অনলাইন ডেস্ক
বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট জানিয়েছেন, তিনি এখন তাঁর সৃষ্ট সব গানের পূর্ণ স্বত্বের মালিক। ৩৫ বছর বয়সী এই গায়িকা আজ শুক্রবার নিজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানান, তিনি তাঁর সব গান, কনসার্ট ফিল্ম, মিউজিক ভিডিও, অ্যালবামের প্রচ্ছদ ও ফটোগ্রাফি এবং প্রকাশ না পাওয়া গানগুলোরও স্বত্ব কিনে নিয়েছেন।
সিএনএন জানিয়েছে, ২০১৯ সালে অবসরপ্রাপ্ত ম্যানেজার স্কুটার ব্রনের সঙ্গে বিরোধের জেরে সুইফট তাঁর পুরোনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ঘোষণা দিয়েছেন, ‘টেইলর ভারসান’ নামে নতুন করে রেকর্ড করা ‘টেইলর সুইফট’ এবং ‘রেপুটেশন’ অ্যালবাম দুটোও প্রকাশ করবেন।
ঘোষণায় আবেগময় ভাষায় সুইফট বলেন, ‘আমি আমার ভাবনাগুলোকে এখনো গোছাতে পারিনি। মনে হচ্ছে যেন ফ্ল্যাশব্যাকের মতো সব ভেসে আসছে—এই মুহূর্তটার জন্য কত দিন স্বপ্ন দেখেছি, অপেক্ষা করেছি। বারবার খুব কাছে গিয়েও হারিয়েছি। কবে যেন বিশ্বাস করাও ছেড়ে দিয়েছিলাম যে এমন কিছু হবে।’
আরও বলেন, ‘কিন্তু এখন সেই অধ্যায় শেষ। এখন আমি গর্ব করে বলতে পারি—আমি আমার সমস্ত সংগীতের মালিক। আমার সব মিউজিক ভিডিও, কনসার্ট ফিল্ম, অ্যালবামের শিল্পকর্ম, এমনকি অপ্রকাশিত গানগুলোও...সবকিছুই এখন আমার। আমার স্মৃতি, আবেগ, পাগলামি—জীবনের প্রতিটি অধ্যায় এখন আমারই সম্পত্তি। এটা শুধু আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ নয়, বরং তার থেকেও অনেক বেশি কিছু।’
পপসম্রাজ্ঞী তাঁর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের প্রচণ্ড ভালোবাসা ও সমর্থনই আমাকে আমার এই শিল্পকর্ম ফিরিয়ে আনতে সাহায্য করেছে, যেটার জন্য আমি সারা জীবন পরিশ্রম করেছি। কিন্তু এত দিন তা আমার ছিল না।’
তিনি জানান, এই অধিকার ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল সততা, ন্যায় ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এ জন্য তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘শ্যামরক ক্যাপিটাল’-এর প্রতিও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সংস্থা তাঁকে এমন সুযোগ করে দিয়েছে।
‘শ্যামরক ক্যাপিটাল’ তাদের লিংকডিন পোস্টে লিখেছে, ‘এই খবরে আমরা আনন্দিত এবং টেইলরের জন্য খুব খুশি।’
বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট জানিয়েছেন, তিনি এখন তাঁর সৃষ্ট সব গানের পূর্ণ স্বত্বের মালিক। ৩৫ বছর বয়সী এই গায়িকা আজ শুক্রবার নিজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানান, তিনি তাঁর সব গান, কনসার্ট ফিল্ম, মিউজিক ভিডিও, অ্যালবামের প্রচ্ছদ ও ফটোগ্রাফি এবং প্রকাশ না পাওয়া গানগুলোরও স্বত্ব কিনে নিয়েছেন।
সিএনএন জানিয়েছে, ২০১৯ সালে অবসরপ্রাপ্ত ম্যানেজার স্কুটার ব্রনের সঙ্গে বিরোধের জেরে সুইফট তাঁর পুরোনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ঘোষণা দিয়েছেন, ‘টেইলর ভারসান’ নামে নতুন করে রেকর্ড করা ‘টেইলর সুইফট’ এবং ‘রেপুটেশন’ অ্যালবাম দুটোও প্রকাশ করবেন।
ঘোষণায় আবেগময় ভাষায় সুইফট বলেন, ‘আমি আমার ভাবনাগুলোকে এখনো গোছাতে পারিনি। মনে হচ্ছে যেন ফ্ল্যাশব্যাকের মতো সব ভেসে আসছে—এই মুহূর্তটার জন্য কত দিন স্বপ্ন দেখেছি, অপেক্ষা করেছি। বারবার খুব কাছে গিয়েও হারিয়েছি। কবে যেন বিশ্বাস করাও ছেড়ে দিয়েছিলাম যে এমন কিছু হবে।’
আরও বলেন, ‘কিন্তু এখন সেই অধ্যায় শেষ। এখন আমি গর্ব করে বলতে পারি—আমি আমার সমস্ত সংগীতের মালিক। আমার সব মিউজিক ভিডিও, কনসার্ট ফিল্ম, অ্যালবামের শিল্পকর্ম, এমনকি অপ্রকাশিত গানগুলোও...সবকিছুই এখন আমার। আমার স্মৃতি, আবেগ, পাগলামি—জীবনের প্রতিটি অধ্যায় এখন আমারই সম্পত্তি। এটা শুধু আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ নয়, বরং তার থেকেও অনেক বেশি কিছু।’
পপসম্রাজ্ঞী তাঁর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের প্রচণ্ড ভালোবাসা ও সমর্থনই আমাকে আমার এই শিল্পকর্ম ফিরিয়ে আনতে সাহায্য করেছে, যেটার জন্য আমি সারা জীবন পরিশ্রম করেছি। কিন্তু এত দিন তা আমার ছিল না।’
তিনি জানান, এই অধিকার ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল সততা, ন্যায় ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এ জন্য তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘শ্যামরক ক্যাপিটাল’-এর প্রতিও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সংস্থা তাঁকে এমন সুযোগ করে দিয়েছে।
‘শ্যামরক ক্যাপিটাল’ তাদের লিংকডিন পোস্টে লিখেছে, ‘এই খবরে আমরা আনন্দিত এবং টেইলরের জন্য খুব খুশি।’
সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৫ ঘণ্টা আগে