Ajker Patrika

বাপ্পা মজুমদারের বাসায় আগুন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
কন্যাসন্তানদের সঙ্গে বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন; ছবি: সংগৃহীত
কন্যাসন্তানদের সঙ্গে বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন; ছবি: সংগৃহীত

ব্যান্ড দলছুটের দলপ্রধান সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত না হলেও ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গিয়েছেন পরিবারের সবাই। বাপ্পা মজুমদার জানিয়েছেন, আজ বৃহস্পতিবার ভোরের দিকে তাঁদের বনানীর বাসভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তানসহ সবাই সুস্থ আছেন। কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাপ্পা মজুমদার জানান, ভোর ৫টার দিকে ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। ইন্টারকমে কল পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে তড়িঘড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে চারদিক ধোঁয়ায় ছেয়ে গেছে। ঘাবড়ে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বারান্দায় চলে যান বাপ্পা। সেখান থেকে মোবাইল ফোনে যোগাযোগ হয় গীতিকার শাহান কবন্ধের সঙ্গে। দ্রুত বাপ্পাদের বাসায় চলে আসেন শাহান, তাঁর সহযোগিতায় স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তানকে নিয়ে বাসা থেকে বের হন বাপ্পা।

বাপ্পা মজুমদার বলেন, ‘অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম। ফায়ার সার্ভিস দ্রুত চলে আসায় আগুন বাড়তে পারেনি। নইলে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারত। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ। বাসার সবাই এখনো ট্রমায় আছে। এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত