চলে গেলেন রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। রোববার (১১ এপ্রিল) ভোর ৬টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন মিতা হকের মেয়ে সংগীতশিল্পী ফারহিন খান জয়িতা। তিনি জানান, মিতা হক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে কিছুদিন আগে করোনা নেগেটিভ হয়েছিলেন। এরপর তাঁকে বাসায় নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয় এই প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পীকে।
মিতা হকের জামাতা মুস্তাফিজ শাহীন জানান, মিতা হক পাঁচ বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালোও ছিলেন। তবে করোনায় আক্রান্ত হয়ে কিছুটা দুর্বল হয়ে পড়েন তিনি।
আজ বেলা ১১টায় মিতা হকের মরদেহ ছায়ানটে নেওয়া হবে। এরপর কেরানীগঞ্জের বড় মনোহারিয়ায় বাবা-মায়ের কবরের পাশে তাঁর সম্পন্ন হবে।
প্রখ্যাত অভিনেতা খালেদ খানের সহধর্মিণী ছিলেন মিতা হক। তাঁর জন্ম ঢাকায়, ১৯৬২ সালের সেপ্টেম্বরে। মিতা হকের চাচা রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক।
প্রায় ২০০টি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন মিতা হক। একক অ্যালবাম বেরিয়েছে ২৪টি। মিতা হক ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।
‘সুরতীর্থ’ নামে একটি গানের স্কুল রয়েছে মিতা হকের। একসময় ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সহসভাপতিও ছিলেন মিতা হক।
চলে গেলেন রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। রোববার (১১ এপ্রিল) ভোর ৬টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন মিতা হকের মেয়ে সংগীতশিল্পী ফারহিন খান জয়িতা। তিনি জানান, মিতা হক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে কিছুদিন আগে করোনা নেগেটিভ হয়েছিলেন। এরপর তাঁকে বাসায় নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয় এই প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পীকে।
মিতা হকের জামাতা মুস্তাফিজ শাহীন জানান, মিতা হক পাঁচ বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালোও ছিলেন। তবে করোনায় আক্রান্ত হয়ে কিছুটা দুর্বল হয়ে পড়েন তিনি।
আজ বেলা ১১টায় মিতা হকের মরদেহ ছায়ানটে নেওয়া হবে। এরপর কেরানীগঞ্জের বড় মনোহারিয়ায় বাবা-মায়ের কবরের পাশে তাঁর সম্পন্ন হবে।
প্রখ্যাত অভিনেতা খালেদ খানের সহধর্মিণী ছিলেন মিতা হক। তাঁর জন্ম ঢাকায়, ১৯৬২ সালের সেপ্টেম্বরে। মিতা হকের চাচা রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক।
প্রায় ২০০টি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন মিতা হক। একক অ্যালবাম বেরিয়েছে ২৪টি। মিতা হক ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।
‘সুরতীর্থ’ নামে একটি গানের স্কুল রয়েছে মিতা হকের। একসময় ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সহসভাপতিও ছিলেন মিতা হক।
ভারতের পাকিস্তানে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামটির ট্রেডমার্ক পাওয়ার আবেদন করেছিল আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবে পরে সেই আবেদন প্রত্যাহার করা হয়েছে।
১২ ঘণ্টা আগে১১ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ মে গানটি প্রকাশ করা হবে সামিনা
১৫ ঘণ্টা আগেশামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে পানি কম ঘোলা হয়নি একসময়। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরালও হয়েছে তাঁদের সম্পর্কের খবর। তবে প্রেমের কথা কখনো স্বীকার করেননি তাঁরা। জানিয়েছেন, তাঁরা ভালো বন্ধু। গত মঙ্গলবার শামীম হাসান গণমাধ্যমকে জানালেন, একসময় তাঁদের মধ্যে প্রেম ছিল।
১৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন বেশ পুরোনো। গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের উত্তেজনা গড়িয়েছে যুদ্ধে। গত মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ভারত, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানও দিচ্ছে জবাব। পাকিস্তানে হামলার সমর্থন জানিয়েছেন ভারতের বেশির ভাগ শোবিজ
১৫ ঘণ্টা আগে