Ajker Patrika

মহালয়ার গানে সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ

মহালয়ার গানে সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ

শাস্ত্রীয় সঙ্গীতের ধারার গানের প্রতি যাঁদের অনুরাগ, সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ তাঁদের কাছে ভীষণ প্রিয় শিল্পী। এর আগেও তাঁরা গেয়েছেন দ্বৈত কন্ঠে অসাধারণ কিছু গান। এবারে দুর্গাপুজো উপলক্ষে মহালয়ার গান নিয়ে আসছেন বাংলাদেশের জনপ্রিয় এই দুই গুণী সঙ্গীতশিল্পী। সমরজিৎ রায়ের সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনায় ‘শরৎ প্রভাতে’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন প্রবীর দত্ত সাজু। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং করেছেন বিনোদ রায়। ভিডিও দৃশ্যধারণে ছিলেন শেখ সাদী এবং ভিডিও নির্দেশনায় পিজিত মহাজন। গানটি আগামী ৪ অক্টোবর প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে। মিউজিক ভিডিওর পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী র‍্যাচেল প্রিয়াংকা প‍্যারিসের পরিচালনায় এই গানটির নৃত্যাঞ্জলির একটি ভিডিও প্রকাশিত হবে।

সমরজিৎ বলেন, ‘প্রিয়াংকা গোপ এবং আমার দ্বৈত কন্ঠে গাওয়া গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেন। আর পুজোতে নতুন গানের আনন্দই অন্যরকম। চেষ্টা করেছি বরাবরের মতোই আমাদের দুজনের ধাঁচেরই একটি মহালয়ার গান তৈরি করতে। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই।’

সঙ্গীতশিল্পী প্রিয়াংকা গোপ বলেন,‘মহালয়া নিয়ে এতো অসাধারণ কথা ও সুরের গান খুব কমই হয়েছে। মহালয়া নিয়ে আমাদের দুজনেরই এটি প্রথম মৌলিক গান। অশেষ কৃতজ্ঞতা জানাই সমরজিৎ দাদাকে এতো চমৎকার একটি গানে আমাকে শামিল করার জন্য। গানটি সবার ভীষণ ভালো লাগবে, সন্দেহ নেই।’

নৃত‍্যশিল্পী র‍্যাচেল প্রিয়াংকা বলেন, ‘অসাধারণ এই গানটির সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রিয় দুজন শিল্পীর দ্বৈত গানের সাথে আমার নৃত‍্যাঞ্জলী সব মিলিয়ে আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত