Ajker Patrika

অড সিগনেচার ব্যান্ডের প্রত্যাবর্তন কনসার্টের নতুন তারিখ ঘোষণা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
অড সিগনেচার ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত
অড সিগনেচার ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

১ আগস্ট কৃষিবিদ মিলনায়তনে (কেআইবি) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অড সিগনেচার ব্যান্ডের প্রত্যাবর্তন কনসার্ট ‘অড সিগনেচার: দ্য কামব্যাক’। কিন্তু ওন্ড ব্যান্ডের ভোকাল ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুলের মৃত্যুতে তা স্থগিত করা হয়। নতুন করে আয়োজনের জন্য ১৪ আগস্ট তারিখ ঠিক করেছে ব্যান্ডটি।

অড সিগনেচারের কি-বোর্ডিস্ট ও ভোকাল অমিতাভ গণমাধ্যমে বলেন, ‘গত ২৭ জুলাই আমরা আমাদের খুব কাছের একজন বড় ভাইকে হারিয়েছি। আমাদের শোতে সাউন্ডের দায়িত্বে ছিলেন রাতুল ভাই এবং সেই শোতে রাতুল ভাই থাকবেন না, এটা মেনে নেওয়া আমাদের পক্ষে ছিল অসম্ভব। আমরা চাই না ফিরে আসার আনন্দটা মৃত্যুর পাশাপাশি হোক। নিজেদের একটু সময় দিচ্ছি গুছিয়ে নিতে, আর তাই ফিরছি ১৪ আগস্ট।’

অমিতাভ জানান, বর্তমানে ব্যান্ডের লাইনআপে যে পরিবর্তন এসেছে, সেটার ঘোষণা আসবে এ কনসার্টে। পাশাপাশি জানাবেন নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনার খবরও।

২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার। এবার কনসার্ট দিয়ে নতুন করে কার্যক্রমে যাচ্ছে দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত