যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার (৪ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো ৬৬ তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের আসরে টেইলর সুইফট, মাইলি সাইরাস, এসজেডএ, বয়জিনিয়াস ও বিলি আইলিশের জয়জয়কার। বিলি আইলিশ এবং তাঁর ভাই ফিনিয়াস ‘বার্বি’ সিনেমার গান হোয়াট ওয়াজ আই মেড ফর এর জন্য ‘সং অব দ্য ইয়ার’ খেতাব জিতেছেন। অন্যদিকে টেলর সুইফট ১৩ তম বারের জন্য এই পুরস্কার পেলেন। মিলি সাইরাস প্রথমবারের মতো এই খেতাব জয় করলেন।
বেস্ট পপ সলো পারফরম্যান্স, রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার সবই পেয়েছেন বিলি আইলিশ এবং তাঁর ভাই ফিনিয়াস। তাঁরা এই পুরস্কার পেয়েছেন ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানটির জন্য।
এবারের অ্যালবাম অব দ্য ইয়ার আর বেস্ট পপ ভোকাল অ্যালবামের পুরস্কার জিতেছেন টেলর সুইফট। তিনি তাঁর ‘মিডনাইট’ অ্যালবামের জন্য এই দুটি গ্র্যামি পুরস্কার জিতেন। সেরা সলো পারফরমেন্সের জন্য পুরস্কার পেয়েছেন মিলি সাইরাস। সেরা পপ ডুয়ো বা গ্রুপ পারফরমেন্সের জন্য খেতাব জিতল ‘ঘোস্ট ইন দ্য মেশিন’ গানটি, অর্থাৎ এসজেডএ।
থেরন থমাস এবার ‘নন ক্ল্যাসিক্যাল সংরাইটার অন দ্য অ্যাওয়ার্ড’ পেয়েছেন আর ‘নন ক্ল্যাসিক্যাল প্রোডিউসার অব দ্য অ্যাওয়ার্ড’ পেয়েছেন জ্যাক অ্যাটনফ। সেরা ইলেকট্রিক্যাল রেকর্ডিংয়ের জন্য পুরস্কার পেয়েছে রাম্বল। সেরা আর অ্যান্ড বি অ্যালবাম পেয়েছে ‘জাগুয়ার ২’। সেরা প্রগ্রেসিভ আর অ্যান্ড বি অ্যালবাম পেয়েছে ‘এসওএস’। সেরা ট্র্যাডিশনাল আর অ্যান্ড বি পারফরমেন্সের জন্য পুরস্কার পেয়েছে ‘গুড মর্নিং’। সেরা অলটারনেটিভ মিউজিক অ্যালবামের খেতাব জিতেছে ‘দ্য রেকর্ড’।
অন্যান্য বিভাগে আরও পুরস্কার পেয়েছে সেরা অলটারনেটিভ মিউজিক পারফরমেন্স ‘দিস ইজ হোয়াই’, সেরা রক অ্যালবাম ‘দিস ইজ হোয়াই’, সেরা রক সং ‘নট স্ট্রং এনাফ’, এ ছাড়া সেরা মেটাল পারফরমেন্সের পুরস্কার জিতেছে মেটালিকার ‘৭২ সিজনস’।
প্রোডিউসার অব দ্য ইয়ার ‘এলেইন মার্টন’, সেরা ইমার্সিভ অডিও অ্যালবাম ‘দ্য ডায়েরি অব অ্যালিসিয়া কিজ’, সেরা ইন্সট্রুমেন্টাল কম্পোজিশন ‘হেলেনাজ থিম’, সেরা অর্কেস্ট্রাল পারফরমেন্স, ‘এডিস: দান্তে’, সেরা চেম্বার মিউজিক, ‘রাফ ম্যাজিক–রুমফুল অব টিথ’, সেরা মিউজিক ভিডিয়ো, ‘আই অ্যাম ওনলি স্লিপিং’, সেরা মিউজিক ফিল্ম, ‘মুনেজ ডেড্রিম’, সেরা রেকর্ডিং প্যাকেজ ‘স্টাম্পওয়ার্ক’। সেরা কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া ‘বার্বি দ্য অ্যালবাম’। সেরা কমেডি অ্যালবাম ‘হোয়াটস ইন নেম’, সেরা আফ্রিকান মিউজিক, ‘ওয়াটার-টেলা’ ও সেরা র্যাপ পারফরমেন্স ‘সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’।
প্রসঙ্গত, গ্র্যামির এবারের আসরে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামা কমেডিয়ান ট্রেভর নোয়া। চতুর্থবারের মতো গ্র্যামির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে। তারকাখচিত এই অনুষ্ঠানে পারফর্ম করেন ডুয়া লিপা, বিলি এলিশ ও অপরাহ উইনফ্রের মতো জনপ্রিয় সংগীতশিল্পীরা।
যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার (৪ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো ৬৬ তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের আসরে টেইলর সুইফট, মাইলি সাইরাস, এসজেডএ, বয়জিনিয়াস ও বিলি আইলিশের জয়জয়কার। বিলি আইলিশ এবং তাঁর ভাই ফিনিয়াস ‘বার্বি’ সিনেমার গান হোয়াট ওয়াজ আই মেড ফর এর জন্য ‘সং অব দ্য ইয়ার’ খেতাব জিতেছেন। অন্যদিকে টেলর সুইফট ১৩ তম বারের জন্য এই পুরস্কার পেলেন। মিলি সাইরাস প্রথমবারের মতো এই খেতাব জয় করলেন।
বেস্ট পপ সলো পারফরম্যান্স, রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার সবই পেয়েছেন বিলি আইলিশ এবং তাঁর ভাই ফিনিয়াস। তাঁরা এই পুরস্কার পেয়েছেন ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানটির জন্য।
এবারের অ্যালবাম অব দ্য ইয়ার আর বেস্ট পপ ভোকাল অ্যালবামের পুরস্কার জিতেছেন টেলর সুইফট। তিনি তাঁর ‘মিডনাইট’ অ্যালবামের জন্য এই দুটি গ্র্যামি পুরস্কার জিতেন। সেরা সলো পারফরমেন্সের জন্য পুরস্কার পেয়েছেন মিলি সাইরাস। সেরা পপ ডুয়ো বা গ্রুপ পারফরমেন্সের জন্য খেতাব জিতল ‘ঘোস্ট ইন দ্য মেশিন’ গানটি, অর্থাৎ এসজেডএ।
থেরন থমাস এবার ‘নন ক্ল্যাসিক্যাল সংরাইটার অন দ্য অ্যাওয়ার্ড’ পেয়েছেন আর ‘নন ক্ল্যাসিক্যাল প্রোডিউসার অব দ্য অ্যাওয়ার্ড’ পেয়েছেন জ্যাক অ্যাটনফ। সেরা ইলেকট্রিক্যাল রেকর্ডিংয়ের জন্য পুরস্কার পেয়েছে রাম্বল। সেরা আর অ্যান্ড বি অ্যালবাম পেয়েছে ‘জাগুয়ার ২’। সেরা প্রগ্রেসিভ আর অ্যান্ড বি অ্যালবাম পেয়েছে ‘এসওএস’। সেরা ট্র্যাডিশনাল আর অ্যান্ড বি পারফরমেন্সের জন্য পুরস্কার পেয়েছে ‘গুড মর্নিং’। সেরা অলটারনেটিভ মিউজিক অ্যালবামের খেতাব জিতেছে ‘দ্য রেকর্ড’।
অন্যান্য বিভাগে আরও পুরস্কার পেয়েছে সেরা অলটারনেটিভ মিউজিক পারফরমেন্স ‘দিস ইজ হোয়াই’, সেরা রক অ্যালবাম ‘দিস ইজ হোয়াই’, সেরা রক সং ‘নট স্ট্রং এনাফ’, এ ছাড়া সেরা মেটাল পারফরমেন্সের পুরস্কার জিতেছে মেটালিকার ‘৭২ সিজনস’।
প্রোডিউসার অব দ্য ইয়ার ‘এলেইন মার্টন’, সেরা ইমার্সিভ অডিও অ্যালবাম ‘দ্য ডায়েরি অব অ্যালিসিয়া কিজ’, সেরা ইন্সট্রুমেন্টাল কম্পোজিশন ‘হেলেনাজ থিম’, সেরা অর্কেস্ট্রাল পারফরমেন্স, ‘এডিস: দান্তে’, সেরা চেম্বার মিউজিক, ‘রাফ ম্যাজিক–রুমফুল অব টিথ’, সেরা মিউজিক ভিডিয়ো, ‘আই অ্যাম ওনলি স্লিপিং’, সেরা মিউজিক ফিল্ম, ‘মুনেজ ডেড্রিম’, সেরা রেকর্ডিং প্যাকেজ ‘স্টাম্পওয়ার্ক’। সেরা কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া ‘বার্বি দ্য অ্যালবাম’। সেরা কমেডি অ্যালবাম ‘হোয়াটস ইন নেম’, সেরা আফ্রিকান মিউজিক, ‘ওয়াটার-টেলা’ ও সেরা র্যাপ পারফরমেন্স ‘সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’।
প্রসঙ্গত, গ্র্যামির এবারের আসরে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামা কমেডিয়ান ট্রেভর নোয়া। চতুর্থবারের মতো গ্র্যামির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে। তারকাখচিত এই অনুষ্ঠানে পারফর্ম করেন ডুয়া লিপা, বিলি এলিশ ও অপরাহ উইনফ্রের মতো জনপ্রিয় সংগীতশিল্পীরা।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৫ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৫ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৬ ঘণ্টা আগে