জিসো, জেনি, রোজ আর লিসা। ওরা চার কন্যা মিলে একটি দল। দলের নাম ‘ব্ল্যাকপিঙ্ক’। ওরা গান গায়, নাচে, স্টেজ কাঁপিয়ে পারফর্ম করে। কোরিয়ান গানের জনপ্রিয় ঘরানা কে-পপ গায় তাঁরা। ২০১৬ সালের আগস্ট থেকে যাত্রা শুরু করা ‘ব্ল্যাকপিঙ্ক’-এর পাঁচ বছর পূর্তি হলো এবার। এ উপলক্ষে মুক্তি পেয়েছে ‘ব্ল্যাকপিঙ্ক: দ্য মুভি’। ৪ আগস্ট প্রিমিয়ার হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে ছবিটি।
এই চার পপ-তারকাকে নিয়ে এর আগে ‘ব্ল্যাকপিঙ্ক: লাইট আপ দ্য স্কাই’ নামে ডকুমেন্টারি বানিয়েছে নেটফ্লিক্স। লেডি গাগা, বিয়ন্সে ও টেইলর সুইফটের পর চতুর্থ ডকুমেন্টারিতে নেটফ্লিক্স বেছে নিয়েছে কোরিয়ান পপ গানের দল ‘ব্ল্যাকপিঙ্ক’কে।
মাত্র পাঁচ বছর আগে যাত্রা শুরু করা চার তরুণীর এ দলটি বিশ্বজুড়ে এখন তুমুল জনপ্রিয়। ইউটিউবে ব্ল্যাকপিঙ্কের ৬৩ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার। এদের হাত ধরেই কোরিয়ান গান প্রথম বিলিয়ন ভিউর দেখা পায় এ প্ল্যাটফর্মে।
এক যুগ আগে দক্ষিণ কোরিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্ট মেয়েদের একটি ব্যান্ড করার উদ্যোগ নেয়। তাদের উদ্দেশ্য ছিল, এমন চারজনকে খুঁজে বের করা যাঁদের নিয়ে তৈরি হবে কে-পপ ব্যান্ড। কে-পপ অর্থাৎ কোরিয়ান পপ খুবই জনপ্রিয় সেখানকার তরুণ-তরুণীদের কাছে।
অনেক যাচাই-বাছাই আর হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা টপকে চারটি মেয়েকে বাছাই করা হয়–জিসো, জেনি, রোজ আর লিসা। ২০১০ সালে জেনি প্রথম আসে ব্ল্যাকপিঙ্ক-এ। এরপর পর্যায়ক্রমে যোগ দেয় বাকি তিনজন। কয়েক বছর ধরে চলে গ্রুমিং আর ট্রেনিং। ২০১৬ সালে প্রকাশ পায় চার তরুণীর গানের দল ব্ল্যাকপিঙ্ক-এর প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’। এই অ্যালবামের দুটি গান ওই বছরের বিলবোর্ড টপ চার্টের শীর্ষে উঠে আসে। এরপর শুধু দক্ষিণ কোরিয়ায় নয়, সারা পৃথিবীতে তাঁদের গান ছড়িয়ে পড়ে।
‘ব্ল্যাকপিঙ্ক’-এর জন্ম থেকে এখন পর্যন্ত নানা চড়াই-উতরাই আর সাফল্যের গল্প নিয়েই তৈরি হয়েছে সদ্য মুক্তি পাওয়া ‘ব্ল্যাকপিঙ্ক: দ্য মুভি’। ১১ আগস্ট মুক্তি পাওয়ার পর দুদিনেই ১০০ দেশের তিন হাজারেরও বেশি হলে ছবিটি দেখানো হয়েছে। দেখেছেন পাঁচ লাখেরও বেশি দর্শক।
জিসো, জেনি, রোজ আর লিসা। ওরা চার কন্যা মিলে একটি দল। দলের নাম ‘ব্ল্যাকপিঙ্ক’। ওরা গান গায়, নাচে, স্টেজ কাঁপিয়ে পারফর্ম করে। কোরিয়ান গানের জনপ্রিয় ঘরানা কে-পপ গায় তাঁরা। ২০১৬ সালের আগস্ট থেকে যাত্রা শুরু করা ‘ব্ল্যাকপিঙ্ক’-এর পাঁচ বছর পূর্তি হলো এবার। এ উপলক্ষে মুক্তি পেয়েছে ‘ব্ল্যাকপিঙ্ক: দ্য মুভি’। ৪ আগস্ট প্রিমিয়ার হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে ছবিটি।
এই চার পপ-তারকাকে নিয়ে এর আগে ‘ব্ল্যাকপিঙ্ক: লাইট আপ দ্য স্কাই’ নামে ডকুমেন্টারি বানিয়েছে নেটফ্লিক্স। লেডি গাগা, বিয়ন্সে ও টেইলর সুইফটের পর চতুর্থ ডকুমেন্টারিতে নেটফ্লিক্স বেছে নিয়েছে কোরিয়ান পপ গানের দল ‘ব্ল্যাকপিঙ্ক’কে।
মাত্র পাঁচ বছর আগে যাত্রা শুরু করা চার তরুণীর এ দলটি বিশ্বজুড়ে এখন তুমুল জনপ্রিয়। ইউটিউবে ব্ল্যাকপিঙ্কের ৬৩ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার। এদের হাত ধরেই কোরিয়ান গান প্রথম বিলিয়ন ভিউর দেখা পায় এ প্ল্যাটফর্মে।
এক যুগ আগে দক্ষিণ কোরিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্ট মেয়েদের একটি ব্যান্ড করার উদ্যোগ নেয়। তাদের উদ্দেশ্য ছিল, এমন চারজনকে খুঁজে বের করা যাঁদের নিয়ে তৈরি হবে কে-পপ ব্যান্ড। কে-পপ অর্থাৎ কোরিয়ান পপ খুবই জনপ্রিয় সেখানকার তরুণ-তরুণীদের কাছে।
অনেক যাচাই-বাছাই আর হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা টপকে চারটি মেয়েকে বাছাই করা হয়–জিসো, জেনি, রোজ আর লিসা। ২০১০ সালে জেনি প্রথম আসে ব্ল্যাকপিঙ্ক-এ। এরপর পর্যায়ক্রমে যোগ দেয় বাকি তিনজন। কয়েক বছর ধরে চলে গ্রুমিং আর ট্রেনিং। ২০১৬ সালে প্রকাশ পায় চার তরুণীর গানের দল ব্ল্যাকপিঙ্ক-এর প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’। এই অ্যালবামের দুটি গান ওই বছরের বিলবোর্ড টপ চার্টের শীর্ষে উঠে আসে। এরপর শুধু দক্ষিণ কোরিয়ায় নয়, সারা পৃথিবীতে তাঁদের গান ছড়িয়ে পড়ে।
‘ব্ল্যাকপিঙ্ক’-এর জন্ম থেকে এখন পর্যন্ত নানা চড়াই-উতরাই আর সাফল্যের গল্প নিয়েই তৈরি হয়েছে সদ্য মুক্তি পাওয়া ‘ব্ল্যাকপিঙ্ক: দ্য মুভি’। ১১ আগস্ট মুক্তি পাওয়ার পর দুদিনেই ১০০ দেশের তিন হাজারেরও বেশি হলে ছবিটি দেখানো হয়েছে। দেখেছেন পাঁচ লাখেরও বেশি দর্শক।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২৮ মিনিট আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৪ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৬ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৯ ঘণ্টা আগে