বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়েছিলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখান থেকে আর ফেরা হয়নি তাঁর। গত ২০ জুলাই ভার্জিনিয়াতে দ্বিতীয় কনসার্ট শুরুর আগে অসুস্থ বোধ করলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। দুদিন লাইফ সাপোর্টে রাখার পর ২৪ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দেখতে দেখতে শাফিন চলে যাওয়ার প্রায় সাত মাস হতে চলল। তাঁকে ট্রিবিউট করে এবার আয়োজন করা হয়েছে কনসার্ট। ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত হবে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের কনসার্টটি। এ অনুষ্ঠানে গানে গানে শাফিনকে স্মরণ করবেন তাঁর গানের সহযোদ্ধারা।
‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ কনসার্টে গাইবেন শাফিন আহমেদের সাবেক ব্যান্ড মাইলস। এই ব্যান্ডের ভোকাল হিসেবেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন শাফিন। মাইলস ছাড়া এ কনসার্টে আরও গান শোনাবে ব্যান্ড ফিডব্যাক, দলছুট, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও র্যাপার অজি। গানের পাশাপাশি প্রদর্শিত হবে শাফিন আহমেদ সম্পর্কিত বিভিন্ন স্মারক। এ ছাড়া দেখানো হবে তাঁর জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি ডকুমেন্টারি ভিডিও।
শাফিন আহমেদ মারা যাওয়ার পর স্থবির হয়ে পড়েছিল তাঁর ফেসবুক পেজের কার্যক্রম। গত বৃহস্পতিবার এই পেজে তাঁর পরিবার থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিন আহমেদের গান, বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে। এমনটা জানানোর এক দিন পরেই শাফিন আহমেদ স্মরণে কনসার্টের খবরটি জানানো হলো শিল্পীর পেজ থেকে।
সেখানে কনসার্টের বিস্তারিত তথ্য জানিয়ে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সংগীতের একজন সত্যিকারের আইকন শাফিন আহমেদের জীবন ও সমৃদ্ধ কর্মজীবন স্মরণ করার জন্য অবিস্মরণীয় এক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ইকোস অব আ লিজেন্ড তাঁকে উৎসর্গ করে কেবল একটি কনসার্ট নয়, রক ও পপ জগতে শাফিন আহমেদের অতুলনীয় অবদানের কথা তুলে ধরা হবে এ আয়োজনে।’
‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ কনসার্টটি আয়োজন করেছে ভেলভেট ইভেন্টস। ইতিমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট; দাম ৩ হাজার টাকা (ভিআইপি) ও ১ হাজার ৫০০ টাকা (রেগুলার)। আয়োজন শুরু হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৯টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।
গাইবে যারা:
গত বছরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়েছিলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখান থেকে আর ফেরা হয়নি তাঁর। গত ২০ জুলাই ভার্জিনিয়াতে দ্বিতীয় কনসার্ট শুরুর আগে অসুস্থ বোধ করলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। দুদিন লাইফ সাপোর্টে রাখার পর ২৪ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দেখতে দেখতে শাফিন চলে যাওয়ার প্রায় সাত মাস হতে চলল। তাঁকে ট্রিবিউট করে এবার আয়োজন করা হয়েছে কনসার্ট। ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত হবে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের কনসার্টটি। এ অনুষ্ঠানে গানে গানে শাফিনকে স্মরণ করবেন তাঁর গানের সহযোদ্ধারা।
‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ কনসার্টে গাইবেন শাফিন আহমেদের সাবেক ব্যান্ড মাইলস। এই ব্যান্ডের ভোকাল হিসেবেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন শাফিন। মাইলস ছাড়া এ কনসার্টে আরও গান শোনাবে ব্যান্ড ফিডব্যাক, দলছুট, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও র্যাপার অজি। গানের পাশাপাশি প্রদর্শিত হবে শাফিন আহমেদ সম্পর্কিত বিভিন্ন স্মারক। এ ছাড়া দেখানো হবে তাঁর জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি ডকুমেন্টারি ভিডিও।
শাফিন আহমেদ মারা যাওয়ার পর স্থবির হয়ে পড়েছিল তাঁর ফেসবুক পেজের কার্যক্রম। গত বৃহস্পতিবার এই পেজে তাঁর পরিবার থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিন আহমেদের গান, বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে। এমনটা জানানোর এক দিন পরেই শাফিন আহমেদ স্মরণে কনসার্টের খবরটি জানানো হলো শিল্পীর পেজ থেকে।
সেখানে কনসার্টের বিস্তারিত তথ্য জানিয়ে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সংগীতের একজন সত্যিকারের আইকন শাফিন আহমেদের জীবন ও সমৃদ্ধ কর্মজীবন স্মরণ করার জন্য অবিস্মরণীয় এক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ইকোস অব আ লিজেন্ড তাঁকে উৎসর্গ করে কেবল একটি কনসার্ট নয়, রক ও পপ জগতে শাফিন আহমেদের অতুলনীয় অবদানের কথা তুলে ধরা হবে এ আয়োজনে।’
‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ কনসার্টটি আয়োজন করেছে ভেলভেট ইভেন্টস। ইতিমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট; দাম ৩ হাজার টাকা (ভিআইপি) ও ১ হাজার ৫০০ টাকা (রেগুলার)। আয়োজন শুরু হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৯টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।
গাইবে যারা:
স্কুলপড়ুয়া ছোট্ট মেয়ে দিলশাদ ইয়াসমীন তখন গান গাইতেন স্কুলের ফাংশন আর ছোটদের বিভিন্ন অনুষ্ঠানে। ওই সময় পাশের বাড়িতে উঠলেন সুরকার আলতাফ মাহমুদ। দিলশাদের মা গিয়ে আবদার করলেন, যে করেই হোক তাঁর মেয়েকে সিনেমার গানে একটা সুযোগ দিতে হবে। কথা শুনে তো আলতাফ মাহমুদ অবাক! বললেন, ওইটুকুন একটা মেয়ে...
৩ ঘণ্টা আগেগান গেয়ে আর বায়োপিকে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অথচ সেগুলো থেকে এখন নিজেকে সরিয়ে নিতে চাইছেন তিনি। এ দুটি কাজ আর কখনো করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন চঞ্চল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেতা...
৩ ঘণ্টা আগেবাংলা চলচ্চিত্র যাঁদের হাতে অনেকখানি আন্তর্জাতিকতা পেয়েছে, তাঁদের অন্যতম পথিকৃৎ তারেক মাসুদ। নিজের শিক্ষা, চিন্তাভাবনা, দর্শন তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তাঁর চলচ্চিত্রের মাধ্যমে। বাংলা সিনেমার এই ফেরিওয়ালার মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার...
৩ ঘণ্টা আগেঅনেক জল্পনার পর অবশেষে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। এই মুহূর্তে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নাম সুইফট। তাঁর নতুন গান ও কনসার্টের অপেক্ষায় থাকেন সমগ্র বিশ্বের অনুরাগীরা। ভক্তদের চমকে দিয়ে গতকাল নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট। তাঁর ১২তম অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
৪ ঘণ্টা আগে