সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ভারতের জি বাংলা সারেগামাপা ২০২২ এর মূল পর্বে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে গান পরিবেশন করে খ্যাতি অর্জন করেন শিল্পী শুভ দাশ। সারেগামাপা থেকে এসে শুভ এবার নিজের প্রথম মৌলিক গানের কাজ শুরু করেছেন যা প্রকাশ পাচ্ছে এবারের ঈদে। ‘কখনোই বলব না’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতি কবি মিলন খান এবং সুর ও সংগীত পরিচালনায় বাংলাদেশের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদি খান। গানটি প্রকাশ পাবে ঈদের দিন শিল্পী শুভ দাশের ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
গানের প্রসঙ্গে শুভ দাস বলেন, ‘শেখ সাদী খান সাহেবের মত সংগীতের মহারথীর সান্নিধ্য পেয়ে শিল্পী খুব সৌভাগ্যবান এবং এটি তার জীবনের বিশাল এক প্রাপ্তি এবং আশীর্বাদ। শিল্পী তার মৌলিক গানের কাজ নিয়ে খুব আশাবাদী। মৌলিক গান একজন শিল্পীকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম।’
এর আগেও শুভ দাশের কয়েকটি মৌলিক গান প্রকাশ পেয়েছে, তার মধ্যে লিটন অধিকারী রিন্টুর কথায় এবং শফিক তুহিনের সুরে যা কিছু ছিল আমারই অনুকূলে, মানিক জসিমের কথা ও সুরে বছর পরে শিরোনামে গানগুলো মোটামুটি জনপ্রিয়তা পায়।
শিল্পী শুভ দাশের সংগীতে হাতেখড়ি মায়ের হাত ধরে ঠিক সাত বছর বয়সে। তখন থেকে সংগীতের প্রতি অন্যরকম ভালো লাগা শুরু হতে থাকল। স্কুল জীবন পার করে বাংলাদেশের স্বনামধন্য শাস্ত্রীয় সংগীতের গুরু স্বর্ণময় চক্রবর্তীর কাছে শাস্ত্রীয় শাস্ত্রীয় সংগীতে তালিম গ্রহণ করেন। পরবর্তীতে ২০১২ সালের দিকে পাড়ি জমান কলকাতা শহরে সংগীতের উচ্চতর তালিমের জন্য। কলকাতার জননন্দিত সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী গৌতম ঘোষালের কাছে আধুনিক গানে তালিম গ্রহণ করেন এবং যা অবধি চলমান।
সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ভারতের জি বাংলা সারেগামাপা ২০২২ এর মূল পর্বে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে গান পরিবেশন করে খ্যাতি অর্জন করেন শিল্পী শুভ দাশ। সারেগামাপা থেকে এসে শুভ এবার নিজের প্রথম মৌলিক গানের কাজ শুরু করেছেন যা প্রকাশ পাচ্ছে এবারের ঈদে। ‘কখনোই বলব না’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতি কবি মিলন খান এবং সুর ও সংগীত পরিচালনায় বাংলাদেশের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদি খান। গানটি প্রকাশ পাবে ঈদের দিন শিল্পী শুভ দাশের ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
গানের প্রসঙ্গে শুভ দাস বলেন, ‘শেখ সাদী খান সাহেবের মত সংগীতের মহারথীর সান্নিধ্য পেয়ে শিল্পী খুব সৌভাগ্যবান এবং এটি তার জীবনের বিশাল এক প্রাপ্তি এবং আশীর্বাদ। শিল্পী তার মৌলিক গানের কাজ নিয়ে খুব আশাবাদী। মৌলিক গান একজন শিল্পীকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম।’
এর আগেও শুভ দাশের কয়েকটি মৌলিক গান প্রকাশ পেয়েছে, তার মধ্যে লিটন অধিকারী রিন্টুর কথায় এবং শফিক তুহিনের সুরে যা কিছু ছিল আমারই অনুকূলে, মানিক জসিমের কথা ও সুরে বছর পরে শিরোনামে গানগুলো মোটামুটি জনপ্রিয়তা পায়।
শিল্পী শুভ দাশের সংগীতে হাতেখড়ি মায়ের হাত ধরে ঠিক সাত বছর বয়সে। তখন থেকে সংগীতের প্রতি অন্যরকম ভালো লাগা শুরু হতে থাকল। স্কুল জীবন পার করে বাংলাদেশের স্বনামধন্য শাস্ত্রীয় সংগীতের গুরু স্বর্ণময় চক্রবর্তীর কাছে শাস্ত্রীয় শাস্ত্রীয় সংগীতে তালিম গ্রহণ করেন। পরবর্তীতে ২০১২ সালের দিকে পাড়ি জমান কলকাতা শহরে সংগীতের উচ্চতর তালিমের জন্য। কলকাতার জননন্দিত সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী গৌতম ঘোষালের কাছে আধুনিক গানে তালিম গ্রহণ করেন এবং যা অবধি চলমান।
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
২ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৩ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৫ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৬ ঘণ্টা আগে