বিনোদন প্রতিবেদক
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড সংগীতের অন্যতম বড় আয়োজন ঢাকা রক ফেস্ট ৩.০। ২৭ ও ২৮ ডিসেম্বর ৩২টি ব্যান্ড দল নিয়ে এই উৎসব নিয়ে আসছে বাংলালিংক, আয়োজনে রয়েছে স্কাই ট্র্যাকার লিমিটেড।
এ নিয়ে আজ শনিবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ, স্কাই ট্র্যাকার লিমিটেডের ডিরেক্টর সাজিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল অ্যাভোয়েড রাফা, মেকানিক্স, সাবকনশাস, কার্নিভ্যাল, আফটারম্যাথ, ক্যালিপ্সোসহ বাকি ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, অর্থহীনের শিশির আহমেদ, আর্টসেলের কাজী ফয়সাল আহমেদসহ আরও অনেক তারকা।
প্রতিদিনের টিকিট মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা, দুই দিনের টিকিট একসঙ্গে কিনলে ৯০০ টাকা পাওয়া যাবে। দর্শকেরা ঢাকা রক ফেস্ট ৩.০–এর টিকিট টিকেটিং পার্টনার গেট সেট রক–এর ওয়েবসাইট থেকে বুকিং দিতে পারবেন।
বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠেয় এ রক ফেস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে উন্মুক্ত থাকে।
ফেস্টের প্রথম দিন অর্থাৎ আগামী ২৭ ডিসেম্বর পারফর্ম করবে—আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভ্যাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সার্কাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক এবং উন্মাদ।
ফেস্টের সমাপনী দিন ২৮ ডিসেম্বর পারফর্ম করবে—আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, অ্যাভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনশাস, ওয়ারফেজ।
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড সংগীতের অন্যতম বড় আয়োজন ঢাকা রক ফেস্ট ৩.০। ২৭ ও ২৮ ডিসেম্বর ৩২টি ব্যান্ড দল নিয়ে এই উৎসব নিয়ে আসছে বাংলালিংক, আয়োজনে রয়েছে স্কাই ট্র্যাকার লিমিটেড।
এ নিয়ে আজ শনিবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ, স্কাই ট্র্যাকার লিমিটেডের ডিরেক্টর সাজিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল অ্যাভোয়েড রাফা, মেকানিক্স, সাবকনশাস, কার্নিভ্যাল, আফটারম্যাথ, ক্যালিপ্সোসহ বাকি ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, অর্থহীনের শিশির আহমেদ, আর্টসেলের কাজী ফয়সাল আহমেদসহ আরও অনেক তারকা।
প্রতিদিনের টিকিট মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা, দুই দিনের টিকিট একসঙ্গে কিনলে ৯০০ টাকা পাওয়া যাবে। দর্শকেরা ঢাকা রক ফেস্ট ৩.০–এর টিকিট টিকেটিং পার্টনার গেট সেট রক–এর ওয়েবসাইট থেকে বুকিং দিতে পারবেন।
বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠেয় এ রক ফেস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে উন্মুক্ত থাকে।
ফেস্টের প্রথম দিন অর্থাৎ আগামী ২৭ ডিসেম্বর পারফর্ম করবে—আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভ্যাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সার্কাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক এবং উন্মাদ।
ফেস্টের সমাপনী দিন ২৮ ডিসেম্বর পারফর্ম করবে—আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, অ্যাভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনশাস, ওয়ারফেজ।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে