Ajker Patrika

টেলর সুইফট-জো অ্যালউইনের বিচ্ছেদ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৩: ৫৮
টেলর সুইফট-জো অ্যালউইনের বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রের গায়িকা টেলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। পেজ সিক্স জানিয়েছে, তাঁরা এখন আলাদা থাকছেন, দুজনের সম্মতির ভিত্তিতেই তাঁরা ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন। 

যদিও অভিনেতা অ্যালউইন ও সংগীতশিল্পী টেলর সুইফট বছরের পর বছর তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমকে তাঁরা গুজব বলেই তা উড়িয়ে দিয়েছেন। 

ডেইলি মেইল জানিয়েছিল, টেলর সুইফট হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের অবসানের পর জো অ্যালউইনের সঙ্গে গোপনে প্রেম করছেন। লন্ডনে সুইফটকে জোর সঙ্গে পরচুলা পরে, ছদ্মবেশে দেখা গিয়েছিল বেশ কয়েকবার। উত্তর লন্ডনে এক ভাড়া বাসায় থাকতেন টেলর সুইফট। সেখানেই ‘বিলি লিন’স লং হাফটাইম ওয়াক’ ছবির অভিনেতা জো অ্যালউইনকে প্রায়ই দেখা যেত। 

টেলর সুইফট ও জো অ্যালউইন২০০৮ সালে টেলরের প্রথম প্রেম নিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় ব্যান্ড জোনাস ব্রাদার্সের জো জোনাসের সঙ্গে। এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড হাতে সেই প্রেম স্বীকারও করেছিলেন টেইলর। তিনি বলেছিলেন, ‘জো একজন দুর্দান্ত মানুষ। যে নারী তাঁর সঙ্গে প্রেম করতে পেরেছেন, তিনি সত্যিই ভাগ্যবান।’ তারপর টেলর সুইফট প্রেম করেছেন টোয়ালাইট খ্যাত টেলর লটনারের সঙ্গে। এরপর তিনি প্রেমের তরিতে ভেসেছেন মার্কিন সংগীত তারকা জন মায়েরের সঙ্গে। এরপর কোরি মনটেইথ আর জেক জিলেনহালের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন টেলর সুইফট। ২০১২ সালে তিনি প্রেম করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির পৌত্রের সঙ্গে। তারপর প্রেম করেন ব্রিটিশ সংগীত তারকা হ্যারি স্টাইলসের সঙ্গে। কেভিন হ্যারিস, টম হিডলস্টন ওবং সর্বশেষ জো অ্যালউইন—টেলর সুইফটের প্রেমিকদের নামের তালিকা বেশ দীর্ঘ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত