আরএম, জিমিন, জাংকুকের পর এবার একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএস তারকা ভি। গতকাল মঙ্গলবার ভি’র এজেন্সি বিগহিট মিউজিকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান আডরের ব্যানারে ভি’র প্রথম একক অ্যালবামের কাজ চলছে।
প্রথম একক অ্যালবাম প্রকাশের আগে চাপে ভুগলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভি। তিনি বলেন, ‘বিশাল চাপে থাকলেও আমি ভীষণ খুশি। অ্যালবামে আমার গানের নিজস্ব ছাপ থাকবে। বিটিএসের ভি’র তুলনায় একক অ্যালবামের ভিকে আলাদা করতে পারবেন শ্রোতারা। আশা করছি, অ্যালবামটি নিয়ে বিটিএস আর্মিরা খুশি হবেন।’
একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ভি, জাংকুকরা। সাত সদস্যদের ব্যান্ডটির ছয় সদস্য ইতিমধ্যে একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন, শেষ সদস্য হিসেবে অ্যালবামের ঘোষণা দিলেন ভি।
তবে অ্যালবামের নাম, প্রকাশের দিনক্ষণ এখনো জানানো হয়নি, পরবর্তী সময় বিস্তারিত জানাবে বিগহিট মিউজিক।
আডরের প্রধান নির্বাহী কর্মকর্তা মিন হি জিন বলেন, ‘গত বছরের শেষ ভাগে আমরা অ্যালবামটি করার প্রস্তাবটি পেয়েছি। যদিও আমাদের ব্যস্ত সূচির কারণে কাজটি করতে পারব কি না, তা নিয়ে ইতস্তত বোধ করছিলাম। তবে ভি’র গানের প্রতি আগ্রহ ও দারুণ কণ্ঠস্বর আমাকে মোহিত করেছে।’
আরএম, জিমিন, জাংকুকের পর এবার একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএস তারকা ভি। গতকাল মঙ্গলবার ভি’র এজেন্সি বিগহিট মিউজিকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান আডরের ব্যানারে ভি’র প্রথম একক অ্যালবামের কাজ চলছে।
প্রথম একক অ্যালবাম প্রকাশের আগে চাপে ভুগলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভি। তিনি বলেন, ‘বিশাল চাপে থাকলেও আমি ভীষণ খুশি। অ্যালবামে আমার গানের নিজস্ব ছাপ থাকবে। বিটিএসের ভি’র তুলনায় একক অ্যালবামের ভিকে আলাদা করতে পারবেন শ্রোতারা। আশা করছি, অ্যালবামটি নিয়ে বিটিএস আর্মিরা খুশি হবেন।’
একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ভি, জাংকুকরা। সাত সদস্যদের ব্যান্ডটির ছয় সদস্য ইতিমধ্যে একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন, শেষ সদস্য হিসেবে অ্যালবামের ঘোষণা দিলেন ভি।
তবে অ্যালবামের নাম, প্রকাশের দিনক্ষণ এখনো জানানো হয়নি, পরবর্তী সময় বিস্তারিত জানাবে বিগহিট মিউজিক।
আডরের প্রধান নির্বাহী কর্মকর্তা মিন হি জিন বলেন, ‘গত বছরের শেষ ভাগে আমরা অ্যালবামটি করার প্রস্তাবটি পেয়েছি। যদিও আমাদের ব্যস্ত সূচির কারণে কাজটি করতে পারব কি না, তা নিয়ে ইতস্তত বোধ করছিলাম। তবে ভি’র গানের প্রতি আগ্রহ ও দারুণ কণ্ঠস্বর আমাকে মোহিত করেছে।’
সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৫ ঘণ্টা আগে