গত জুন মাসে প্রকাশিত হয় কনা ও অয়ন চাকলাদারের গাওয়া ডুয়েট গান ‘জনম জনম’। আহমেদ রিজভীর লেখা গানটি সুরও করেছেন অয়ন। ভিডিও বানিয়েছেন সৈকত রেজা। জনপ্রিয় হয়েছিল গানটি। সেই সুবাদে আবারও কনার সঙ্গে ডুয়েট গাইলেন অয়ন। শিরোনাম ‘মন বলেছে চুপি চুপি’। লিখেছেন ডি এম আবু বকর। সুর ও সংগীত আয়োজন করেছেন মাসুদ আহমেদ। এরই মধ্যে গানটির ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে।
জানা গেছে, মন বলেছে চুপি চুপি গানটি ইংরেজি নববর্ষ উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। তার আগেই তৈরি হবে গানের ভিডিও। বড় বাজেটেই কাজটি করতে চান অয়ন। ভিডিও কে বানাবেন বা মডেল কে থাকবেন এসব নিয়ে চলছে আলোচনা। পরিকল্পনা চূড়ান্ত হলেই ভিডিওর শুটিং করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে অয়ন বলেন, ‘কনা আপুর সঙ্গে আগের গানটি শ্রোতারা পছন্দ করেছে। তাই পরিকল্পনা হচ্ছে নতুন বছরে আমাদের নতুন গান উপহার দেওয়ার। ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে। আশা করছি, সুন্দর একটি ভিডিওর মাধ্যমে গানটি ভক্তদের কাছে পৌঁছে দিত পারব। সবার ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানটি দিয়ে প্লেব্যাকে তুমুল জনপ্রিয়তা পান অয়ন। এরপর সিনেমায় নিয়মিত গাইতে শুরু করেন। সম্প্রতি গেয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ময়নার চর’ সিনেমায়। সাবরিনা নওশীন তুষির সঙ্গে গাওয়া ডুয়েট গানটি লিখেছেন এবং সুর ও সংগীত আয়োজন করেছেন সাহাবুদ্দিন মজুমদার। কদিন আগে প্রকাশিত হলো অয়নের গাওয়া ‘বেবি তুমি আসো না’ গানের ভিডিও। ‘ভাইয়া গার্লস লাভার’ নাটকের এই মজার গানটি এরই মধ্যে অয়নভক্তদের নজর কেড়েছে।
গত জুন মাসে প্রকাশিত হয় কনা ও অয়ন চাকলাদারের গাওয়া ডুয়েট গান ‘জনম জনম’। আহমেদ রিজভীর লেখা গানটি সুরও করেছেন অয়ন। ভিডিও বানিয়েছেন সৈকত রেজা। জনপ্রিয় হয়েছিল গানটি। সেই সুবাদে আবারও কনার সঙ্গে ডুয়েট গাইলেন অয়ন। শিরোনাম ‘মন বলেছে চুপি চুপি’। লিখেছেন ডি এম আবু বকর। সুর ও সংগীত আয়োজন করেছেন মাসুদ আহমেদ। এরই মধ্যে গানটির ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে।
জানা গেছে, মন বলেছে চুপি চুপি গানটি ইংরেজি নববর্ষ উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। তার আগেই তৈরি হবে গানের ভিডিও। বড় বাজেটেই কাজটি করতে চান অয়ন। ভিডিও কে বানাবেন বা মডেল কে থাকবেন এসব নিয়ে চলছে আলোচনা। পরিকল্পনা চূড়ান্ত হলেই ভিডিওর শুটিং করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে অয়ন বলেন, ‘কনা আপুর সঙ্গে আগের গানটি শ্রোতারা পছন্দ করেছে। তাই পরিকল্পনা হচ্ছে নতুন বছরে আমাদের নতুন গান উপহার দেওয়ার। ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে। আশা করছি, সুন্দর একটি ভিডিওর মাধ্যমে গানটি ভক্তদের কাছে পৌঁছে দিত পারব। সবার ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানটি দিয়ে প্লেব্যাকে তুমুল জনপ্রিয়তা পান অয়ন। এরপর সিনেমায় নিয়মিত গাইতে শুরু করেন। সম্প্রতি গেয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ময়নার চর’ সিনেমায়। সাবরিনা নওশীন তুষির সঙ্গে গাওয়া ডুয়েট গানটি লিখেছেন এবং সুর ও সংগীত আয়োজন করেছেন সাহাবুদ্দিন মজুমদার। কদিন আগে প্রকাশিত হলো অয়নের গাওয়া ‘বেবি তুমি আসো না’ গানের ভিডিও। ‘ভাইয়া গার্লস লাভার’ নাটকের এই মজার গানটি এরই মধ্যে অয়নভক্তদের নজর কেড়েছে।
২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
২ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
৩ ঘণ্টা আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
৩ ঘণ্টা আগে