বিনোদন ডেস্ক
তিন বছর হয়ে গেছে বিটিএসের কার্যক্রম বন্ধ। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এ ব্যান্ডের সাত সদস্যের সবাই ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। এরই মধ্যে আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি ও জাংকুক প্রশিক্ষণ শেষ করে চলে এসেছেন। ২১ জুন সুগার প্রশিক্ষণও শেষ হবে। প্রায় তিন বছর পর একত্র হবেন বিটিএসের সাত সদস্য। ভক্তরা অপেক্ষায় আছেন, কবে আবার তাঁদের একসঙ্গে মঞ্চে দেখা যাবে! কবে নতুন গান নিয়ে ফিরবে বিটিএস!
২০২২ সালের ১৫ অক্টোবর ‘ইয়েট টু কাম’ কনসার্টে সর্বশেষ দেখা গিয়েছিল বিটিএসের পারফরম্যান্স। সেখানে বিটিএস সদস্যরা ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামরিক প্রশিক্ষণ থেকে ফিরে এসে আরও চমৎকার সব গান উপহার দেবেন তাঁরা। সেই সময় এসে গেছে। ব্যান্ডটি যে সংস্থার মাধ্যমে পরিচালিত হয়, সেই হাইব করপোরেশন সম্প্রতি দ্য কোরিয়া হেরাল্ডকে জানিয়েছে, ২০২৬ সালের মার্চে ফেরার পরিকল্পনা করছে বিটিএস। ওই সময় নতুন গান ও কনসার্ট দিয়ে আবার ভক্তদের মুখোমুখি হবে ব্যান্ডটি।
একই সময়ে ফেরার পরিকল্পনা ছিল আরেকটি কোরিয়ান ব্যান্ড টুমরো এক্স টুমরোর। তবে সিনিয়র ব্যান্ডকে জায়গা দিতে এ ব্যান্ডের প্রত্যাবর্তনের তারিখ বদলানো হচ্ছে বলে জানিয়েছে দ্য কোরিয়া হেরাল্ড। এই সংবাদমাধ্যমকে একটি সূত্র বলে, ‘যদিও বিটিএসের প্রত্যাবর্তনের সঠিক তারিখ এখনো ঠিক হয়নি। তবে এটি ২০২৬ সালের মার্চের মাঝামাঝি হবে। একই সময়ে টুমরো এক্স টুমরোরও ফেরার কথা। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে বিটিএস আসবে, পরে টিএক্সটি। অথবা অন্যভাবেও হতে পারে।’
বিটিএসকে নতুনভাবে সামনে আনতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন হাইবের সিইও লি জে স্যাং। তিনি বলেন, ‘আমরা শীর্ষস্থানীয় প্রযোজকদের সঙ্গে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। তবে সামরিক বাহিনী থেকে ফিরে আসার পর সৃজনশীল কাজে মনোযোগ দিতে শিল্পীদেরও অনেকটা সময় প্রয়োজন।’
তিন বছর হয়ে গেছে বিটিএসের কার্যক্রম বন্ধ। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এ ব্যান্ডের সাত সদস্যের সবাই ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। এরই মধ্যে আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি ও জাংকুক প্রশিক্ষণ শেষ করে চলে এসেছেন। ২১ জুন সুগার প্রশিক্ষণও শেষ হবে। প্রায় তিন বছর পর একত্র হবেন বিটিএসের সাত সদস্য। ভক্তরা অপেক্ষায় আছেন, কবে আবার তাঁদের একসঙ্গে মঞ্চে দেখা যাবে! কবে নতুন গান নিয়ে ফিরবে বিটিএস!
২০২২ সালের ১৫ অক্টোবর ‘ইয়েট টু কাম’ কনসার্টে সর্বশেষ দেখা গিয়েছিল বিটিএসের পারফরম্যান্স। সেখানে বিটিএস সদস্যরা ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামরিক প্রশিক্ষণ থেকে ফিরে এসে আরও চমৎকার সব গান উপহার দেবেন তাঁরা। সেই সময় এসে গেছে। ব্যান্ডটি যে সংস্থার মাধ্যমে পরিচালিত হয়, সেই হাইব করপোরেশন সম্প্রতি দ্য কোরিয়া হেরাল্ডকে জানিয়েছে, ২০২৬ সালের মার্চে ফেরার পরিকল্পনা করছে বিটিএস। ওই সময় নতুন গান ও কনসার্ট দিয়ে আবার ভক্তদের মুখোমুখি হবে ব্যান্ডটি।
একই সময়ে ফেরার পরিকল্পনা ছিল আরেকটি কোরিয়ান ব্যান্ড টুমরো এক্স টুমরোর। তবে সিনিয়র ব্যান্ডকে জায়গা দিতে এ ব্যান্ডের প্রত্যাবর্তনের তারিখ বদলানো হচ্ছে বলে জানিয়েছে দ্য কোরিয়া হেরাল্ড। এই সংবাদমাধ্যমকে একটি সূত্র বলে, ‘যদিও বিটিএসের প্রত্যাবর্তনের সঠিক তারিখ এখনো ঠিক হয়নি। তবে এটি ২০২৬ সালের মার্চের মাঝামাঝি হবে। একই সময়ে টুমরো এক্স টুমরোরও ফেরার কথা। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে বিটিএস আসবে, পরে টিএক্সটি। অথবা অন্যভাবেও হতে পারে।’
বিটিএসকে নতুনভাবে সামনে আনতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন হাইবের সিইও লি জে স্যাং। তিনি বলেন, ‘আমরা শীর্ষস্থানীয় প্রযোজকদের সঙ্গে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। তবে সামরিক বাহিনী থেকে ফিরে আসার পর সৃজনশীল কাজে মনোযোগ দিতে শিল্পীদেরও অনেকটা সময় প্রয়োজন।’
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৩ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে