গত ভালোবাসা দিবসে শুরু হয়েছে পাভেল আরিনের সংগীতায়োজনে মিউজিক সেশন ‘টাইম জোন লিভিং রুম সেশন’। কনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবেসে সখী’ গান দিয়ে শুরু হয় প্রথম সিজন। গতকাল প্রকাশ পেয়েছে মুজিব পরদেশীর ‘মন তোরে পারলাম না বোঝাইতে’ গানটি। গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমানের অনবদ্য এই গানটি নতুন করে সংগীত আয়োজন করেছেন পাভেল আরিন।
নতুন এই গানটি নিয়ে পাভেল আরিন বলেন, ‘বাংলা ফোক মিউজিককে নতুন রূপে উপস্থাপন করেছেন মুজিব পরদেশী। তাঁর গানের সঙ্গে অনেক আগে থেকে পরিচিত হলেও ২০১৫ থেকে ব্যক্তিগত পরিচয়। আমার এক ডাকেই বিনা বাক্যে মামা আসলেন, গাইলেন, আর সারা রাত আড্ডা দিলেন। শুনলাম তার বর্ণাঢ্য জীবনের গল্প।’
হাসান মতিউর রহমানের ‘মন তোরে পারলাম না বুঝাইতে’ গানটি বেছে নেওয়ার প্রসঙ্গে পাভেল বলেন, ‘অনেক আগে থেকেই গানটা আমার পছন্দ। কী সহজে কত সুন্দর উপস্থাপন। সুর এবং কথার অনবদ্য মেলবন্ধন। অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল যে এই গানটিকে যদি নতুন সাউন্ডে কিছু করা যায়। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই শ্রদ্ধেয় হাসান মতিউর রহমানের প্রতি। তিনি ভালোবেসে এ গানটি নতুন করে উপস্থাপনের অনুমতি দিয়েছেন আমাদের।’
বৃহস্পতিবার গানটি প্রকাশ করা হয় টাইমজোন নিবেদিত লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে। লিভিং রুম সেশনের প্রথম সিজনের গানগুলোর মধ্যে রয়েছে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান। এখন পর্যন্ত প্রকাশিত গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমা। গানগুলোর অডিও প্রোডাকশন করেছে বাটার কমিউনিকেশন। ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান।
গত ভালোবাসা দিবসে শুরু হয়েছে পাভেল আরিনের সংগীতায়োজনে মিউজিক সেশন ‘টাইম জোন লিভিং রুম সেশন’। কনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবেসে সখী’ গান দিয়ে শুরু হয় প্রথম সিজন। গতকাল প্রকাশ পেয়েছে মুজিব পরদেশীর ‘মন তোরে পারলাম না বোঝাইতে’ গানটি। গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমানের অনবদ্য এই গানটি নতুন করে সংগীত আয়োজন করেছেন পাভেল আরিন।
নতুন এই গানটি নিয়ে পাভেল আরিন বলেন, ‘বাংলা ফোক মিউজিককে নতুন রূপে উপস্থাপন করেছেন মুজিব পরদেশী। তাঁর গানের সঙ্গে অনেক আগে থেকে পরিচিত হলেও ২০১৫ থেকে ব্যক্তিগত পরিচয়। আমার এক ডাকেই বিনা বাক্যে মামা আসলেন, গাইলেন, আর সারা রাত আড্ডা দিলেন। শুনলাম তার বর্ণাঢ্য জীবনের গল্প।’
হাসান মতিউর রহমানের ‘মন তোরে পারলাম না বুঝাইতে’ গানটি বেছে নেওয়ার প্রসঙ্গে পাভেল বলেন, ‘অনেক আগে থেকেই গানটা আমার পছন্দ। কী সহজে কত সুন্দর উপস্থাপন। সুর এবং কথার অনবদ্য মেলবন্ধন। অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল যে এই গানটিকে যদি নতুন সাউন্ডে কিছু করা যায়। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই শ্রদ্ধেয় হাসান মতিউর রহমানের প্রতি। তিনি ভালোবেসে এ গানটি নতুন করে উপস্থাপনের অনুমতি দিয়েছেন আমাদের।’
বৃহস্পতিবার গানটি প্রকাশ করা হয় টাইমজোন নিবেদিত লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে। লিভিং রুম সেশনের প্রথম সিজনের গানগুলোর মধ্যে রয়েছে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান। এখন পর্যন্ত প্রকাশিত গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমা। গানগুলোর অডিও প্রোডাকশন করেছে বাটার কমিউনিকেশন। ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয় কনসার্টের। সেখানে গান পরিবেশন করেন বেশ কয়েকজন সংগীতশিল্পী ও ব্যান্ড। বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সেই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
১ ঘণ্টা আগেদুই বছর আগে কানাডায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড়। এখনো সেখানে চিকিৎসাধীন আছেন নিবিড়। সেই দুর্ঘটনার পর থেকে বেশির ভাগ সময় কানাডায় অবস্থান করছেন কুমার বিশ্বজিৎ, থাকছেন ছেলের পাশে। তবে গান ছাড়েননি তিনি। সুযোগ পেলে কনসার্টে অংশ নিচ্ছেন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেঢাকা শহরে প্রতিদিন হকারি করে জীবিকা নির্বাহ করেন লাখ লাখ মানুষ। তাঁদের কাছে নানা ধরনের পণ্য পাওয়া যায় সস্তায়। রাস্তায় ফেরি করার সময় নানা ছন্দে পণ্যের বর্ণনা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন তাঁরা। সেই হকারদের জীবন নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা মঞ্চায়ন করবে কমেডি নাটক ‘সংস অব হকার্স’।
২ ঘণ্টা আগে