বিনোদন প্রতিবেদক, ঢাকা
কোরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতারে নতুন গান নিয়ে আসছেন ইয়াসমিন লাবণ্য। সেই সঙ্গে লাবণ্যর উপস্থাপনায় একটি অনুষ্ঠানও প্রচার হবে বেতারে। তাঁর গাওয়া ‘স্মৃতির বৃষ্টিতে’ শিরোনামের গানটি লিখেছেন সাহাবুদ্দিন মজুমদার। সুর করেছেন মো. ইসহাক।
ঈদের তৃতীয় দিন বেলা ২টা ২০ মিনিটে বেতারে প্রচারিত হবে লাবণ্যর উপস্থাপনায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে আড্ডা’। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শফি মণ্ডল ও নাছরিন আক্তার।
এদিকে আগামী ঈদে মাছরাঙা টেলিভিশনে লাবণ্যর উপস্থাপনায় ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে জীবনের গল্প বলবেন গুলতেকিন খান ও নুহাশ হুমায়ূন। আরেকটি পর্বে লাবণ্যর সঙ্গে থাকবেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা।
ইয়াসমিন লাবণ্য বলেন, ‘বেতারের নতুন গানটির কথা ও সুর আমার বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে, সেই সঙ্গে বেতারের গানের অনুষ্ঠান এবং মাছরাঙা টিভির রাঙা সকাল অনুষ্ঠানটিও দর্শক বেশ উপভোগ করবেন।’
আগামীকাল লাবণ্যর জন্মদিন। কিন্তু পরিচিতজনদের অনেকেই ঈদ করতে গ্রামে চলে যাওয়া একটু মন খারাপ লাবণ্যর। লাবণ্য বলেন, ‘এবারের জন্মদিন নিয়ে মনটা একটু খারাপ। কারণ, আমি যাদের সঙ্গে সব সময় চলাফেরা করি বা গল্প আড্ডায় সময় কাটাই, তাদের অনেকেই ঢাকায় নেই। ঈদের ছুটিতে গ্রামে চলে গেছে। তাদের ছাড়া জন্মদিনটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে। তারা ফিরে এলে সবাইকে নিয়ে আনন্দ করার ইচ্ছে আছে।’
আজ থেকে এক যুগেরও আগে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হয়েছেন ইয়াসমিন লাবণ্য। প্রতিবছরই বেতারের গানে কণ্ঠ দেন তিনি, পাশাপাশি উপস্থাপনাও করেন বিভিন্ন অনুষ্ঠানের। ২০১৩ সালে এটিএন বাংলার মাধ্যমে টিভি উপস্থপনায় নাম লেখান লাবণ্য। ২০১৬ সাল থেকে তিনি মাছরাঙা টিভিতে উপস্থাপনা করছেন নিয়মিত। সম্প্রতি তিনি বিটিভি ও গ্লোবাল টিভিতেও উপস্থাপনা করছেন। ২০২০ সালে শিল্পী হিসেবে বিটিভির তালিকাভুক্ত হন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবেও কাজ করেন ইয়াসমিন লাবণ্য।
কোরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতারে নতুন গান নিয়ে আসছেন ইয়াসমিন লাবণ্য। সেই সঙ্গে লাবণ্যর উপস্থাপনায় একটি অনুষ্ঠানও প্রচার হবে বেতারে। তাঁর গাওয়া ‘স্মৃতির বৃষ্টিতে’ শিরোনামের গানটি লিখেছেন সাহাবুদ্দিন মজুমদার। সুর করেছেন মো. ইসহাক।
ঈদের তৃতীয় দিন বেলা ২টা ২০ মিনিটে বেতারে প্রচারিত হবে লাবণ্যর উপস্থাপনায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে আড্ডা’। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শফি মণ্ডল ও নাছরিন আক্তার।
এদিকে আগামী ঈদে মাছরাঙা টেলিভিশনে লাবণ্যর উপস্থাপনায় ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে জীবনের গল্প বলবেন গুলতেকিন খান ও নুহাশ হুমায়ূন। আরেকটি পর্বে লাবণ্যর সঙ্গে থাকবেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা।
ইয়াসমিন লাবণ্য বলেন, ‘বেতারের নতুন গানটির কথা ও সুর আমার বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে, সেই সঙ্গে বেতারের গানের অনুষ্ঠান এবং মাছরাঙা টিভির রাঙা সকাল অনুষ্ঠানটিও দর্শক বেশ উপভোগ করবেন।’
আগামীকাল লাবণ্যর জন্মদিন। কিন্তু পরিচিতজনদের অনেকেই ঈদ করতে গ্রামে চলে যাওয়া একটু মন খারাপ লাবণ্যর। লাবণ্য বলেন, ‘এবারের জন্মদিন নিয়ে মনটা একটু খারাপ। কারণ, আমি যাদের সঙ্গে সব সময় চলাফেরা করি বা গল্প আড্ডায় সময় কাটাই, তাদের অনেকেই ঢাকায় নেই। ঈদের ছুটিতে গ্রামে চলে গেছে। তাদের ছাড়া জন্মদিনটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে। তারা ফিরে এলে সবাইকে নিয়ে আনন্দ করার ইচ্ছে আছে।’
আজ থেকে এক যুগেরও আগে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হয়েছেন ইয়াসমিন লাবণ্য। প্রতিবছরই বেতারের গানে কণ্ঠ দেন তিনি, পাশাপাশি উপস্থাপনাও করেন বিভিন্ন অনুষ্ঠানের। ২০১৩ সালে এটিএন বাংলার মাধ্যমে টিভি উপস্থপনায় নাম লেখান লাবণ্য। ২০১৬ সাল থেকে তিনি মাছরাঙা টিভিতে উপস্থাপনা করছেন নিয়মিত। সম্প্রতি তিনি বিটিভি ও গ্লোবাল টিভিতেও উপস্থাপনা করছেন। ২০২০ সালে শিল্পী হিসেবে বিটিভির তালিকাভুক্ত হন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবেও কাজ করেন ইয়াসমিন লাবণ্য।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৬ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে