Ajker Patrika

ফের ভাইরাল রানু মণ্ডল

ফের ভাইরাল রানু মণ্ডল

ফের ভাইরাল হলেন রানু মণ্ডল। এবার তিনি গাইলেন ‘বাচপান কা পেয়ার’। লতা মঙ্গেশকরের ‘তেরি মেরি কাহানি হ্যায়’ গানটি গেয়ে বছরখানেক আগে ভাগ্য ফিরেছিল। যদিও হিমেশ রেশামিয়ার সঙ্গে তাঁর গাওয়া গান ‘তেরি মেরি’ সমালোচিত হয়। কিছুদিন প্রচারের আলোয় থাকার পর শেষপর্যন্ত ভিক্ষা করার অবস্থাতেই  ফিরতে হয় রানুকে। খারাপ ব্যবহারের জন্য সমালোচনাও কম হয়নি তাঁকে নিয়ে। মাঝে লকডাউনে বেশ কয়েকবার রানু মণ্ডলের খারাপ অবস্থার কথা ও ছবি সামনে এসেছিল। তবে এবার ফের গান গাইলেন রানু। ‘বাচপান কা পেয়ার’ দিয়ে আসলেন বলিউডের গণমাধ্যমেও।

কিশোর সাহাদেব খ্যাত ভাইরাল গান ‘বাচপান কা পেয়ার’। যা সে গেয়েছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চেও। এমনকি, সেটা রিমেক করতে চেয়েছিলেন বাদশা। এবার সেটাই গাইলেন। যা আপাতত ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও এক্ষেত্রে রানুর প্রশংসার থেকে নিন্দাই হল বেশি। সকলেরই দাবি, এত ভালো গানটি একেবারে নষ্ট করে ছেড়েছেন তিনি।

‘প্লিজ প্লিজ আর না’, ‘বলছি এই ইউটিউবারগুলোর আর কোনও কাজ নেই’, ‘এই ভদ্রমহিলা খুবই বাজে গান গায়’, ‘আবারও নাটক করছে’-র মতো কমেন্ট পড়েছে। যদিও কেউ কেউ রানুকে আর্থিক সাহায্য করার আবেদনও করেছেন। তবে গানের প্রশংসা হয়নি!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত