েছিল।
ম্যাডোনার সর্বশেষ প্রেমিক ছিলেন ২৩ বছর বয়সী অ্যান্ড্রু ডারনেল। গত সপ্তাহে প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ম্যাডোনার। মাত্র পাঁচ মাসেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। আত্মবিশ্বাসের সংকট থাকায় এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন গায়িকা। প্রায় পাঁচ মাস ডেটিং করেছেন তাঁরা।
এখন পর্যন্ত দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা। তাঁর প্রথম স্বামী কারলোস লিওন ও দ্বিতীয় স্বামী ছিলেন গাই রিচি। বহু আগেই দুই সংসারের ইতি টেনেছেন এই গায়িকা।
এ ছাড়া ম্যাডোনার প্রেমিকের তালিকায় ছিলেন পপগায়ক ড্যান গিলোরি, মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাসকুয়েট, প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন র্যাপার ভ্যানিলা আইস, ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ড।
গত সপ্তাহে জানা গিয়েছিল, প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পপসংগীতশিল্পী ম্যাডোনার। কিন্তু সপ্তাহ না পেরোতেই আবারও নতুন প্রেমে পড়েছেন ম্যাডোনা (৬৪), এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেজ সিক্স।
আন্তর্জাতিক গণমাধ্যম পেজ সিক্স ম্যাডোনার সঙ্গে তাঁর নতুন প্রেমিকের কিছু ছবি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, জসুয়া পপার নামের এক বক্সারের প্রেমে মজেছেন এ গায়িকা।
ম্যাডোনার জন্ম ১৯৫৮ সালের ১৬ আগস্ট। আমেরিকান গায়িকা, গীতিকার এবং অভিনেত্রী ম্যাডোনাকে বলা হয় ‘কুইন অব পপ’।
গত শুক্রবার রাতে আমেরিকার একটি বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন জসুয়া। সেদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন ম্যাডোনাও। সেই বক্সিং ম্যাচে জয়লাভের পর জসুয়ার কাছে ছুটে যান ম্যাডোনা। পরে ক্যামেরায় একসঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী হন তাঁরা। সেখানে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক জানান, জসুয়ার জয়লাভে ম্যাডোনার আনন্দ সীমা ছাড়িয়েছিল।
ম্যাডোনার সর্বশেষ প্রেমিক ছিলেন ২৩ বছর বয়সী অ্যান্ড্রু ডারনেল। গত সপ্তাহে প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ম্যাডোনার। মাত্র পাঁচ মাসেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। আত্মবিশ্বাসের সংকট থাকায় এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন গায়িকা। প্রায় পাঁচ মাস ডেটিং করেছেন তাঁরা।
এখন পর্যন্ত দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা। তাঁর প্রথম স্বামী কারলোস লিওন ও দ্বিতীয় স্বামী ছিলেন গাই রিচি। বহু আগেই দুই সংসারের ইতি টেনেছেন এই গায়িকা।
এ ছাড়া ম্যাডোনার প্রেমিকের তালিকায় ছিলেন পপগায়ক ড্যান গিলোরি, মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাসকুয়েট, প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন র্যাপার ভ্যানিলা আইস, ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ড।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
১ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে