বিনোদন প্রতিবেদক
ঈদ উপলক্ষে প্রকাশিত হলো টি আর মিউজিক স্টেশনের ব্যানারে নতুন গান ‘সিলেটি পুরি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘নয়া দামান’ খ্যাত সিলেটের কণ্ঠশিল্পী তশিবা। এই গান লিখেছেন নির্মল দাস।
সুর করেছেন পাগল হাসান এবং সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ।
গানটি প্রকাশিত হয়েছে ভিডিও আকারে। এতে অভিনয় করেছেন প্রণামী নাফি, সোনিয়া আক্তার, বৃষ্টি ফারহানা, আনফি সিনহা ও আশিক তালুকদার। ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।
গানটি নিয়ে কণ্ঠশিল্পী তশিবা বলেন, ‘একজন সিলেটি মেয়ে হয়ে "সিলেটি ফুরি" শিরোনামের গানটি গাইতে পেরে সত্যি খুব ভালো লাগছে। চমৎকার মিষ্টি কথায়, সুর এবং অসাধারণ মিউজিকে ধামাকা একটি গান হয়েছে।’
‘সিলেটি ফুরি’ গানটির গীতিকার নির্মল দাস বলেন, ‘সিলেটের সন্তান হিসেবে সিলেটের আঞ্চলিক ভাষায় গানটি লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
গানের সংগীত পরিচালক আকাশ মাহমুদ বলেন, ‘অনেক সুন্দর গানের কথা ও সুর দিয়ে “সিলেটি ফুরি” তৈরি করেছি। আমি চেষ্টা করেছি শ্রুতিমধুর সংগীতায়োজন করার।’
ভিডিও নির্মাতা আশিক মাহমুদ বলেন, ‘সিলেটের আঞ্চলিক গান বরাবরই সুন্দর। তবে এই গানে একটু অন্যরকম কিছু আছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ সিলেটের আঞ্চলিক ঐতিহ্য মাথায় রেখে কাজটি করা। দর্শক মুগ্ধ হলেই পরিশ্রম স্বার্থক।’
২৬ মার্চ সন্ধ্যায় ‘সিলেটি ফুরি’ গানটি টি আর মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে।
ঈদ উপলক্ষে প্রকাশিত হলো টি আর মিউজিক স্টেশনের ব্যানারে নতুন গান ‘সিলেটি পুরি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘নয়া দামান’ খ্যাত সিলেটের কণ্ঠশিল্পী তশিবা। এই গান লিখেছেন নির্মল দাস।
সুর করেছেন পাগল হাসান এবং সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ।
গানটি প্রকাশিত হয়েছে ভিডিও আকারে। এতে অভিনয় করেছেন প্রণামী নাফি, সোনিয়া আক্তার, বৃষ্টি ফারহানা, আনফি সিনহা ও আশিক তালুকদার। ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।
গানটি নিয়ে কণ্ঠশিল্পী তশিবা বলেন, ‘একজন সিলেটি মেয়ে হয়ে "সিলেটি ফুরি" শিরোনামের গানটি গাইতে পেরে সত্যি খুব ভালো লাগছে। চমৎকার মিষ্টি কথায়, সুর এবং অসাধারণ মিউজিকে ধামাকা একটি গান হয়েছে।’
‘সিলেটি ফুরি’ গানটির গীতিকার নির্মল দাস বলেন, ‘সিলেটের সন্তান হিসেবে সিলেটের আঞ্চলিক ভাষায় গানটি লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
গানের সংগীত পরিচালক আকাশ মাহমুদ বলেন, ‘অনেক সুন্দর গানের কথা ও সুর দিয়ে “সিলেটি ফুরি” তৈরি করেছি। আমি চেষ্টা করেছি শ্রুতিমধুর সংগীতায়োজন করার।’
ভিডিও নির্মাতা আশিক মাহমুদ বলেন, ‘সিলেটের আঞ্চলিক গান বরাবরই সুন্দর। তবে এই গানে একটু অন্যরকম কিছু আছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ সিলেটের আঞ্চলিক ঐতিহ্য মাথায় রেখে কাজটি করা। দর্শক মুগ্ধ হলেই পরিশ্রম স্বার্থক।’
২৬ মার্চ সন্ধ্যায় ‘সিলেটি ফুরি’ গানটি টি আর মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে।
আজ জেনেসিস থিয়েটারের ৩৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের। আয়োজনে থাকছে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ, প্রতিবাদের ছড়া ও কবিতাপাঠ, আলোচনা পর্ব, সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনী।
৩ ঘণ্টা আগেসু ফ্রম সোর নির্মাতা জেপি থুমিনাডকে ডেকে তাঁর সঙ্গে দেখা করেছেন অজয়। নির্মাতা তাঁকে নতুন সিনেমার গল্প শুনিয়েছেন। গল্প বেশ মনে ধরেছে অজয়ের। সব ঠিক থাকলে এই কন্নড় নির্মাতার নতুন হরর কমেডিতে দেখা যাবে অজয় দেবগনকে।
৪ ঘণ্টা আগেকানাডায় টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে ২৪ আগস্ট থেকে। পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘আগন্তুক’। সিনেমাটির ইংরেজি নাম ‘দ্য স্ট্রেঞ্জার’, পরিচালনা করেছেন বিপ্লব সরকার।
৫ ঘণ্টা আগেস্বাধীনতার পরপরই জন্মস্থান চট্টগ্রামে শুরু হয় নকীব খানের সংগীতের যাত্রা। বালার্ক ব্যান্ডের গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ। ১৯৭৪ সালে যোগ দেন সোলসে। এ ব্যান্ডে প্রায় ১০ বছর ছিলেন নকীব খান। বাবা মারা যাওয়ার পর চট্টগ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়।
১১ ঘণ্টা আগে