Ajker Patrika

ছেলের ক্যামেরায় মেহরীনের ভিডিও

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
ছেলের ক্যামেরায় মেহরীনের ভিডিও

২০১৮ সাল। সংগীতশিল্পী মেহরীন মাহমুদ তখন দেশের বাইরে। পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ফ্রান্স থেকে সুইডেন। সঙ্গে তাঁর ছেলে আকিবও আছে। আকিবের বয়স তখন মাত্র ১১। বেড়াতে যাওয়া উপলক্ষে তাকে কিনে দেওয়া হয়েছে একটি ক্যামেরা। সেই ক্যামেরায় আকিব তুলে আনল প্রকৃতি আর মায়ের বিভিন্ন মুহূর্ত।

মেহরীন বলেন, ‘তিন বছর আগের সেই ফুটেজ কাজে লেগেছে এত দিনে। ছেলের তোলা ক্লিপস জুড়ে তৈরি হয়েছে আমার নতুন মিউজিক ভিডিও।’ ‘তুমি আছো বলে’ অ্যালবামের জনপ্রিয় গান ‘শূন্যতা’ নতুন আঙ্গিকে, নতুন মিউজিক ভিডিওতে এখন শোভা পাচ্ছে মেহরীনের ইউটিউব চ্যানেল ‘মেহরীন অফিশিয়াল’-এ। কয়েক দিন আগে ভিডিওটি প্রকাশ করেছেন এই পপতারকা।

ইউটিউবে মেহরীনের চ্যানেল আছে অনেক বছর ধরে। কিন্তু নিয়মিত ছিলেন না তিনি। দুই বছর ধরে চেষ্টা করছেন চ্যানেলটি গোছানোর। অনেকটা এগিয়েও গেছে কাজ। মেহরীন বলেন, ‘অনেক কাজ করেছি গত কয়েক বছরে। বিশেষ করে গত দুই বছরে করোনার মধ্যে আমি নিজে এগুলো গোছানো, কনটেন্ট প্ল্যানিং–সব করেছি।’

‘মেহরীন অফিশিয়াল’ চ্যানেলকে একটা আর্কাইভের মতো করে তৈরি করছেন তিনি। সেখানে নিজের মৌলিক গান ছাড়াও অন্য ভাষায় কাভার করা গান, ফোক-রবীন্দ্র-নজরুলসংগীত, আবৃত্তি, উপস্থাপনা, বিভিন্ন কনসার্টের ভিডিও, ভক্তদের সঙ্গে তাঁর দেখা হওয়ার মুহূর্ত–সবই পাওয়া যাচ্ছে।

মেহরীন মাহমুদমেহরীন বলেন, ‘১৯৯৮ সাল থেকে আমার কাজের ফিরিস্তি আছে এখানে। অনেকে আমাকে বলছেন, তুমি পুরোনো জিনিস যে দিচ্ছ, এগুলোতে তো ভিউয়ার কমে যাবে। আমি ওসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। ভক্তরা তো আমার সব কাজ দেখতে চান। তাঁদের কথা ভেবেই যেখানে যত কনটেন্ট পাচ্ছি, আর্কাইভ করে রাখছি।’

মেহরীন এখন খুঁজে বেড়াচ্ছেন। প্রথম অ্যালবাম ‘আনাড়ি’ প্রকাশের সময়কার ভিডিও, একসময় তিনি বিটিভিতে খবর পড়তেন সেই ফুটেজ–সবকিছু জোগাড় করে তুলে রাখবেন ‘মেহরীন অফিশিয়াল’ চ্যানেলে।

মেহরীন বলেন, ‘আমি চাইছি যত পেছনে যেতে পারি, তত পুরোনো ফুটেজ জোগাড় করে আর্কাইভ করতে। যেন মানুষ আমার পুরোটা দেখতে পায়। আমার ইউটিউব চ্যানেল অনেকটা শোকেসের মতো। থরে থরে সাজানো আছে সব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত