Ajker Patrika

নতুন গান নিয়ে আসছেন রোকসানা রূপসা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
রোকসানা রূপসা। ছবি: সংগৃহীত
রোকসানা রূপসা। ছবি: সংগৃহীত

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় নতুনভাবে ব্যবহার করা হয়েছিল ‘নান্টু ঘটক’ গানটি। শিরোনাম দেওয়া হয়েছিল ‘নান্টু ঘটক ২.০’। সংগীতশিল্পী মমতাজের গাওয়া গানটিতে নতুন করে কণ্ঠ দেন রোকসানা রূপসা। আগের গানের মতো নতুন গানটিও দারুণ জনপ্রিয়তা পায়। গানটি প্রকাশের পর আলোচনায় আসেন রূপসা। প্রশংসিত হয় তাঁর গায়কি।

রূপসা এবার নতুন গান নিয়ে আসছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন নতুন একটি ফোক গানের কাজ। ‘বর্ষা গেলো আইলোরে শীত, তবুও কইন্যা খুঁজলি না, নয়নেতে গলে কাজল, চোখের ভাষা বুঝলি না’—এমন কথায় গানটি লিখেছেন জহিরুল ইসলাম বাদল। সুর করার পাশাপাশি গানটিতে রূপসার সঙ্গে গেয়েছেন পলাশ লোহা। কিছুদিনের মধ্যে উর্বশী গানের সিঁড়ি নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। এ ছাড়া আরও বেশ কিছু নতুন গানের কাজ শুরু করেছেন বলে জানালেন রূপসা।

রূপসা বলেন, ‘নতুন এই ফোক গানের কথা খুব সুন্দর। সুরটাও হয়েছে মনে লাগার মতো। আমি খুব আশাবাদী গানটি নিয়ে। আশা করি, সবার ভালো লাগবে।’

রোকসানা রূপসার প্রকাশিত প্রথম গান ‘বন্ধু আমার মায়া বাড়াইছে’। ২০১৭ সালে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পায় গানটি। প্রথম গানেই শ্রোতাদের মন জয় করেন। এরপর নিয়মিত গান প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত বিভাগে সিনিয়র কণ্ঠশিল্পী হিসেবে কর্মরত রূপসা।

নিজের স্বপ্ন নিয়ে রূপসা বলেন, ‘ছোটবেলায় মামার কাছে গানে হাতেখড়ি। এর পর থেকে গানের প্রতি ভালো লাগা বাড়তে থাকে। আমার স্বপ্ন, সিনেমায় নিয়মিত গান গাওয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত