যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার (৪ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো ৬৬ তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের আসরে টেইলর সুইফট, মাইলি সাইরাস, এসজেডএ, বয়জিনিয়াস ও বিলি আইলিশের জয়জয়কার। বিলি আইলিশ এবং তাঁর ভাই ফিনিয়াস ‘বার্বি’ সিনেমার গান হোয়াট ওয়াজ আই মেড ফর এর জন্য ‘সং অব দ্য ইয়ার’ খেতাব জিতেছেন। অন্যদিকে টেলর সুইফট ১৩ তম বারের জন্য এই পুরস্কার পেলেন। মিলি সাইরাস প্রথমবারের মতো এই খেতাব জয় করলেন।
বেস্ট পপ সলো পারফরম্যান্স, রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার সবই পেয়েছেন বিলি আইলিশ এবং তাঁর ভাই ফিনিয়াস। তাঁরা এই পুরস্কার পেয়েছেন ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানটির জন্য।
এবারের অ্যালবাম অব দ্য ইয়ার আর বেস্ট পপ ভোকাল অ্যালবামের পুরস্কার জিতেছেন টেলর সুইফট। তিনি তাঁর ‘মিডনাইট’ অ্যালবামের জন্য এই দুটি গ্র্যামি পুরস্কার জিতেন। সেরা সলো পারফরমেন্সের জন্য পুরস্কার পেয়েছেন মিলি সাইরাস। সেরা পপ ডুয়ো বা গ্রুপ পারফরমেন্সের জন্য খেতাব জিতল ‘ঘোস্ট ইন দ্য মেশিন’ গানটি, অর্থাৎ এসজেডএ।
থেরন থমাস এবার ‘নন ক্ল্যাসিক্যাল সংরাইটার অন দ্য অ্যাওয়ার্ড’ পেয়েছেন আর ‘নন ক্ল্যাসিক্যাল প্রোডিউসার অব দ্য অ্যাওয়ার্ড’ পেয়েছেন জ্যাক অ্যাটনফ। সেরা ইলেকট্রিক্যাল রেকর্ডিংয়ের জন্য পুরস্কার পেয়েছে রাম্বল। সেরা আর অ্যান্ড বি অ্যালবাম পেয়েছে ‘জাগুয়ার ২’। সেরা প্রগ্রেসিভ আর অ্যান্ড বি অ্যালবাম পেয়েছে ‘এসওএস’। সেরা ট্র্যাডিশনাল আর অ্যান্ড বি পারফরমেন্সের জন্য পুরস্কার পেয়েছে ‘গুড মর্নিং’। সেরা অলটারনেটিভ মিউজিক অ্যালবামের খেতাব জিতেছে ‘দ্য রেকর্ড’।
অন্যান্য বিভাগে আরও পুরস্কার পেয়েছে সেরা অলটারনেটিভ মিউজিক পারফরমেন্স ‘দিস ইজ হোয়াই’, সেরা রক অ্যালবাম ‘দিস ইজ হোয়াই’, সেরা রক সং ‘নট স্ট্রং এনাফ’, এ ছাড়া সেরা মেটাল পারফরমেন্সের পুরস্কার জিতেছে মেটালিকার ‘৭২ সিজনস’।
প্রোডিউসার অব দ্য ইয়ার ‘এলেইন মার্টন’, সেরা ইমার্সিভ অডিও অ্যালবাম ‘দ্য ডায়েরি অব অ্যালিসিয়া কিজ’, সেরা ইন্সট্রুমেন্টাল কম্পোজিশন ‘হেলেনাজ থিম’, সেরা অর্কেস্ট্রাল পারফরমেন্স, ‘এডিস: দান্তে’, সেরা চেম্বার মিউজিক, ‘রাফ ম্যাজিক–রুমফুল অব টিথ’, সেরা মিউজিক ভিডিয়ো, ‘আই অ্যাম ওনলি স্লিপিং’, সেরা মিউজিক ফিল্ম, ‘মুনেজ ডেড্রিম’, সেরা রেকর্ডিং প্যাকেজ ‘স্টাম্পওয়ার্ক’। সেরা কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া ‘বার্বি দ্য অ্যালবাম’। সেরা কমেডি অ্যালবাম ‘হোয়াটস ইন নেম’, সেরা আফ্রিকান মিউজিক, ‘ওয়াটার-টেলা’ ও সেরা র্যাপ পারফরমেন্স ‘সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’।
প্রসঙ্গত, গ্র্যামির এবারের আসরে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামা কমেডিয়ান ট্রেভর নোয়া। চতুর্থবারের মতো গ্র্যামির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে। তারকাখচিত এই অনুষ্ঠানে পারফর্ম করেন ডুয়া লিপা, বিলি এলিশ ও অপরাহ উইনফ্রের মতো জনপ্রিয় সংগীতশিল্পীরা।
যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার (৪ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো ৬৬ তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের আসরে টেইলর সুইফট, মাইলি সাইরাস, এসজেডএ, বয়জিনিয়াস ও বিলি আইলিশের জয়জয়কার। বিলি আইলিশ এবং তাঁর ভাই ফিনিয়াস ‘বার্বি’ সিনেমার গান হোয়াট ওয়াজ আই মেড ফর এর জন্য ‘সং অব দ্য ইয়ার’ খেতাব জিতেছেন। অন্যদিকে টেলর সুইফট ১৩ তম বারের জন্য এই পুরস্কার পেলেন। মিলি সাইরাস প্রথমবারের মতো এই খেতাব জয় করলেন।
বেস্ট পপ সলো পারফরম্যান্স, রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার সবই পেয়েছেন বিলি আইলিশ এবং তাঁর ভাই ফিনিয়াস। তাঁরা এই পুরস্কার পেয়েছেন ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানটির জন্য।
এবারের অ্যালবাম অব দ্য ইয়ার আর বেস্ট পপ ভোকাল অ্যালবামের পুরস্কার জিতেছেন টেলর সুইফট। তিনি তাঁর ‘মিডনাইট’ অ্যালবামের জন্য এই দুটি গ্র্যামি পুরস্কার জিতেন। সেরা সলো পারফরমেন্সের জন্য পুরস্কার পেয়েছেন মিলি সাইরাস। সেরা পপ ডুয়ো বা গ্রুপ পারফরমেন্সের জন্য খেতাব জিতল ‘ঘোস্ট ইন দ্য মেশিন’ গানটি, অর্থাৎ এসজেডএ।
থেরন থমাস এবার ‘নন ক্ল্যাসিক্যাল সংরাইটার অন দ্য অ্যাওয়ার্ড’ পেয়েছেন আর ‘নন ক্ল্যাসিক্যাল প্রোডিউসার অব দ্য অ্যাওয়ার্ড’ পেয়েছেন জ্যাক অ্যাটনফ। সেরা ইলেকট্রিক্যাল রেকর্ডিংয়ের জন্য পুরস্কার পেয়েছে রাম্বল। সেরা আর অ্যান্ড বি অ্যালবাম পেয়েছে ‘জাগুয়ার ২’। সেরা প্রগ্রেসিভ আর অ্যান্ড বি অ্যালবাম পেয়েছে ‘এসওএস’। সেরা ট্র্যাডিশনাল আর অ্যান্ড বি পারফরমেন্সের জন্য পুরস্কার পেয়েছে ‘গুড মর্নিং’। সেরা অলটারনেটিভ মিউজিক অ্যালবামের খেতাব জিতেছে ‘দ্য রেকর্ড’।
অন্যান্য বিভাগে আরও পুরস্কার পেয়েছে সেরা অলটারনেটিভ মিউজিক পারফরমেন্স ‘দিস ইজ হোয়াই’, সেরা রক অ্যালবাম ‘দিস ইজ হোয়াই’, সেরা রক সং ‘নট স্ট্রং এনাফ’, এ ছাড়া সেরা মেটাল পারফরমেন্সের পুরস্কার জিতেছে মেটালিকার ‘৭২ সিজনস’।
প্রোডিউসার অব দ্য ইয়ার ‘এলেইন মার্টন’, সেরা ইমার্সিভ অডিও অ্যালবাম ‘দ্য ডায়েরি অব অ্যালিসিয়া কিজ’, সেরা ইন্সট্রুমেন্টাল কম্পোজিশন ‘হেলেনাজ থিম’, সেরা অর্কেস্ট্রাল পারফরমেন্স, ‘এডিস: দান্তে’, সেরা চেম্বার মিউজিক, ‘রাফ ম্যাজিক–রুমফুল অব টিথ’, সেরা মিউজিক ভিডিয়ো, ‘আই অ্যাম ওনলি স্লিপিং’, সেরা মিউজিক ফিল্ম, ‘মুনেজ ডেড্রিম’, সেরা রেকর্ডিং প্যাকেজ ‘স্টাম্পওয়ার্ক’। সেরা কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া ‘বার্বি দ্য অ্যালবাম’। সেরা কমেডি অ্যালবাম ‘হোয়াটস ইন নেম’, সেরা আফ্রিকান মিউজিক, ‘ওয়াটার-টেলা’ ও সেরা র্যাপ পারফরমেন্স ‘সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’।
প্রসঙ্গত, গ্র্যামির এবারের আসরে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামা কমেডিয়ান ট্রেভর নোয়া। চতুর্থবারের মতো গ্র্যামির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে। তারকাখচিত এই অনুষ্ঠানে পারফর্ম করেন ডুয়া লিপা, বিলি এলিশ ও অপরাহ উইনফ্রের মতো জনপ্রিয় সংগীতশিল্পীরা।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৬ ঘণ্টা আগে