গত জুন মাসে প্রকাশিত হয় কনা ও অয়ন চাকলাদারের গাওয়া ডুয়েট গান ‘জনম জনম’। আহমেদ রিজভীর লেখা গানটি সুরও করেছেন অয়ন। ভিডিও বানিয়েছেন সৈকত রেজা। জনপ্রিয় হয়েছিল গানটি। সেই সুবাদে আবারও কনার সঙ্গে ডুয়েট গাইলেন অয়ন। শিরোনাম ‘মন বলেছে চুপি চুপি’। লিখেছেন ডি এম আবু বকর। সুর ও সংগীত আয়োজন করেছেন মাসুদ আহমেদ। এরই মধ্যে গানটির ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে।
জানা গেছে, মন বলেছে চুপি চুপি গানটি ইংরেজি নববর্ষ উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। তার আগেই তৈরি হবে গানের ভিডিও। বড় বাজেটেই কাজটি করতে চান অয়ন। ভিডিও কে বানাবেন বা মডেল কে থাকবেন এসব নিয়ে চলছে আলোচনা। পরিকল্পনা চূড়ান্ত হলেই ভিডিওর শুটিং করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে অয়ন বলেন, ‘কনা আপুর সঙ্গে আগের গানটি শ্রোতারা পছন্দ করেছে। তাই পরিকল্পনা হচ্ছে নতুন বছরে আমাদের নতুন গান উপহার দেওয়ার। ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে। আশা করছি, সুন্দর একটি ভিডিওর মাধ্যমে গানটি ভক্তদের কাছে পৌঁছে দিত পারব। সবার ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানটি দিয়ে প্লেব্যাকে তুমুল জনপ্রিয়তা পান অয়ন। এরপর সিনেমায় নিয়মিত গাইতে শুরু করেন। সম্প্রতি গেয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ময়নার চর’ সিনেমায়। সাবরিনা নওশীন তুষির সঙ্গে গাওয়া ডুয়েট গানটি লিখেছেন এবং সুর ও সংগীত আয়োজন করেছেন সাহাবুদ্দিন মজুমদার। কদিন আগে প্রকাশিত হলো অয়নের গাওয়া ‘বেবি তুমি আসো না’ গানের ভিডিও। ‘ভাইয়া গার্লস লাভার’ নাটকের এই মজার গানটি এরই মধ্যে অয়নভক্তদের নজর কেড়েছে।
গত জুন মাসে প্রকাশিত হয় কনা ও অয়ন চাকলাদারের গাওয়া ডুয়েট গান ‘জনম জনম’। আহমেদ রিজভীর লেখা গানটি সুরও করেছেন অয়ন। ভিডিও বানিয়েছেন সৈকত রেজা। জনপ্রিয় হয়েছিল গানটি। সেই সুবাদে আবারও কনার সঙ্গে ডুয়েট গাইলেন অয়ন। শিরোনাম ‘মন বলেছে চুপি চুপি’। লিখেছেন ডি এম আবু বকর। সুর ও সংগীত আয়োজন করেছেন মাসুদ আহমেদ। এরই মধ্যে গানটির ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে।
জানা গেছে, মন বলেছে চুপি চুপি গানটি ইংরেজি নববর্ষ উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। তার আগেই তৈরি হবে গানের ভিডিও। বড় বাজেটেই কাজটি করতে চান অয়ন। ভিডিও কে বানাবেন বা মডেল কে থাকবেন এসব নিয়ে চলছে আলোচনা। পরিকল্পনা চূড়ান্ত হলেই ভিডিওর শুটিং করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে অয়ন বলেন, ‘কনা আপুর সঙ্গে আগের গানটি শ্রোতারা পছন্দ করেছে। তাই পরিকল্পনা হচ্ছে নতুন বছরে আমাদের নতুন গান উপহার দেওয়ার। ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে। আশা করছি, সুন্দর একটি ভিডিওর মাধ্যমে গানটি ভক্তদের কাছে পৌঁছে দিত পারব। সবার ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানটি দিয়ে প্লেব্যাকে তুমুল জনপ্রিয়তা পান অয়ন। এরপর সিনেমায় নিয়মিত গাইতে শুরু করেন। সম্প্রতি গেয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ময়নার চর’ সিনেমায়। সাবরিনা নওশীন তুষির সঙ্গে গাওয়া ডুয়েট গানটি লিখেছেন এবং সুর ও সংগীত আয়োজন করেছেন সাহাবুদ্দিন মজুমদার। কদিন আগে প্রকাশিত হলো অয়নের গাওয়া ‘বেবি তুমি আসো না’ গানের ভিডিও। ‘ভাইয়া গার্লস লাভার’ নাটকের এই মজার গানটি এরই মধ্যে অয়নভক্তদের নজর কেড়েছে।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩৮ মিনিট আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৪১ মিনিট আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে