বিনোদন ডেস্ক
বাংলাদেশ ও ভারত সম্পর্ক নিয়ে দুই পারেই চলছে উত্তেজনা। বাংলাদেশিদের উদ্দেশে গীতিকার ও কবি শ্রীজাতের লেখা কবিতা সমালোচিত হচ্ছে ঢাকায়। অন্যদিকে কবির সুমনের গানের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের মানুষ। দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান অনেক দিন ধরেই চলছে। বাংলাদেশের শিল্পীরা যেমন পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেন, গান করেন, শোতে অংশ নেন; তেমনি ওপারের শিল্পীদেরও নিয়মিত যাতায়াত রয়েছে বাংলাদেশে।
তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় এ সম্পর্কে ফাটল ধরেছে। শিল্পীরাও বিভক্ত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা দিলেন পশ্চিমবঙ্গের গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। প্রশ্ন তুললেন, ‘মানুষের প্রতি মানুষের ঘৃণা দেখে আমি বিচলিত। আমার প্রশ্ন, আমরা কি এতটা তীব্র রাগ নিয়েই বেঁচে থাকব? আমাদের পরবর্তী প্রজন্মকেও কি এই রাগের উত্তরাধিকার করে যাব?’
লগ্নজিতা বলেন, ‘কলকাতার যেকোনো বাঙালি শিল্পীর পোস্ট করা গানের নিচে মন্তব্য লক্ষ্য করলে দেখা যাবে, অর্ধেক যদি এপার বাংলার বাঙালিদের মন্তব্য আসে, তাহলে বাকিটা ওপারের। আমি এখনো বাংলাদেশে গিয়ে অনুষ্ঠান করার সুযোগ পাইনি। কয়েক বছর আগে ওপার বাংলার আইয়ুব বাচ্চু দমদমে অনুষ্ঠান করতে এসেছিলেন। তাঁর আগে সেই অনুষ্ঠানে আমি গান করি। কিন্তু মনে আছে, তাঁর গান শুরু হওয়ার পর আমি মাটিতে বসে পড়েছিলাম। তখন আইয়ুব বাচ্চু আমার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন, কোথায় বসছি, সেটা নয়।’
বিদ্বেষ ভুলে আবারও দুই বাংলা হাতে হাত মিলিয়ে চলবে, এমন প্রত্যাশা লগ্নজিতার। তিনি বলেন, ‘মানুষ এখন রেগে আছেন। সেখানে দাঁড়িয়ে আমি তো তাঁদের আরও মারামারি করতে বলতে পারি না। আমি সেখানে সম্প্রীতির বার্তাই দিতে পারি। আমি বিশ্বাস করি, একদিন পৃথিবী আবার শান্ত হবে। তখন আবার জেমস পশ্চিমবঙ্গে অনুষ্ঠান করতে আসবেন। আবার এপার বাংলার শিল্পীরা ওপার বাংলায় অনুষ্ঠান করতে যাবেন। যত বাংলাদেশি শিল্পীর সঙ্গে কাজ করেছি, তাঁরা নিশ্চয়ই আমাকে ভুলে যাবেন না। তাঁদের সঙ্গে আবারও কাজ হবে। দুই বাংলা আবার একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে।’
বাংলাদেশ ও ভারত সম্পর্ক নিয়ে দুই পারেই চলছে উত্তেজনা। বাংলাদেশিদের উদ্দেশে গীতিকার ও কবি শ্রীজাতের লেখা কবিতা সমালোচিত হচ্ছে ঢাকায়। অন্যদিকে কবির সুমনের গানের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের মানুষ। দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান অনেক দিন ধরেই চলছে। বাংলাদেশের শিল্পীরা যেমন পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেন, গান করেন, শোতে অংশ নেন; তেমনি ওপারের শিল্পীদেরও নিয়মিত যাতায়াত রয়েছে বাংলাদেশে।
তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় এ সম্পর্কে ফাটল ধরেছে। শিল্পীরাও বিভক্ত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা দিলেন পশ্চিমবঙ্গের গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। প্রশ্ন তুললেন, ‘মানুষের প্রতি মানুষের ঘৃণা দেখে আমি বিচলিত। আমার প্রশ্ন, আমরা কি এতটা তীব্র রাগ নিয়েই বেঁচে থাকব? আমাদের পরবর্তী প্রজন্মকেও কি এই রাগের উত্তরাধিকার করে যাব?’
লগ্নজিতা বলেন, ‘কলকাতার যেকোনো বাঙালি শিল্পীর পোস্ট করা গানের নিচে মন্তব্য লক্ষ্য করলে দেখা যাবে, অর্ধেক যদি এপার বাংলার বাঙালিদের মন্তব্য আসে, তাহলে বাকিটা ওপারের। আমি এখনো বাংলাদেশে গিয়ে অনুষ্ঠান করার সুযোগ পাইনি। কয়েক বছর আগে ওপার বাংলার আইয়ুব বাচ্চু দমদমে অনুষ্ঠান করতে এসেছিলেন। তাঁর আগে সেই অনুষ্ঠানে আমি গান করি। কিন্তু মনে আছে, তাঁর গান শুরু হওয়ার পর আমি মাটিতে বসে পড়েছিলাম। তখন আইয়ুব বাচ্চু আমার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন, কোথায় বসছি, সেটা নয়।’
বিদ্বেষ ভুলে আবারও দুই বাংলা হাতে হাত মিলিয়ে চলবে, এমন প্রত্যাশা লগ্নজিতার। তিনি বলেন, ‘মানুষ এখন রেগে আছেন। সেখানে দাঁড়িয়ে আমি তো তাঁদের আরও মারামারি করতে বলতে পারি না। আমি সেখানে সম্প্রীতির বার্তাই দিতে পারি। আমি বিশ্বাস করি, একদিন পৃথিবী আবার শান্ত হবে। তখন আবার জেমস পশ্চিমবঙ্গে অনুষ্ঠান করতে আসবেন। আবার এপার বাংলার শিল্পীরা ওপার বাংলায় অনুষ্ঠান করতে যাবেন। যত বাংলাদেশি শিল্পীর সঙ্গে কাজ করেছি, তাঁরা নিশ্চয়ই আমাকে ভুলে যাবেন না। তাঁদের সঙ্গে আবারও কাজ হবে। দুই বাংলা আবার একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে।’
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
১৩ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
১৪ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
১৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে