আবারও কি ঢাকায় ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম? আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিষয়টির ইঙ্গিত মেলে আতিফের ফেসবুক পোস্টে। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঢাকায় কনসার্টের ইঙ্গিত দেন এই গায়ক নিজেই।
পোস্টটিতে আতিফ বিস্তারিত কোনো তথ্য না জানালেও, জানা গেছে আগামী ১৯ এপ্রিল ঢাকায় গাইতে আসছেন তিনি। ঢাকার বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে লেটস ভাইব আয়োজিত দুই দিন ব্যাপী ‘আর্টস অ্যান্ড মিউজিক’ শিরোনামের ফেস্টে গাইবেন তিনি।
তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি আয়োজকেরা। বিষয়টি অস্বীকার না করে তারা জানিয়েছেন, ‘সকল আপডেট পেজে জানিয়ে দেওয়া হবে।’
উল্লেখ্য, ২০০৪ সালে আতিফের প্রথম অ্যালবাম ‘জাল পরি’ প্রকাশিত হয়। ‘আদাত’ গানটির ব্যাপক জনপ্রিয়তার পর আতিফের এই অ্যালবামটি বাজারে আসে এবং অ্যালবামটি জনপ্রিয়তা পায়। এই অ্যালবামের ‘ভিগি ইয়াদিন’, ‘এহ্সাস’, ‘মাহি ভে’, ‘আখন সে’ এবং ‘জাল পরি’ গানগুলি জনপ্রিয়তা অর্জন করে।
পপ গায়কি এবং শৈল্পিক দক্ষতার কারণে অ্যালবাম প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই আতিফ তারকাখ্যাতি অর্জন করেন। পাকিস্তানজুড়ে এই অ্যালবামটি জনপ্রিয়তা লাভ করে।
এই জনপ্রিয়তা পাকিস্তান ছাড়িয়ে উপমহাদেশে ছড়িয়ে পড়ে। ডাক পান বলিউড থেকে। তার পরের অংশটুকু তো ইতিহাস।
এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় পারফর্ম করেছেন তিনি।
আবারও কি ঢাকায় ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম? আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিষয়টির ইঙ্গিত মেলে আতিফের ফেসবুক পোস্টে। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঢাকায় কনসার্টের ইঙ্গিত দেন এই গায়ক নিজেই।
পোস্টটিতে আতিফ বিস্তারিত কোনো তথ্য না জানালেও, জানা গেছে আগামী ১৯ এপ্রিল ঢাকায় গাইতে আসছেন তিনি। ঢাকার বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে লেটস ভাইব আয়োজিত দুই দিন ব্যাপী ‘আর্টস অ্যান্ড মিউজিক’ শিরোনামের ফেস্টে গাইবেন তিনি।
তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি আয়োজকেরা। বিষয়টি অস্বীকার না করে তারা জানিয়েছেন, ‘সকল আপডেট পেজে জানিয়ে দেওয়া হবে।’
উল্লেখ্য, ২০০৪ সালে আতিফের প্রথম অ্যালবাম ‘জাল পরি’ প্রকাশিত হয়। ‘আদাত’ গানটির ব্যাপক জনপ্রিয়তার পর আতিফের এই অ্যালবামটি বাজারে আসে এবং অ্যালবামটি জনপ্রিয়তা পায়। এই অ্যালবামের ‘ভিগি ইয়াদিন’, ‘এহ্সাস’, ‘মাহি ভে’, ‘আখন সে’ এবং ‘জাল পরি’ গানগুলি জনপ্রিয়তা অর্জন করে।
পপ গায়কি এবং শৈল্পিক দক্ষতার কারণে অ্যালবাম প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই আতিফ তারকাখ্যাতি অর্জন করেন। পাকিস্তানজুড়ে এই অ্যালবামটি জনপ্রিয়তা লাভ করে।
এই জনপ্রিয়তা পাকিস্তান ছাড়িয়ে উপমহাদেশে ছড়িয়ে পড়ে। ডাক পান বলিউড থেকে। তার পরের অংশটুকু তো ইতিহাস।
এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় পারফর্ম করেছেন তিনি।
টালিউডে নিয়মিত কাজ করতে চান আরিফিন শুভ। আর তাই সেখানে থাকার ঠিকানা খুঁজছেন তিনি। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ জানান, টালিউডের নির্মাতারা তাঁকে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তাই সেখানে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগটা নিতে চান তিনি।
৪ ঘণ্টা আগেট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
১২ ঘণ্টা আগেকণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন...
১৪ ঘণ্টা আগেহলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে