Ajker Patrika

রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক আর নেই

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১১: ০৮
রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক আর নেই

চলে গেলেন রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। রোববার (১১ এপ্রিল) ভোর ৬টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন মিতা হকের মেয়ে সংগীতশিল্পী ফারহিন খান জয়িতা। তিনি জানান, মিতা হক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে কিছুদিন আগে করোনা নেগেটিভ হয়েছিলেন। এরপর তাঁকে বাসায় নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয় এই প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পীকে। 

রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হকমিতা হকের জামাতা মুস্তাফিজ শাহীন জানান, মিতা হক পাঁচ বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালোও ছিলেন। তবে করোনায় আক্রান্ত হয়ে কিছুটা দুর্বল হয়ে পড়েন তিনি।

আজ বেলা ১১টায় মিতা হকের মরদেহ ছায়ানটে নেওয়া হবে। এরপর কেরানীগঞ্জের বড় মনোহারিয়ায় বাবা-মায়ের কবরের পাশে তাঁর সম্পন্ন হবে।

প্রখ্যাত অভিনেতা খালেদ খানের সহধর্মিণী ছিলেন মিতা হক। তাঁর জন্ম ঢাকায়, ১৯৬২ সালের সেপ্টেম্বরে। মিতা হকের চাচা রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক।

রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হকপ্রায় ২০০টি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন মিতা হক। একক অ্যালবাম বেরিয়েছে ২৪টি। মিতা হক ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

‘সুরতীর্থ’ নামে একটি গানের স্কুল রয়েছে মিতা হকের। একসময় ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সহসভাপতিও ছিলেন মিতা হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত