Ajker Patrika

নিজের কথায় নিজের সুরে পড়শীর গান

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
নিজের কথায় নিজের সুরে পড়শীর গান

বৃহস্পতিবার দুপুর। টানা ২১ ঘণ্টা শুটিং শেষ করে পড়শী তখন ঘুমে। তাঁর মা বললেন, ‘সারা রাত শুটিং করে সকালে ফিরেছে পড়শী। এখন ঘুমাচ্ছে।’ পড়শীর এই শুটিং একটি নতুন গানের ভিডিওর জন্য। অনেক দিন পর তাঁর মৌলিক গান আসছে–ভক্তদের কাছে এটি নিশ্চয়ই সুখবর। তবে এ খবরে আরও চমক আছে।

কিছুটা জানালেন পড়শীর ভাই সাক্ষর। গানটির শুটিংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। বললেন, ‘নতুন এই গানটি পড়শীর নিজের লেখা। সুর সে নিজেই করেছে। গানটির রেকর্ড শেষ। মিউজিক ভিডিও শুট করলাম আমরা। পুরো কাজ শেষ হয়নি। আরও এক দিন লাগবে।’

পড়শীএত দিন পড়শী যত গান গেয়েছেন, সব অন্যের লেখায় ও সুরে। নিজে লিখে, নিজে সুর করে, নিজেই গাচ্ছেন–পড়শীর জীবনে এ ঘটনা এবারই প্রথম। গানের নাম ‘আয় না কাছে তুই’। বিকেলের দিকে পড়শীর মুখ থেকে জানা গেল, ‘গানটি আমি একা গাইনি। সঙ্গে আরেকজন শিল্পী আছেন। বিস্তারিত আমি আরও কয়েক দিন পর জানিয়ে দেব।’

নতুন এই গানটি পড়শী প্রকাশ করতে চেয়েছিলেন ঈদের আগে। তখন বলেছিলেন, ‘আমার কথা ও সুরে একটি গান আছে। ওটার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। ইচ্ছা ছিল ঈদে প্রকাশ করব। কিন্তু করোনা, লকডাউনের কারণে ভিডিও শুট করতে পারিনি। তাই হয়তো শেষ পর্যন্ত গানটি ঈদের পরেই প্রকাশ হতে পারে।’

পড়শীলকডাউন শেষে পড়শী তাই ভিডিও নিয়ে মনোযোগী হয়েছেন। শুটিং-এডিটিং শেষ করে শিগগিরই গানটি প্রকাশের পরিকল্পনা তাঁর। পড়শীর সর্বশেষ গান এসেছিল গত মে মাসে। ইমরান মাহমুদুলের সঙ্গে বহু বছর পর দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন পড়শী। ‘এক দেখায়’ নামের ওই গান প্রকাশ হয়েছিল সিএমভির ইউটিউব চ্যানেলে। গানটি গেয়ে বেশ সাড়া পেয়েছিলেন পড়শী। সেই সাফল্যের পর এবার নিজের কথা ও সুরে গাইলেন পড়শী। গানের বাইরে কয়েক বছর ধরে আর জে পড়শীর কণ্ঠ শোনা যাচ্ছে একটি এফএম রেডিওতে। প্রতি সপ্তাহে শ্রোতাদের সঙ্গে আড্ডা দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত