Ajker Patrika

ইরানি প্রেমিক স্যামের সঙ্গে ব্রিটনি স্পিয়ার্সের বাগদান

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০: ৩৮
ইরানি প্রেমিক স্যামের সঙ্গে ব্রিটনি স্পিয়ার্সের বাগদান

বাগদানের ঘোষণা দিয়েছেন পপ কুইন ব্রিটনি স্পিয়ার্স। দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগরির সঙ্গে আংটি বদল করেছেন এই মার্কিন সংগীত শিল্পী। সোমবার বাগদানের আংটি দেখিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ব্রিটনি। লেখেন, ‘আমি নিজেই বিশ্বাস করতে পারছি না।’

২০১৬ সালে একটি মিউজিক ভিডিও শুটিংয়ের সময় দেখা হয়েছিল ব্রিটনি ও আসগরির। বয়সে ব্রিটনির চেয়ে ১২ বছরের ছোট স্যাম। জন্মসূত্রে ইরানি স্যাম পেশায় ফিটনেস ট্রেনার, অভিনয়ও করেন।

দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগরির সঙ্গে আংটি বদল করেছেন ব্রিটনি স্পিয়ার্সগত ১৩ বছর ধরে তিনি কনজারভেটরশিপের আওতায়। মার্কিন আইন অনুযায়ী, কোনো ব্যক্তির মানসিক, শারীরিক এবং বয়সজনিত সমস্যা থাকলে তাঁকে কনজারভেটরশিপের আওতায় আনা যায়। এক্ষেত্রে ওই ব্যক্তির অর্থ, সম্পত্তি এবং অন্যান্য বিষয়গুলি নিয়ন্ত্রণ করার জন্য একজন তত্ত্বাবধায়ক থাকবেন।

২০০৮ সালে আমেরিকার আদালত ব্রিটনির বাবা জেমি স্পিয়ার্সকে এই দায়িত্ব দেয়। ওই সময়ে মানসিকভাবে একেবারেই দুর্বল অবস্থায় ছিলেন ব্রিটনি। ঠিক তার আগেই গায়িকার দ্বিতীয় বিয়েও ভেঙে যায়। তাঁর দুই ছেলের দায়িত্ব পান স্বামী কেভিন ফেডারলাইন। তারপরই বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই পপগায়িকার বিভিন্ন মানসিক সমস্যা দেখা দিতে শুরু করে। তাঁর বাবা জেমসই এতদিন ব্রিটনির সব দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু নানা বিষয়ে ব্রিটনির সঙ্গে বাবার বনিবনা হচ্ছিল না।

দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগরির সঙ্গে আংটি বদল করেছেন ব্রিটনি স্পিয়ার্সবাবার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন ব্রিটনি স্পিয়ার্স। বাবার অভিভাবকত্ব থেকে মুক্তি চেয়ে আদালতে আবেদন করেছিলেন তিনি। বলেছিলেন, বাবার জন্যই তিনি বিয়ে করতে পারছেন না, মা হতে পারছেন না। গত সপ্তাহেই ব্রিটনির বাবা জেমি স্পিয়ার্স কনজারভেটরশিপ বাতিল করার জন্য আদালতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি হবে।

ফলে কোনো বাধা আর থাকল না। তাই সবার আগে সবচেয়ে জরুরী কাজটা সেরে ফেললেন ব্রিটনি। সেরে ফেললেন বাগদানের আনুষ্ঠানিকতা।

এর আগে দুবার বিয়ে করেছিলেন ব্রিটনি স্পিয়ার্স। ২০০৪ সালে ছোটবেলার বন্ধু জেমস আলেকজান্ডারকে লাস ভেগাসে বিয়ে করেছিলেন। মাত্র ৫৫ ঘন্টা স্থায়ী হয়েছিল ব্রিটনির প্রথম বিয়ে। দ্বিতীয় বিয়ে নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনের সঙ্গে। কেভিন ও ব্রিটনির দুই সন্তান। ২০০৭ সালে এই বিয়ে ভাঙার পর এতদিন একাই জীবন কাটিয়েছেন গায়িকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত