Ajker Patrika

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নকীব খান। ছবি: সংগৃহীত
নকীব খান। ছবি: সংগৃহীত

সংগীতজীবনের ৫০ বছর পূর্ণ করেছেন নকীব খান। স্বাধীনতার পরপরই জন্মস্থান চট্টগ্রাম থেকে শুরু হয় তাঁর সংগীতের যাত্রা। বালার্ক ব্যান্ডে গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ। ১৯৭৪ সালে যোগ দেন সোলসে। এ ব্যান্ডে প্রায় ১০ বছর ছিলেন নকীব খান। বাবা মারা যাওয়ার পর চট্টগ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়। ১৯৮৫ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড রেনেসাঁ। সেই থেকে রেনেসাঁ নিয়েই শ্রোতাদের ভালোবাসা কুড়িয়ে যাচ্ছেন তিনি।

নকীব খানের ক্যারিয়ারের ৫০ বছর পূর্তির উপলক্ষটি উদ্‌যাপন করা হবে গানে গানে। তাঁকে ঘিরে ভিন্ন এক গল্প, কবিতা ও গানের আসর সাজিয়েছে নূরস ইভেন্ট। ‘সেলিব্রেটিং মেলোডিয়াস ৫০ ইয়ারস অব নকীব খান’ নামের আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ জানুয়ারি শুক্রবার, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে।

আয়োজনে সরাসরি হাজির থেকে নকীব খান গাইবেন তাঁর জনপ্রিয় কিছু গান, শোনাবেন ক্যারিয়ারের ৫০ বছরের উল্লেখযোগ্য গল্প। এর সঙ্গে আরও থাকছে কবিতা পরিবেশনা। পরিবেশন করবেন দুই কবি সুমী নূর ও মেঘলা।

নকীব খান বলেন, ‘১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত সংগীতের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পারা সত্যি স্বপ্নের মতো। কখনো ভাবিনি, গানে গানে এতটা পথ পাড়ি দিতে পারব। এই দীর্ঘ পথচলায় শ্রোতার ভালোবাসাই ছিল অনুপ্রেরণা। নূরস ইভেন্ট আয়োজিত এ অনুষ্ঠানে আমার সংগীতজীবনের পথচলার গল্প শোনাতে চাই। সঙ্গে শ্রোতাদের পছন্দের গান তো গাইবই। এমন সুন্দর সন্ধ্যায় শ্রোতা, সাংবাদিকসহ সকলকে আমন্ত্রণ জানাই।’

পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন গায়ক ও সুরকার আশফাকুল বারী রুমন। আয়োজক সুমী নূর বলেন, ‘আমাদের এটি ষষ্ঠ আয়োজন। আগের প্রতিটি আয়োজনেও আমরা কবিতাকে প্রাধান্য দিয়ে গানের সঙ্গে বাংলা সাহিত্য তুলে আনার চেষ্টা করেছি। এবারও তা-ই থাকছে। আর কিংবদন্তি নকীব খানের সংগীতজীবনের ৫০ বছরের উদ্‌যাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত।’

এ আয়োজনের টিকিট পাওয়া যাচ্ছে নূরস ইভেন্ট এবং গেট সেট রকের ওয়েবসাইটে। টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত