Ajker Patrika

নির্মলা মিশ্রর প্রয়াণ, সংগীতাঙ্গনে শোকের ছায়া

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৪: ১২
নির্মলা মিশ্রর প্রয়াণ, সংগীতাঙ্গনে শোকের ছায়া

কিংবদন্তি সংগীতশিল্পী নির্মলা মিশ্র মারা গেছেন। বর্ষীয়ান এই শিল্পী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার (৩০ জুলাই) দিবাগত রাতে দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

নির্মলা মিশ্রর প্রয়াণ কেবল একজন শিল্পীর চলে যাওয়া নয়; বলা যায় গানের জগতের এক অধ্যায়ের সমাপ্তি। ‘ও তোতাপাখি রে’, ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘বলো তো আরশি’, ‘আমি তো তোমার’, ‘ওগো তোমার আকাশ দুটি চোখে’, ‘ছোট্ট সে কথা ভালোবাসা’—এমন অজস্র গান গেয়েছেন নির্মলা মিশ্র। 

বাংলা ছবিতেও তাঁর গাওয়া বহু প্লেব্যাক গানের আবেদন আজও একই রকম। কেবল বাংলা নয়, ওড়িশায়ও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বহু ওড়িয়া ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। 

নির্মলা মিশ্রর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওপার বাংলার সংগীত জগতেবাংলা গানের স্বর্ণযুগের প্রতিনিধিদের অনেকেই সময়ের নিয়মে একে একে চলে গেছেন। চলে গেলেন নির্মলাও। কিন্তু রেখে গেলেন তাঁর গানের সমৃদ্ধ ভান্ডার। 

কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওপার বাংলার সংগীত জগতে। নির্মলা মিশ্রের প্রয়াণে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ বিশিষ্টজনেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত