সংগীতশিল্পী সাবরিনা পড়শী নিজের কথায় ও সুরে নতুন গান প্রকাশ করতে চেয়েছিলেন এ মাসেই। গানটি প্রকাশের আগে তাঁর মাথায় খেলে গেল অন্য চিন্তা। আজ বাংলা ছবির জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। প্রিয় নায়ককে স্মরণ করে পড়শী তাই কণ্ঠে তুলে নিলেন সালমান অভিনীত ‘চাওয়া থেকে পাওয়া’ ছবির ‘সাথি তুমি আমার জীবনে’ গানটি।
শনিবার দিনভর রাজধানীর ৩০০ ফুট এলাকায় গানের ভিডিও শুটিং করেছেন পড়শী। ‘সাথি তুমি আমার জীবনে’র মূল কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। এর সংগীত পরিচালনা ও কথা আহমেদ ইমতিয়াজ বুলবুলের। গানটির নতুন সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।
পড়শী বলেন, ‘যখন থেকে সালমান শাহকে জানতে শিখেছি, তাঁর অভিনীত ছবি দেখেছি, তখন থেকেই আমি তাঁর ভক্ত। এর আগের এক মৃত্যুবার্ষিকীতে একটি টিভি লাইভে তাঁর ছবির গান গেয়েছিলাম। এবার আয়োজন করে মিউজিক ভিডিও প্রকাশ করছি।’
পড়শী জানিয়েছেন, গানের ভিডিওতে পড়শী ছাড়াও মডেল হয়েছেন ইমরান। ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি আজ অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর পর মুক্তি পেয়েছিল ‘চাওয়া থেকে পাওয়া’। এম এম সরকার পরিচালিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনূর। এ ছবির ‘সাথি তুমি আমার জীবনে’ গানটি এখনো জনপ্রিয়।
সংগীতশিল্পী সাবরিনা পড়শী নিজের কথায় ও সুরে নতুন গান প্রকাশ করতে চেয়েছিলেন এ মাসেই। গানটি প্রকাশের আগে তাঁর মাথায় খেলে গেল অন্য চিন্তা। আজ বাংলা ছবির জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। প্রিয় নায়ককে স্মরণ করে পড়শী তাই কণ্ঠে তুলে নিলেন সালমান অভিনীত ‘চাওয়া থেকে পাওয়া’ ছবির ‘সাথি তুমি আমার জীবনে’ গানটি।
শনিবার দিনভর রাজধানীর ৩০০ ফুট এলাকায় গানের ভিডিও শুটিং করেছেন পড়শী। ‘সাথি তুমি আমার জীবনে’র মূল কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। এর সংগীত পরিচালনা ও কথা আহমেদ ইমতিয়াজ বুলবুলের। গানটির নতুন সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।
পড়শী বলেন, ‘যখন থেকে সালমান শাহকে জানতে শিখেছি, তাঁর অভিনীত ছবি দেখেছি, তখন থেকেই আমি তাঁর ভক্ত। এর আগের এক মৃত্যুবার্ষিকীতে একটি টিভি লাইভে তাঁর ছবির গান গেয়েছিলাম। এবার আয়োজন করে মিউজিক ভিডিও প্রকাশ করছি।’
পড়শী জানিয়েছেন, গানের ভিডিওতে পড়শী ছাড়াও মডেল হয়েছেন ইমরান। ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি আজ অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর পর মুক্তি পেয়েছিল ‘চাওয়া থেকে পাওয়া’। এম এম সরকার পরিচালিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনূর। এ ছবির ‘সাথি তুমি আমার জীবনে’ গানটি এখনো জনপ্রিয়।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে