Ajker Patrika

৩২ ব্যান্ড নিয়ে ঢাকায় ২ দিনব্যাপী রক ফেস্ট

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ২১: ৪৬
৩২ ব্যান্ড নিয়ে ঢাকায় ২ দিনব্যাপী রক ফেস্ট

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড সংগীতের অন্যতম বড় আয়োজন ঢাকা রক ফেস্ট ৩.০। ২৭ ও ২৮ ডিসেম্বর ৩২টি ব্যান্ড দল নিয়ে এই উৎসব নিয়ে আসছে বাংলালিংক, আয়োজনে রয়েছে স্কাই ট্র্যাকার লিমিটেড। 

এ নিয়ে আজ শনিবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ, স্কাই ট্র্যাকার লিমিটেডের ডিরেক্টর সাজিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল অ্যাভোয়েড রাফা, মেকানিক্স, সাবকনশাস, কার্নিভ্যাল, আফটারম্যাথ, ক্যালিপ্সোসহ বাকি ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, অর্থহীনের শিশির আহমেদ, আর্টসেলের কাজী ফয়সাল আহমেদসহ আরও অনেক তারকা। 

প্রতিদিনের টিকিট মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা, দুই দিনের টিকিট একসঙ্গে কিনলে ৯০০ টাকা পাওয়া যাবে। দর্শকেরা ঢাকা রক ফেস্ট ৩.০–এর টিকিট টিকেটিং পার্টনার গেট সেট রক–এর ওয়েবসাইট থেকে বুকিং দিতে পারবেন। 

রক ফেস্ট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনবসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠেয় এ রক ফেস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে উন্মুক্ত থাকে।

ফেস্টের প্রথম দিন অর্থাৎ আগামী ২৭ ডিসেম্বর পারফর্ম করবে—আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভ্যাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সার্কাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক এবং উন্মাদ।

ফেস্টের সমাপনী দিন ২৮ ডিসেম্বর পারফর্ম করবে—আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, অ্যাভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনশাস, ওয়ারফেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত