আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট জানিয়েছেন, তিনি এখন তাঁর সৃষ্ট সব গানের পূর্ণ স্বত্বের মালিক। ৩৫ বছর বয়সী এই গায়িকা আজ শুক্রবার নিজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানান, তিনি তাঁর সব গান, কনসার্ট ফিল্ম, মিউজিক ভিডিও, অ্যালবামের প্রচ্ছদ ও ফটোগ্রাফি এবং প্রকাশ না পাওয়া গানগুলোরও স্বত্ব কিনে নিয়েছেন।
সিএনএন জানিয়েছে, ২০১৯ সালে অবসরপ্রাপ্ত ম্যানেজার স্কুটার ব্রনের সঙ্গে বিরোধের জেরে সুইফট তাঁর পুরোনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ঘোষণা দিয়েছেন, ‘টেইলর ভারসান’ নামে নতুন করে রেকর্ড করা ‘টেইলর সুইফট’ এবং ‘রেপুটেশন’ অ্যালবাম দুটোও প্রকাশ করবেন।
ঘোষণায় আবেগময় ভাষায় সুইফট বলেন, ‘আমি আমার ভাবনাগুলোকে এখনো গোছাতে পারিনি। মনে হচ্ছে যেন ফ্ল্যাশব্যাকের মতো সব ভেসে আসছে—এই মুহূর্তটার জন্য কত দিন স্বপ্ন দেখেছি, অপেক্ষা করেছি। বারবার খুব কাছে গিয়েও হারিয়েছি। কবে যেন বিশ্বাস করাও ছেড়ে দিয়েছিলাম যে এমন কিছু হবে।’
আরও বলেন, ‘কিন্তু এখন সেই অধ্যায় শেষ। এখন আমি গর্ব করে বলতে পারি—আমি আমার সমস্ত সংগীতের মালিক। আমার সব মিউজিক ভিডিও, কনসার্ট ফিল্ম, অ্যালবামের শিল্পকর্ম, এমনকি অপ্রকাশিত গানগুলোও...সবকিছুই এখন আমার। আমার স্মৃতি, আবেগ, পাগলামি—জীবনের প্রতিটি অধ্যায় এখন আমারই সম্পত্তি। এটা শুধু আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ নয়, বরং তার থেকেও অনেক বেশি কিছু।’
পপসম্রাজ্ঞী তাঁর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের প্রচণ্ড ভালোবাসা ও সমর্থনই আমাকে আমার এই শিল্পকর্ম ফিরিয়ে আনতে সাহায্য করেছে, যেটার জন্য আমি সারা জীবন পরিশ্রম করেছি। কিন্তু এত দিন তা আমার ছিল না।’
তিনি জানান, এই অধিকার ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল সততা, ন্যায় ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এ জন্য তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘শ্যামরক ক্যাপিটাল’-এর প্রতিও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সংস্থা তাঁকে এমন সুযোগ করে দিয়েছে।
‘শ্যামরক ক্যাপিটাল’ তাদের লিংকডিন পোস্টে লিখেছে, ‘এই খবরে আমরা আনন্দিত এবং টেইলরের জন্য খুব খুশি।’
বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট জানিয়েছেন, তিনি এখন তাঁর সৃষ্ট সব গানের পূর্ণ স্বত্বের মালিক। ৩৫ বছর বয়সী এই গায়িকা আজ শুক্রবার নিজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানান, তিনি তাঁর সব গান, কনসার্ট ফিল্ম, মিউজিক ভিডিও, অ্যালবামের প্রচ্ছদ ও ফটোগ্রাফি এবং প্রকাশ না পাওয়া গানগুলোরও স্বত্ব কিনে নিয়েছেন।
সিএনএন জানিয়েছে, ২০১৯ সালে অবসরপ্রাপ্ত ম্যানেজার স্কুটার ব্রনের সঙ্গে বিরোধের জেরে সুইফট তাঁর পুরোনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ঘোষণা দিয়েছেন, ‘টেইলর ভারসান’ নামে নতুন করে রেকর্ড করা ‘টেইলর সুইফট’ এবং ‘রেপুটেশন’ অ্যালবাম দুটোও প্রকাশ করবেন।
ঘোষণায় আবেগময় ভাষায় সুইফট বলেন, ‘আমি আমার ভাবনাগুলোকে এখনো গোছাতে পারিনি। মনে হচ্ছে যেন ফ্ল্যাশব্যাকের মতো সব ভেসে আসছে—এই মুহূর্তটার জন্য কত দিন স্বপ্ন দেখেছি, অপেক্ষা করেছি। বারবার খুব কাছে গিয়েও হারিয়েছি। কবে যেন বিশ্বাস করাও ছেড়ে দিয়েছিলাম যে এমন কিছু হবে।’
আরও বলেন, ‘কিন্তু এখন সেই অধ্যায় শেষ। এখন আমি গর্ব করে বলতে পারি—আমি আমার সমস্ত সংগীতের মালিক। আমার সব মিউজিক ভিডিও, কনসার্ট ফিল্ম, অ্যালবামের শিল্পকর্ম, এমনকি অপ্রকাশিত গানগুলোও...সবকিছুই এখন আমার। আমার স্মৃতি, আবেগ, পাগলামি—জীবনের প্রতিটি অধ্যায় এখন আমারই সম্পত্তি। এটা শুধু আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ নয়, বরং তার থেকেও অনেক বেশি কিছু।’
পপসম্রাজ্ঞী তাঁর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের প্রচণ্ড ভালোবাসা ও সমর্থনই আমাকে আমার এই শিল্পকর্ম ফিরিয়ে আনতে সাহায্য করেছে, যেটার জন্য আমি সারা জীবন পরিশ্রম করেছি। কিন্তু এত দিন তা আমার ছিল না।’
তিনি জানান, এই অধিকার ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল সততা, ন্যায় ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এ জন্য তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘শ্যামরক ক্যাপিটাল’-এর প্রতিও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সংস্থা তাঁকে এমন সুযোগ করে দিয়েছে।
‘শ্যামরক ক্যাপিটাল’ তাদের লিংকডিন পোস্টে লিখেছে, ‘এই খবরে আমরা আনন্দিত এবং টেইলরের জন্য খুব খুশি।’
দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
৪ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১৩ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১৩ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
১৩ ঘণ্টা আগে