বিনোদন ডেস্ক
তিন বছর হয়ে গেছে বিটিএসের কার্যক্রম বন্ধ। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এ ব্যান্ডের সাত সদস্যের সবাই ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। এরই মধ্যে আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি ও জাংকুক প্রশিক্ষণ শেষ করে চলে এসেছেন। ২১ জুন সুগার প্রশিক্ষণও শেষ হবে। প্রায় তিন বছর পর একত্র হবেন বিটিএসের সাত সদস্য। ভক্তরা অপেক্ষায় আছেন, কবে আবার তাঁদের একসঙ্গে মঞ্চে দেখা যাবে! কবে নতুন গান নিয়ে ফিরবে বিটিএস!
২০২২ সালের ১৫ অক্টোবর ‘ইয়েট টু কাম’ কনসার্টে সর্বশেষ দেখা গিয়েছিল বিটিএসের পারফরম্যান্স। সেখানে বিটিএস সদস্যরা ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামরিক প্রশিক্ষণ থেকে ফিরে এসে আরও চমৎকার সব গান উপহার দেবেন তাঁরা। সেই সময় এসে গেছে। ব্যান্ডটি যে সংস্থার মাধ্যমে পরিচালিত হয়, সেই হাইব করপোরেশন সম্প্রতি দ্য কোরিয়া হেরাল্ডকে জানিয়েছে, ২০২৬ সালের মার্চে ফেরার পরিকল্পনা করছে বিটিএস। ওই সময় নতুন গান ও কনসার্ট দিয়ে আবার ভক্তদের মুখোমুখি হবে ব্যান্ডটি।
একই সময়ে ফেরার পরিকল্পনা ছিল আরেকটি কোরিয়ান ব্যান্ড টুমরো এক্স টুমরোর। তবে সিনিয়র ব্যান্ডকে জায়গা দিতে এ ব্যান্ডের প্রত্যাবর্তনের তারিখ বদলানো হচ্ছে বলে জানিয়েছে দ্য কোরিয়া হেরাল্ড। এই সংবাদমাধ্যমকে একটি সূত্র বলে, ‘যদিও বিটিএসের প্রত্যাবর্তনের সঠিক তারিখ এখনো ঠিক হয়নি। তবে এটি ২০২৬ সালের মার্চের মাঝামাঝি হবে। একই সময়ে টুমরো এক্স টুমরোরও ফেরার কথা। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে বিটিএস আসবে, পরে টিএক্সটি। অথবা অন্যভাবেও হতে পারে।’
বিটিএসকে নতুনভাবে সামনে আনতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন হাইবের সিইও লি জে স্যাং। তিনি বলেন, ‘আমরা শীর্ষস্থানীয় প্রযোজকদের সঙ্গে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। তবে সামরিক বাহিনী থেকে ফিরে আসার পর সৃজনশীল কাজে মনোযোগ দিতে শিল্পীদেরও অনেকটা সময় প্রয়োজন।’
তিন বছর হয়ে গেছে বিটিএসের কার্যক্রম বন্ধ। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এ ব্যান্ডের সাত সদস্যের সবাই ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। এরই মধ্যে আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি ও জাংকুক প্রশিক্ষণ শেষ করে চলে এসেছেন। ২১ জুন সুগার প্রশিক্ষণও শেষ হবে। প্রায় তিন বছর পর একত্র হবেন বিটিএসের সাত সদস্য। ভক্তরা অপেক্ষায় আছেন, কবে আবার তাঁদের একসঙ্গে মঞ্চে দেখা যাবে! কবে নতুন গান নিয়ে ফিরবে বিটিএস!
২০২২ সালের ১৫ অক্টোবর ‘ইয়েট টু কাম’ কনসার্টে সর্বশেষ দেখা গিয়েছিল বিটিএসের পারফরম্যান্স। সেখানে বিটিএস সদস্যরা ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামরিক প্রশিক্ষণ থেকে ফিরে এসে আরও চমৎকার সব গান উপহার দেবেন তাঁরা। সেই সময় এসে গেছে। ব্যান্ডটি যে সংস্থার মাধ্যমে পরিচালিত হয়, সেই হাইব করপোরেশন সম্প্রতি দ্য কোরিয়া হেরাল্ডকে জানিয়েছে, ২০২৬ সালের মার্চে ফেরার পরিকল্পনা করছে বিটিএস। ওই সময় নতুন গান ও কনসার্ট দিয়ে আবার ভক্তদের মুখোমুখি হবে ব্যান্ডটি।
একই সময়ে ফেরার পরিকল্পনা ছিল আরেকটি কোরিয়ান ব্যান্ড টুমরো এক্স টুমরোর। তবে সিনিয়র ব্যান্ডকে জায়গা দিতে এ ব্যান্ডের প্রত্যাবর্তনের তারিখ বদলানো হচ্ছে বলে জানিয়েছে দ্য কোরিয়া হেরাল্ড। এই সংবাদমাধ্যমকে একটি সূত্র বলে, ‘যদিও বিটিএসের প্রত্যাবর্তনের সঠিক তারিখ এখনো ঠিক হয়নি। তবে এটি ২০২৬ সালের মার্চের মাঝামাঝি হবে। একই সময়ে টুমরো এক্স টুমরোরও ফেরার কথা। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে বিটিএস আসবে, পরে টিএক্সটি। অথবা অন্যভাবেও হতে পারে।’
বিটিএসকে নতুনভাবে সামনে আনতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন হাইবের সিইও লি জে স্যাং। তিনি বলেন, ‘আমরা শীর্ষস্থানীয় প্রযোজকদের সঙ্গে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। তবে সামরিক বাহিনী থেকে ফিরে আসার পর সৃজনশীল কাজে মনোযোগ দিতে শিল্পীদেরও অনেকটা সময় প্রয়োজন।’
গত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
২ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১২ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ‘এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ জোড়া পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন ইন্তেখাব দিনার। পাশাপাশি সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন বিজন ইমতিয়াজ।
১৩ ঘণ্টা আগে